Ajker Patrika

হলিউডে আর পুরুষোচিত পুরুষ নেই: হারকিউলিসের অভিনেতা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২২: ৪৮
হলিউডে আর পুরুষোচিত পুরুষ নেই: হারকিউলিসের অভিনেতা

হলিউডের পুরুষদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন হারকিউলিস খ্যাত অভিনেতা কেভিন সরবো। তিনি বলেছেন, হলিউডে এখনকার পুরুষ অভিনেতাদের পৌরুষ নিয়ে ভুল ধারণা রয়েছে। এরা ‘হাবাগোবা, অথর্ব আর বেকুব’!

১৯৯৫ সালের জনপ্রিয় টিভি সিরিজ দ্য হারকিউলিস: দ্য লেজেন্ডারি জার্নিস—সিনেমার অভিনেতা কেভিন সরবোর বয়স এখন ৬৫ বছর। রক্ষণশীল দৃষ্টিভঙ্গির কারণে গত আগস্টে হলিউডে তাঁকে নিষিদ্ধ করা হয়। 

গত আগস্টে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সরবো অভিযোগ করেন, খ্রিষ্ট ধর্মে বিশ্বাসের কারণেই তাঁকে হলিউড থেকে অবাঞ্ছিত করা হয়েছে। তিনি হলিউডের সাংস্কৃতিক রক্ষণশীলতার শিকার। 

নিষেধাজ্ঞার পর সরবো ফক্স নিউজে একটি মতামত লিখেন। নিবন্ধটিতে তিনি ‘ওক হলিউড’ নামে হলিউডের সচেতনতামূলক সাংস্কৃতিক আন্দোলনকে তাচ্ছিল্য করেন।

বিশেষ করে অভিনেতা টিমোথি শ্যালামেট (২৭) এবং বিলি পর্টারের (৫৪) নাম উল্লেখ করে কেভিন সরবো বর্তমান উভলৈঙ্গিক ফ্যাশন–প্রিয়তাকে ‘পুরুষত্বের সংকট’ বলে উল্লেখ করেছেন। ওই নিবন্ধতে তিনি গ্রিক উপদেবতা হারকিউলিসের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জনের কথাও বেশ গর্ব করে উল্লেখ করেন।

হলিউডের পুরুষদের ওপর আক্রমণের সেই নিবন্ধে তিনি বলেন, পুরুষেরা মদ্যপান, মাদক, ভিডিও গেম ও পর্নোগ্রাফির মতো আদি বাসনায় গা ভাসানোর কারণে নারীবাদীরা জিতে গেছে। 

১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত হারকিউলিস: দ্য লেজেন্ডারি জার্নিস–এ নাম ভূমিকায় এবং ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যান্ড্রোমিডায় ক্যাপ্টেন ডিলান হান্টের ভূমিকায় অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেন কেভিন সরবো। জেনা: দ্য ওয়ারিয়র প্রিন্সেস-এও তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে সরবোকে খ্রিষ্টীয় বিশ্বাস এবং রক্ষণশীল মতামতের সক্রিয় প্রচারক হয়ে উঠতে দেখা গেছে। তাঁর অভিযোগ, এ কারণেই তাঁকে হলিউডে নিষিদ্ধ করা হয়েছে। 

টিমোথি ও বিলির মতো তারকাদের উভলৈঙ্গিক স্টাইলকে কটাক্ষ করে কেভিন সরবো বলেন, ‘সমাজ আজ মারাত্মকভাবে পুরুষত্বকে ভুল বোঝে...আমরা বিলি পর্টারের মতো উভলৈঙ্গিক ফ্যাশনের ধারকদের স্বাভাবিক করার চেষ্টা করি, যারা মেয়েদের স্কার্ট ও ফোলানো পোশাক পরে।’ 

তিনি বলেন, ‘জিকিউ ২০১৯–এর সেরা পোশাকের মানুষ, টিমোথি শ্যালামেট, প্রায়ই এমন পোশাক পরেন যা আপনার দাদা মরে গেলেও পরতেন না। আমরা যেদিকেই তাকাই, সাহসী, আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী নারীদের সেসব দুর্বল পুরুষদের ছাড়িয়ে যেতে দেখবেন, যারা নীরবে পেছনে সারিতে বসে থাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত