গত এক দশকের সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিজের তালিকায় সবার ওপরে থাকবে একটিই নাম—‘গেম অব থ্রোনস’। সিরিজটি নিয়ে বিশ্বজুড়ে এত উন্মাদনা কাছাকাছি সময়ে আর দেখা যায়নি। শেষ হয়ে যাওয়ার পরও সিরিজটি নিয়ে চর্চা থামেনি। তার পেছনে বড় কারণ, আগামী আগস্টেই আসছে ‘গেম অব থ্রোনস’-এর প্রিক্যুয়াল ‘হাউস অব দ্য ড্রাগন’।
সিরিজটি নিয়ে এবার আরও বড় ঘোষণা এল। স্থানীয় সময় শুক্রবার (১৭ জুন) হলিউড রিপোর্টার জানিয়েছে, ‘গেম অব থ্রোনস’-এর সিক্যুয়াল নিয়ে এখন থেকেই কাজ শুরু করেছেন নির্মাতারা। প্রিক্যুয়াল ‘হাউস অব দ্য ড্রাগন’-এর পর দেখা যাবে সেই সিক্যুয়াল। আর তাতে কেন্দ্রীয় চরিত্র হিসেবে থাকবেন জন স্নো। আগের মতোই এ চরিত্রে অভিনয় করবেন কিট হ্যারিংটন।
জন স্নো ‘গেম অব থ্রোনস’-এর সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একটি। এ চরিত্রে অভিনয় করে কিট হ্যারিংটনও পেয়েছেন ঈর্ষণীয় জনপ্রিয়তা। সিরিজটি শেষ হওয়ার পর মারভেল ইউনিভার্সের ‘এটারনালস’ সিনেমায় অভিনয় করেছিলেন কিট। তবে জন স্নো চরিত্রে কিট হ্যারিংটন যে আবার ফিরছেন, এ ঘোষণায় ভক্তদের মধ্যে দেখা দিয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস।
জর্জ আর আর মার্টিনের লেখা ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ ফিকশনকে কেন্দ্র করে নির্মিত ‘গেম অব থ্রোনস’ প্রথম প্রচারিত হয় হয় ২০১১ সালের ১৭ এপ্রিল। দীর্ঘ আট বছর চলার পর ২০১৯ সালে প্রচারিত হয় এর শেষ সিজন।
গত এক দশকের সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিজের তালিকায় সবার ওপরে থাকবে একটিই নাম—‘গেম অব থ্রোনস’। সিরিজটি নিয়ে বিশ্বজুড়ে এত উন্মাদনা কাছাকাছি সময়ে আর দেখা যায়নি। শেষ হয়ে যাওয়ার পরও সিরিজটি নিয়ে চর্চা থামেনি। তার পেছনে বড় কারণ, আগামী আগস্টেই আসছে ‘গেম অব থ্রোনস’-এর প্রিক্যুয়াল ‘হাউস অব দ্য ড্রাগন’।
সিরিজটি নিয়ে এবার আরও বড় ঘোষণা এল। স্থানীয় সময় শুক্রবার (১৭ জুন) হলিউড রিপোর্টার জানিয়েছে, ‘গেম অব থ্রোনস’-এর সিক্যুয়াল নিয়ে এখন থেকেই কাজ শুরু করেছেন নির্মাতারা। প্রিক্যুয়াল ‘হাউস অব দ্য ড্রাগন’-এর পর দেখা যাবে সেই সিক্যুয়াল। আর তাতে কেন্দ্রীয় চরিত্র হিসেবে থাকবেন জন স্নো। আগের মতোই এ চরিত্রে অভিনয় করবেন কিট হ্যারিংটন।
জন স্নো ‘গেম অব থ্রোনস’-এর সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একটি। এ চরিত্রে অভিনয় করে কিট হ্যারিংটনও পেয়েছেন ঈর্ষণীয় জনপ্রিয়তা। সিরিজটি শেষ হওয়ার পর মারভেল ইউনিভার্সের ‘এটারনালস’ সিনেমায় অভিনয় করেছিলেন কিট। তবে জন স্নো চরিত্রে কিট হ্যারিংটন যে আবার ফিরছেন, এ ঘোষণায় ভক্তদের মধ্যে দেখা দিয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস।
জর্জ আর আর মার্টিনের লেখা ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ ফিকশনকে কেন্দ্র করে নির্মিত ‘গেম অব থ্রোনস’ প্রথম প্রচারিত হয় হয় ২০১১ সালের ১৭ এপ্রিল। দীর্ঘ আট বছর চলার পর ২০১৯ সালে প্রচারিত হয় এর শেষ সিজন।
কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রণ পেল ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। ভাসমান জীবনের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।
১ ঘণ্টা আগেহ্যারি পটার সিরিজের কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে? এ বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে তাদের পড়াশোনা।
২ ঘণ্টা আগেজীবনের ঝুঁকি নিয়ে রোমাঞ্চকর সিনেমাটিক দৃশ্য উপহার দেন স্টান্টম্যানরা। বেশিরভাগ ক্ষেত্রে তাঁদের কোনো সুরক্ষাব্যবস্থা থাকে না। থাকে না স্বাস্থ্যবীমা। তাঁদের জন্য বড় উদ্যোগ নিলেন অক্ষয় কুমার।
৫ ঘণ্টা আগেজয় শাহরিয়ারের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। শিরোনাম ‘বারান্দাতে বিকেলবেলা’। গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে।
৬ ঘণ্টা আগে