ঢাকা: কয়েক বছর আগে কেভিন স্পেসির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের রমরমা সেই সময়ে আড়ালে যেতে বাধ্য হন অস্কার বিজয়ী অভিনেতা। সম্প্রতি যুক্ত হলেন নতুন সিনেমায়। প্রথমে বড় চরিত্রের কথা শোনা গেলেও ভ্যারাইটি ডটকম জানাচ্ছে, পুলিশের গোয়েন্দা চরিত্রে অল্প সময়ের জন্য পর্দায় হাজির হবেন স্পেসি। মূল চরিত্রে থাকবেন সিনেমার নির্মাতা ফ্রাঙ্কো নিরো। ‘দ্য ম্যান হু ড্র গড’ নামের ওই সিনেমায় পরিচালক নিরোর স্ত্রী ভ্যানেসা রেডগ্রাভের বিপরীতে অভিনয় করবেন ‘আমেরিকান বিউটি’খ্যাত এই অভিনেতা।
কেভিনের এই ফেরায় অনেকে খুশি হলেও শঙ্কিত তিনি। এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি নিউজ বা সাক্ষাৎকার দিতে চাইলেও কেউ আমার সঙ্গে যোগাযোগ করছেন না। আমি জানি না হলিউডও আমাকে গ্রহণ করবে কি না।’
কেভিন স্পেসি সেরা পার্শ্ব–অভিনেতা ও সেরা অভিনেতা বিভাগে জিতেছেন দুটি অস্কার। ‘দ্য ইউজুয়াল সাসপেক্টস’ (১৯৯৫), ‘আমেরিকান বিউটি’ (১৯৯৯) যাঁরা দেখেছেন, তাঁরা জানেন তিনি কত বড়মাপের অভিনেতা। তিনি মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও গায়ক কেভিন স্পেসি।
২০১৮ সালের জুলাইয়ে কেভিন স্পেসির বিরুদ্ধে অভিযোগ তোলেন এক ম্যাসাজ থেরাপিস্ট। এর আগে ২০১৭ সালে আরেক অভিনেতা অ্যান্টনি রেপ প্রথম কেভিন স্পেসির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। সেটা নাকি ১৯৮৬ সালের ঘটনা। তখন রেপের বয়স ছিল মাত্র ১৪ ও স্পেসির ২৬ বছর। এরপর ১৫ জন কেভিন স্পেসির বিরুদ্ধে নিজেদের যৌন হয়রানির অভিজ্ঞতা বর্ণনা করেন, যাঁদের ৮ জনই ছিলেন ‘হাউস অব কার্ডস’ টিভি শোর সেটের কর্মী ও শিল্পী। কিন্তু এই ১৬টি অভিযোগের কোনোটিই আদালতে প্রমাণিত হয়নি। তবে কেভিন স্পেসি ২০১৭ সালেই অ্যান্টনি রেপের কাছে ক্ষমা চান। এ ছাড়া আরও অভিযোগ উঠলে পরে অভিযোগকারী তা প্রত্যাহার করে নেন।
তবে কেভিন স্পেসির বিরুদ্ধে অভিযোগকারীদের সবাই ছিলেন পুরুষ। এসব অভিযোগের পর নেটফ্লিক্সের ‘হাউস অব কার্ডস’ সিরিজসহ একাধিক ছবি থেকে বাদ পড়েন এই অভিনেতা।
ঢাকা: কয়েক বছর আগে কেভিন স্পেসির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের রমরমা সেই সময়ে আড়ালে যেতে বাধ্য হন অস্কার বিজয়ী অভিনেতা। সম্প্রতি যুক্ত হলেন নতুন সিনেমায়। প্রথমে বড় চরিত্রের কথা শোনা গেলেও ভ্যারাইটি ডটকম জানাচ্ছে, পুলিশের গোয়েন্দা চরিত্রে অল্প সময়ের জন্য পর্দায় হাজির হবেন স্পেসি। মূল চরিত্রে থাকবেন সিনেমার নির্মাতা ফ্রাঙ্কো নিরো। ‘দ্য ম্যান হু ড্র গড’ নামের ওই সিনেমায় পরিচালক নিরোর স্ত্রী ভ্যানেসা রেডগ্রাভের বিপরীতে অভিনয় করবেন ‘আমেরিকান বিউটি’খ্যাত এই অভিনেতা।
কেভিনের এই ফেরায় অনেকে খুশি হলেও শঙ্কিত তিনি। এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি নিউজ বা সাক্ষাৎকার দিতে চাইলেও কেউ আমার সঙ্গে যোগাযোগ করছেন না। আমি জানি না হলিউডও আমাকে গ্রহণ করবে কি না।’
কেভিন স্পেসি সেরা পার্শ্ব–অভিনেতা ও সেরা অভিনেতা বিভাগে জিতেছেন দুটি অস্কার। ‘দ্য ইউজুয়াল সাসপেক্টস’ (১৯৯৫), ‘আমেরিকান বিউটি’ (১৯৯৯) যাঁরা দেখেছেন, তাঁরা জানেন তিনি কত বড়মাপের অভিনেতা। তিনি মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও গায়ক কেভিন স্পেসি।
২০১৮ সালের জুলাইয়ে কেভিন স্পেসির বিরুদ্ধে অভিযোগ তোলেন এক ম্যাসাজ থেরাপিস্ট। এর আগে ২০১৭ সালে আরেক অভিনেতা অ্যান্টনি রেপ প্রথম কেভিন স্পেসির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। সেটা নাকি ১৯৮৬ সালের ঘটনা। তখন রেপের বয়স ছিল মাত্র ১৪ ও স্পেসির ২৬ বছর। এরপর ১৫ জন কেভিন স্পেসির বিরুদ্ধে নিজেদের যৌন হয়রানির অভিজ্ঞতা বর্ণনা করেন, যাঁদের ৮ জনই ছিলেন ‘হাউস অব কার্ডস’ টিভি শোর সেটের কর্মী ও শিল্পী। কিন্তু এই ১৬টি অভিযোগের কোনোটিই আদালতে প্রমাণিত হয়নি। তবে কেভিন স্পেসি ২০১৭ সালেই অ্যান্টনি রেপের কাছে ক্ষমা চান। এ ছাড়া আরও অভিযোগ উঠলে পরে অভিযোগকারী তা প্রত্যাহার করে নেন।
তবে কেভিন স্পেসির বিরুদ্ধে অভিযোগকারীদের সবাই ছিলেন পুরুষ। এসব অভিযোগের পর নেটফ্লিক্সের ‘হাউস অব কার্ডস’ সিরিজসহ একাধিক ছবি থেকে বাদ পড়েন এই অভিনেতা।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে