Ajker Patrika

সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতল ‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৪: ১৪
সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতল ‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’

সেরা পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে অস্কার জিতেছে ইউক্রেন যুদ্ধের ওপর নির্মিত মিস্তিস্লাভ চেরনোভের প্রামাণ্যচিত্র ‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’। ইউক্রেনের ওপর রুশ অভিযান শুরুর পর বন্দরনগরী মারিওপোলে প্রথম ২০ দিনের ভিডিও ধারণ করেন পুলিৎজার পুরস্কার জয়ী ইউক্রেনীয় সাংবাদিক চেরনভ।

গত বছর সানড্যান্স চলচ্চিত্র উৎসবে ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। উৎসবে সানড্যান্স বিশ্ব সিনেমা প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে। চলতি বছর বাফটা ও ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার পেয়েছে এটি।

‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’ ছাড়াও এ বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল—‘ফোর ডটার্স’ বেবি ওয়াইন’, ‘ববি ওয়াইন: দ্য পিপলস প্রেসিডেন্ট’, ‘দ্য এটারন্যাল মেমোরি’ এবং ‘টু কিল অ্যা টাইগার’।

‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’ ছাড়াও এবার পুরস্কারের দৌড়ে এগিয়েছিল দুই বোনের পালিয়ে আইএস-এ যোগ দেওয়াকে কেন্দ্র করে তিউনিসিয়ার প্রামাণ্যচিত্র ‘ফোর ডটার্স’।

‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’ এর পোস্টার। ছবি: সংগৃহীতউল্লেখ্য, আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত