Ajker Patrika

শেষের পথে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস

শেষের পথে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস

ঢাকা: ২০ বছর আগের কথা। ২০০১ সালে ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ দিয়ে হলিউডে শুরু হয়েছিল এক অন্য রকম ফ্র্যাঞ্চাইজির। সিরিজের আটটি ছবি মুক্তি পেয়ে গেছে। সামনে আসছে আরও একটি ছবি। এখনো সমান আবেদন ধরে রেখেছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। দীর্ঘ এই যাত্রায় ভক্তরা পল ওয়াকারকে হারালেও এখনো স্টিয়ারিং ধরে আছেন ভিন ডিজেল।

ফ্র্যাঞ্চাইজির নবম ছবি ‘এফ নাইন’ আসবে ২৫ জুন। তার আগে ডমিনিক টরেটো চরিত্রের অভিনেতা ভিন ডিজেল জানালেন খানিকটা মন খারাপের খবর। সম্প্রতি বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’–এর পরে এই ফ্র্যাঞ্চাইজির আর দুটি ছবি তৈরি হবে। এরপর আর কখনো আসবে না ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’।

ভিন ডিজেল বলেছেন, ‘সব গল্পেরই শেষ আছে। আমি জানি, মানুষ চাইছে না এটা শেষ হোক। কিন্তু আমার মতে, সব ভালো জিনিসেরই একটা সুন্দর সমাপ্তি প্রাপ্য।’ অভিনেতা জানিয়েছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’–এর শেষ ছবি দুটি মুক্তি পাবে ২০২৩ ও ২০২৪ সালে।

ডমিনিট টরেটো হয়ে শুরু থেকেই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে আছেন ভিন ডিজেল। তুমুল অ্যাকশন আর অবৈধ রেসিংয়ে ভরপুর এ ছবিতে আরও দেখা গেছে মিশেল রড্রিগেজ, ডোয়াইন দ্য রক জনসন, রাইরিস গিবসন, জেসন স্টেথাম আর পল ওয়াকারকে।

ফ্র্যাঞ্চাইজির নবম ছবি ‘এফ নাইন’ আসার কথা ছিল গত বছর। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচারস তাদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। আশা করা হচ্ছে, ‘এফ নাইন’ হবে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ব্যবসাসফল ছবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত