ব্রিটিশ চিত্রনাট্যকার ও পরিচালক টেরেন্স ডেভিস মারা গেছেন। উত্তর পূর্ব ইংল্যান্ডের লিভারপুলে নিজের বাড়িতেই শনিবার অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ‘ডিস্ট্যান্ট ভয়েস’ ও ‘স্টিল লাইভস’ এর মত চলচ্চিত্র দিয়ে খ্যাতি পেয়েছিলেন তিনি।
খ্যাতিমান এই চিত্রনাট্যকারের জন্ম ও বেড়ে ওঠা লিভারপুলেই। সত্তর দশকের শেষ ও আশির দশকের শুরুর সময়ে ‘চিলড্রেন’, ‘ম্যাডোনা অ্যান্ড চাইল্ড’ এবং ‘ডেথ অ্যান্ড ট্রান্সফিগারেশন’ সিনেমা দিয়ে নিজেকে তুলে ধরেছিলেন ডেভিস।
ডেভিসের সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে নেটফ্লিক্স ড্রামা ‘বেনেডিকশন’। এতে অভিনয় করেছেন গত বছরের সিনেমা ‘স্লো হর্সেস’ অভিনেতা জ্যাক লোডেন এবং সায়েন্স ফিকশন টেলিভিশন সিরিজ ‘ডক্টর হু’ এর অভিনেতা পিটার কাপালডি।
২০১৬ সালে জীবনীভিত্তিক সিনেমা ‘এ কোয়েট প্যাশন’ এ ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ তারকা সিনথিয়া নিক্সন কবি এমিলি ডিকিনসনের ভূমিকায় অভিনয় করেছিলেন, যেটির চিত্রনাট্য ও পরিচালনা করেছিলেন টেরেন্স ডেভিস। ‘ডিসট্যান্ট ভয়েসেস’ এর জন্য তিনি ‘কান ইন্টারন্যাশনাল ক্রিটিকস প্রাইজ’ পেয়েছিলেন।
ব্রিটিশ চিত্রনাট্যকার ও পরিচালক টেরেন্স ডেভিস মারা গেছেন। উত্তর পূর্ব ইংল্যান্ডের লিভারপুলে নিজের বাড়িতেই শনিবার অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ‘ডিস্ট্যান্ট ভয়েস’ ও ‘স্টিল লাইভস’ এর মত চলচ্চিত্র দিয়ে খ্যাতি পেয়েছিলেন তিনি।
খ্যাতিমান এই চিত্রনাট্যকারের জন্ম ও বেড়ে ওঠা লিভারপুলেই। সত্তর দশকের শেষ ও আশির দশকের শুরুর সময়ে ‘চিলড্রেন’, ‘ম্যাডোনা অ্যান্ড চাইল্ড’ এবং ‘ডেথ অ্যান্ড ট্রান্সফিগারেশন’ সিনেমা দিয়ে নিজেকে তুলে ধরেছিলেন ডেভিস।
ডেভিসের সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে নেটফ্লিক্স ড্রামা ‘বেনেডিকশন’। এতে অভিনয় করেছেন গত বছরের সিনেমা ‘স্লো হর্সেস’ অভিনেতা জ্যাক লোডেন এবং সায়েন্স ফিকশন টেলিভিশন সিরিজ ‘ডক্টর হু’ এর অভিনেতা পিটার কাপালডি।
২০১৬ সালে জীবনীভিত্তিক সিনেমা ‘এ কোয়েট প্যাশন’ এ ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ তারকা সিনথিয়া নিক্সন কবি এমিলি ডিকিনসনের ভূমিকায় অভিনয় করেছিলেন, যেটির চিত্রনাট্য ও পরিচালনা করেছিলেন টেরেন্স ডেভিস। ‘ডিসট্যান্ট ভয়েসেস’ এর জন্য তিনি ‘কান ইন্টারন্যাশনাল ক্রিটিকস প্রাইজ’ পেয়েছিলেন।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৭ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৭ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
৮ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
৮ ঘণ্টা আগে