Ajker Patrika

আগামী বছর আসছে প্রিডেটরের নতুন ছবি 

আগামী বছর আসছে প্রিডেটরের নতুন ছবি 

জনপ্রিয় ‘প্রিডেটর’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি ‘প্রে’ মুক্তি পাবে আগামী বছর। এটি আগের ছবির প্রিক্যুয়েল। ছবিটি আগামী বছরের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে মুক্তি পাবে। 

হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির পাঁচ নম্বর চলচ্চিত্র হচ্ছে ‘প্রে’। এই ফ্র্যাঞ্চাইজিটি ১৯৮৭ সালে আর্নল্ড শোয়ার্জনেগারকে নিয়ে শুরু হয়েছিল। এর গল্প এগিয়েছে ভিনগ্রহের প্রাণীদের নিয়ে, যাদের নাম দেওয়া হয় প্রিডেটর। এই ফ্র্যাঞ্চাইজির ছবিগুলোর মধ্যে রয়েছে, প্রিডেটর ২ (১৯৯০), প্রিডেটর (২০১০) ও দ্য প্রিডেটর (২০১৮)। তবে সর্বশেষ ছবিটি বক্স অফিসে তেমন সফলতা পায়নি। সেই সঙ্গে সমালোচকদেরও মন জয় করতে পারেনি ছবিটি। 

‘প্রে’ ছবিতে এবার গল্প এগোবে প্রায় ৩০০ বছর আগের সময়ের প্রেক্ষাপটে। মূল চরিত্রটির নাম ‘নারু’। সে একজন দক্ষ যোদ্ধা, যে কিনা নিজের গোত্রকে বাঁচাতে লড়াই করে। নারু চরিত্রে অভিনয় করবেন অ্যাম্বার মিডথান্ডার।

আন্তর্জাতিকভাবে ‘প্রে’ মুক্তি পাবে ডিজনি প্লাসে। ছবিটি প্রযোজনা করছেন ঝেইন মায়ার্স। 

ডিজনি প্লাস ডে–এর অংশ হিসেবে ‘প্রে’ মুক্তির খবর সামনে এসেছে। হুলুতে আসছে বছর আরও কিছু নতুন চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। সেসবের মধ্যে আছে, ‘রোজালিন’, ‘দ্য প্রিন্সেস’ ও ‘নো এক্সিট’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত