গত বছরই মুক্তি পেয়েছিল আগাথা ক্রিস্টির উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘ডেথ অন দ্য নাইল’। এক বছরের মাথায় এর সিক্যুয়াল আসছে দর্শকদের সামনে। এবারের ছবির নাম ‘আ হন্টিং ইন ভেনিস’। আজ থেকে সিনেমাটি দেখা যাচ্ছে দেশের স্টার সিনেপ্লেক্সে।
আগাথা ক্রিস্টির জনপ্রিয় উপন্যাস ‘হ্যালোয়েন পার্টি’ অবলম্বনে নির্মিত হয়েছে আ হন্টিং ইন ভেনিস। আগের ছবির মতো এ ছবিটিও পরিচালনা করেছেন কেনেথ ব্রানাহ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাইল অ্যালেন, ক্যামিল কটিন, জেমি ডরনান, টিনা ফে, জুড হিল, আলি খান, এমা লেয়ার্ড, কেলি রেইলি, রিকার্ডো স্ক্যামারসিও এবং মিশেল ইয়েও।
কেনেথ ব্রানাহ এমন এক গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজি নির্মাণে হাত দিয়েছেন, যা আজকের দর্শকের কাছে উপভোগ্য করে তোলা রীতিমতো চ্যালেঞ্জিং। আগাথা ক্রিস্টির এরকুল পোয়ারো পড়ে বড় হওয়া প্রজন্ম সিনেমার পর্দায় তাদের প্রিয় গোয়েন্দাকে কীভাবে দেখতে পছন্দ করবে, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন পরিচালক-অভিনেতা কেনেথ। ডেথ অন দ্য নাইল-এ যেমন তিনি পোয়ারোর পূর্ব ইতিহাস দিয়ে শুরু করেছেন, যে সময়ে প্রথম বিশ্বযুদ্ধে লড়ছে সে। সেখান থেকে গল্প এসে পড়ে তিরিশের দশকের শেষ ভাগে। পিরামিডের দেশে ঘনিয়ে ওঠে রহস্য।
কাহিনির চলন ও বিস্তার গোয়েন্দা গল্পের পরিপ্রেক্ষিতে সরল ও কমবেশি অনুমেয়। তবে প্রথম দৃশ্য থেকেই অসাধারণ সিনেমাটোগ্রাফি ও গ্রাফিক্স ছিল পর্দায় চোখ আটকে রাখার মতো। পিরামিডের গা বেয়ে ওঠে ঘুড়ি ওড়ানো, বিশালাকার স্ফিংসের সামনে বসে ক্যানভাসে তুলি বোলানো, নীল নদের বুকচিরে চলা প্রমোদতরির এমন চোখজুড়ানো কিছু দৃশ্যকল্প মিসরের প্রেমে পড়তে বাধ্য করে।
স্তব্ধতার মধ্যে বলা সংলাপ যে কতখানি অর্থবহ হয়ে উঠতে পারে, তা কয়েকটি দৃশ্যে ফুটে উঠেছে। যুদ্ধের দৃশ্য, সেনা হাসপাতালের সেট পৌঁছে দেয় এক কল্পরাজ্যে। এবারের ছবির গল্প এগিয়েছে বেলজিয়ামের বিখ্যাত গোয়েন্দা হারকিউলি পাইরোটকে ঘিরে, যার ওপর একটি হত্যা রহস্য উন্মোচনের দায়িত্ব পড়ে। আগের ছবির মতো এবারও কেনেথ ব্রানাহ আস্থার প্রতিদান দেবেন বলেই বিশ্বাস সবার। বরং এ ছবিকে অনেকটাই এগিয়ে রাখতে চান পরিচালক এবং অভিনেতা কেনেথ। ছবির মুখ্য চরিত্রে তিনি নিজেই অভিনয় করেছেন।
গত বছরই মুক্তি পেয়েছিল আগাথা ক্রিস্টির উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘ডেথ অন দ্য নাইল’। এক বছরের মাথায় এর সিক্যুয়াল আসছে দর্শকদের সামনে। এবারের ছবির নাম ‘আ হন্টিং ইন ভেনিস’। আজ থেকে সিনেমাটি দেখা যাচ্ছে দেশের স্টার সিনেপ্লেক্সে।
আগাথা ক্রিস্টির জনপ্রিয় উপন্যাস ‘হ্যালোয়েন পার্টি’ অবলম্বনে নির্মিত হয়েছে আ হন্টিং ইন ভেনিস। আগের ছবির মতো এ ছবিটিও পরিচালনা করেছেন কেনেথ ব্রানাহ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাইল অ্যালেন, ক্যামিল কটিন, জেমি ডরনান, টিনা ফে, জুড হিল, আলি খান, এমা লেয়ার্ড, কেলি রেইলি, রিকার্ডো স্ক্যামারসিও এবং মিশেল ইয়েও।
কেনেথ ব্রানাহ এমন এক গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজি নির্মাণে হাত দিয়েছেন, যা আজকের দর্শকের কাছে উপভোগ্য করে তোলা রীতিমতো চ্যালেঞ্জিং। আগাথা ক্রিস্টির এরকুল পোয়ারো পড়ে বড় হওয়া প্রজন্ম সিনেমার পর্দায় তাদের প্রিয় গোয়েন্দাকে কীভাবে দেখতে পছন্দ করবে, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন পরিচালক-অভিনেতা কেনেথ। ডেথ অন দ্য নাইল-এ যেমন তিনি পোয়ারোর পূর্ব ইতিহাস দিয়ে শুরু করেছেন, যে সময়ে প্রথম বিশ্বযুদ্ধে লড়ছে সে। সেখান থেকে গল্প এসে পড়ে তিরিশের দশকের শেষ ভাগে। পিরামিডের দেশে ঘনিয়ে ওঠে রহস্য।
কাহিনির চলন ও বিস্তার গোয়েন্দা গল্পের পরিপ্রেক্ষিতে সরল ও কমবেশি অনুমেয়। তবে প্রথম দৃশ্য থেকেই অসাধারণ সিনেমাটোগ্রাফি ও গ্রাফিক্স ছিল পর্দায় চোখ আটকে রাখার মতো। পিরামিডের গা বেয়ে ওঠে ঘুড়ি ওড়ানো, বিশালাকার স্ফিংসের সামনে বসে ক্যানভাসে তুলি বোলানো, নীল নদের বুকচিরে চলা প্রমোদতরির এমন চোখজুড়ানো কিছু দৃশ্যকল্প মিসরের প্রেমে পড়তে বাধ্য করে।
স্তব্ধতার মধ্যে বলা সংলাপ যে কতখানি অর্থবহ হয়ে উঠতে পারে, তা কয়েকটি দৃশ্যে ফুটে উঠেছে। যুদ্ধের দৃশ্য, সেনা হাসপাতালের সেট পৌঁছে দেয় এক কল্পরাজ্যে। এবারের ছবির গল্প এগিয়েছে বেলজিয়ামের বিখ্যাত গোয়েন্দা হারকিউলি পাইরোটকে ঘিরে, যার ওপর একটি হত্যা রহস্য উন্মোচনের দায়িত্ব পড়ে। আগের ছবির মতো এবারও কেনেথ ব্রানাহ আস্থার প্রতিদান দেবেন বলেই বিশ্বাস সবার। বরং এ ছবিকে অনেকটাই এগিয়ে রাখতে চান পরিচালক এবং অভিনেতা কেনেথ। ছবির মুখ্য চরিত্রে তিনি নিজেই অভিনয় করেছেন।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৪ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২০ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২০ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২০ ঘণ্টা আগে