Ajker Patrika

এবার ভারতীয় বংশোদ্ভূত মডেলের প্রেমে মজেছেন ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক
Thumbnail image

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মডেল নীলম গিলের সঙ্গে নিয়মিতই দেখা যাচ্ছে হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে। গত মঙ্গলবার লন্ডনের এক রেস্তোরাঁয় নীলমকে নিজের মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন ডিক্যাপ্রিও, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’।

এক প্রতিবেদনে পেজ সিক্স জানিয়েছে, গত মঙ্গলবার লন্ডনের রেস্তোরাঁয় নীলমের সঙ্গে নিজের মা ও কাছের বন্ধুদের পরিচয় করিয়ে দেন ডিক্যাপ্রিও। এ সময় অভিনেতার পরনে ছিল কালো ক্যাপ, কালো জ্যাকেট ও নীল জিন্স। গোপনীয়তা রক্ষার্থে মুখ ঢেকে রেখেছিলেন মাস্কে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত সপ্তাহে কানে হোটেল মারটিনেজে ছিলেন ডিক্যাপ্রিও। হোটেল ছেড়ে বের হওয়ার সময় অভিনেতার সঙ্গে ছিলেন নীলম।

তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ২৮ বছর বয়সী নীলম ও ৪৮ বছর বয়সী ডিক্যাপ্রিও ডেট করছেন না। তারা শুধুই বন্ধু।

নীলমের জন্ম ইংল্যান্ডে। তার পূর্বপুরুষ ভারতের পাঞ্জাবের। তিনি প্রথমসারির একাধিক হাই প্রোফাইল ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। কভারগার্ল হয়েছেন একাধিক আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের।

উল্লেখ্য, ডিক্যাপ্রিও এর আগে ক্যামিলা মররোনের সঙ্গে ডেট করেছিলেন। ২০২০ সালের একাডেমি পুরস্কারে একসঙ্গে প্রথমবার জনসমক্ষে উপস্থিতি হয়েছিলেন তাঁরা। ৪ বছরেরও বেশি সময় ধরে ডেট করার পর গত বছর তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এর পরে, সুপার মডেল গিগি হাদিদের সঙ্গে ডেট করছিলেন ডিক্যাপ্রিও। ডেটিংয়ের গুন্জনের মধ্যেই গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কের একটি ক্লাব থেকে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং গিগি হাদিদের একটি ছবি ভাইরাল হয়েছিল। ওই বছরের ফেব্রুয়ারিতে, টাইটানিক অভিনেতার সঙ্গে ১৯ বছর বয়সী মডেল ইডেন পোলানির ডেটের গুঞ্জন ছড়ায়। তবে একটি সূত্রের বরাত দিয়ে পেজ সিক্স জানিয়েছিল দুজন ডেটিং করছেন না, এটির কোন সত্যতা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত