বিনোদন ডেস্ক
গত এক দশকের সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিজের তালিকায় সবার ওপরে থাকবে একটিই নাম—‘গেম অব থ্রোনস’। সিরিজটি নিয়ে বিশ্বজুড়ে এত উন্মাদনা কাছাকাছি সময়ে আর দেখা যায়নি। শেষ হয়ে যাওয়ার পরও সিরিজটি নিয়ে চর্চা থামেনি। তার পেছনে বড় কারণ, আগামী আগস্টেই আসছে ‘গেম অব থ্রোনস’-এর প্রিক্যুয়াল ‘হাউস অব দ্য ড্রাগন’।
সিরিজটি নিয়ে এবার আরও বড় ঘোষণা এল। স্থানীয় সময় শুক্রবার (১৭ জুন) হলিউড রিপোর্টার জানিয়েছে, ‘গেম অব থ্রোনস’-এর সিক্যুয়াল নিয়ে এখন থেকেই কাজ শুরু করেছেন নির্মাতারা। প্রিক্যুয়াল ‘হাউস অব দ্য ড্রাগন’-এর পর দেখা যাবে সেই সিক্যুয়াল। আর তাতে কেন্দ্রীয় চরিত্র হিসেবে থাকবেন জন স্নো। আগের মতোই এ চরিত্রে অভিনয় করবেন কিট হ্যারিংটন।
জন স্নো ‘গেম অব থ্রোনস’-এর সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একটি। এ চরিত্রে অভিনয় করে কিট হ্যারিংটনও পেয়েছেন ঈর্ষণীয় জনপ্রিয়তা। সিরিজটি শেষ হওয়ার পর মারভেল ইউনিভার্সের ‘এটারনালস’ সিনেমায় অভিনয় করেছিলেন কিট। তবে জন স্নো চরিত্রে কিট হ্যারিংটন যে আবার ফিরছেন, এ ঘোষণায় ভক্তদের মধ্যে দেখা দিয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস।
জর্জ আর আর মার্টিনের লেখা ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ ফিকশনকে কেন্দ্র করে নির্মিত ‘গেম অব থ্রোনস’ প্রথম প্রচারিত হয় হয় ২০১১ সালের ১৭ এপ্রিল। দীর্ঘ আট বছর চলার পর ২০১৯ সালে প্রচারিত হয় এর শেষ সিজন।
গত এক দশকের সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিজের তালিকায় সবার ওপরে থাকবে একটিই নাম—‘গেম অব থ্রোনস’। সিরিজটি নিয়ে বিশ্বজুড়ে এত উন্মাদনা কাছাকাছি সময়ে আর দেখা যায়নি। শেষ হয়ে যাওয়ার পরও সিরিজটি নিয়ে চর্চা থামেনি। তার পেছনে বড় কারণ, আগামী আগস্টেই আসছে ‘গেম অব থ্রোনস’-এর প্রিক্যুয়াল ‘হাউস অব দ্য ড্রাগন’।
সিরিজটি নিয়ে এবার আরও বড় ঘোষণা এল। স্থানীয় সময় শুক্রবার (১৭ জুন) হলিউড রিপোর্টার জানিয়েছে, ‘গেম অব থ্রোনস’-এর সিক্যুয়াল নিয়ে এখন থেকেই কাজ শুরু করেছেন নির্মাতারা। প্রিক্যুয়াল ‘হাউস অব দ্য ড্রাগন’-এর পর দেখা যাবে সেই সিক্যুয়াল। আর তাতে কেন্দ্রীয় চরিত্র হিসেবে থাকবেন জন স্নো। আগের মতোই এ চরিত্রে অভিনয় করবেন কিট হ্যারিংটন।
জন স্নো ‘গেম অব থ্রোনস’-এর সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একটি। এ চরিত্রে অভিনয় করে কিট হ্যারিংটনও পেয়েছেন ঈর্ষণীয় জনপ্রিয়তা। সিরিজটি শেষ হওয়ার পর মারভেল ইউনিভার্সের ‘এটারনালস’ সিনেমায় অভিনয় করেছিলেন কিট। তবে জন স্নো চরিত্রে কিট হ্যারিংটন যে আবার ফিরছেন, এ ঘোষণায় ভক্তদের মধ্যে দেখা দিয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস।
জর্জ আর আর মার্টিনের লেখা ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ ফিকশনকে কেন্দ্র করে নির্মিত ‘গেম অব থ্রোনস’ প্রথম প্রচারিত হয় হয় ২০১১ সালের ১৭ এপ্রিল। দীর্ঘ আট বছর চলার পর ২০১৯ সালে প্রচারিত হয় এর শেষ সিজন।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১২ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১৪ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১৭ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১৭ ঘণ্টা আগে