ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মডেল নীলম গিলের সঙ্গে নিয়মিতই দেখা যাচ্ছে হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে। গত মঙ্গলবার লন্ডনের এক রেস্তোরাঁয় নীলমকে নিজের মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন ডিক্যাপ্রিও, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’।
এক প্রতিবেদনে পেজ সিক্স জানিয়েছে, গত মঙ্গলবার লন্ডনের রেস্তোরাঁয় নীলমের সঙ্গে নিজের মা ও কাছের বন্ধুদের পরিচয় করিয়ে দেন ডিক্যাপ্রিও। এ সময় অভিনেতার পরনে ছিল কালো ক্যাপ, কালো জ্যাকেট ও নীল জিন্স। গোপনীয়তা রক্ষার্থে মুখ ঢেকে রেখেছিলেন মাস্কে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত সপ্তাহে কানে হোটেল মারটিনেজে ছিলেন ডিক্যাপ্রিও। হোটেল ছেড়ে বের হওয়ার সময় অভিনেতার সঙ্গে ছিলেন নীলম।
তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ২৮ বছর বয়সী নীলম ও ৪৮ বছর বয়সী ডিক্যাপ্রিও ডেট করছেন না। তারা শুধুই বন্ধু।
নীলমের জন্ম ইংল্যান্ডে। তার পূর্বপুরুষ ভারতের পাঞ্জাবের। তিনি প্রথমসারির একাধিক হাই প্রোফাইল ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। কভারগার্ল হয়েছেন একাধিক আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের।
উল্লেখ্য, ডিক্যাপ্রিও এর আগে ক্যামিলা মররোনের সঙ্গে ডেট করেছিলেন। ২০২০ সালের একাডেমি পুরস্কারে একসঙ্গে প্রথমবার জনসমক্ষে উপস্থিতি হয়েছিলেন তাঁরা। ৪ বছরেরও বেশি সময় ধরে ডেট করার পর গত বছর তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এর পরে, সুপার মডেল গিগি হাদিদের সঙ্গে ডেট করছিলেন ডিক্যাপ্রিও। ডেটিংয়ের গুন্জনের মধ্যেই গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কের একটি ক্লাব থেকে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং গিগি হাদিদের একটি ছবি ভাইরাল হয়েছিল। ওই বছরের ফেব্রুয়ারিতে, টাইটানিক অভিনেতার সঙ্গে ১৯ বছর বয়সী মডেল ইডেন পোলানির ডেটের গুঞ্জন ছড়ায়। তবে একটি সূত্রের বরাত দিয়ে পেজ সিক্স জানিয়েছিল দুজন ডেটিং করছেন না, এটির কোন সত্যতা নেই।
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মডেল নীলম গিলের সঙ্গে নিয়মিতই দেখা যাচ্ছে হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে। গত মঙ্গলবার লন্ডনের এক রেস্তোরাঁয় নীলমকে নিজের মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন ডিক্যাপ্রিও, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’।
এক প্রতিবেদনে পেজ সিক্স জানিয়েছে, গত মঙ্গলবার লন্ডনের রেস্তোরাঁয় নীলমের সঙ্গে নিজের মা ও কাছের বন্ধুদের পরিচয় করিয়ে দেন ডিক্যাপ্রিও। এ সময় অভিনেতার পরনে ছিল কালো ক্যাপ, কালো জ্যাকেট ও নীল জিন্স। গোপনীয়তা রক্ষার্থে মুখ ঢেকে রেখেছিলেন মাস্কে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত সপ্তাহে কানে হোটেল মারটিনেজে ছিলেন ডিক্যাপ্রিও। হোটেল ছেড়ে বের হওয়ার সময় অভিনেতার সঙ্গে ছিলেন নীলম।
তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ২৮ বছর বয়সী নীলম ও ৪৮ বছর বয়সী ডিক্যাপ্রিও ডেট করছেন না। তারা শুধুই বন্ধু।
নীলমের জন্ম ইংল্যান্ডে। তার পূর্বপুরুষ ভারতের পাঞ্জাবের। তিনি প্রথমসারির একাধিক হাই প্রোফাইল ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। কভারগার্ল হয়েছেন একাধিক আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের।
উল্লেখ্য, ডিক্যাপ্রিও এর আগে ক্যামিলা মররোনের সঙ্গে ডেট করেছিলেন। ২০২০ সালের একাডেমি পুরস্কারে একসঙ্গে প্রথমবার জনসমক্ষে উপস্থিতি হয়েছিলেন তাঁরা। ৪ বছরেরও বেশি সময় ধরে ডেট করার পর গত বছর তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এর পরে, সুপার মডেল গিগি হাদিদের সঙ্গে ডেট করছিলেন ডিক্যাপ্রিও। ডেটিংয়ের গুন্জনের মধ্যেই গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কের একটি ক্লাব থেকে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং গিগি হাদিদের একটি ছবি ভাইরাল হয়েছিল। ওই বছরের ফেব্রুয়ারিতে, টাইটানিক অভিনেতার সঙ্গে ১৯ বছর বয়সী মডেল ইডেন পোলানির ডেটের গুঞ্জন ছড়ায়। তবে একটি সূত্রের বরাত দিয়ে পেজ সিক্স জানিয়েছিল দুজন ডেটিং করছেন না, এটির কোন সত্যতা নেই।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৮ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৮ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
৮ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
৮ ঘণ্টা আগে