নন্দিত গায়ক ও গীতিকার বব ডিলানের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্র। ‘আ কমপ্লিট আননোন’ শিরোনামের বায়োপিকে বব ডিলানের চরিত্রে অভিনয় করবেন এ সময়ের জনপ্রিয় তারকা টিমোথি শ্যালামে। এবার প্রকাশ্যে এল টিমোথির লুক। ছবিতে দেখা যায় গিটার হাতে দাঁড়িয়ে আছেন নায়ক। জেমস ম্যানগোল্ডের পরিচালনায় বব ডিলানের বায়োপিকের এই ছবি প্রকাশ্যে আসার পরেই তা হয়েছে ভাইরাল।
ডিলান লুক প্রকাশ্যে আনতে চাননি নির্মাতারা। কিন্তু বেশ কিছু ছবি শেষ পর্যন্ত লিক হয়ে যায়। ছবিতে টিমোথি শ্যালামেকে ব্রাউন শার্ট আর জিনসে দেখা গেছে। সঙ্গে ছিল সবুজ জ্যাকেট আর অরেঞ্জ স্কার্ফ, মাথায় ছোট টুপি। হলুদ রঙের একটা ব্যাকপ্যাকও ছিল টিমোথির পিঠে।
একটা সরু রাস্তা গিয়ে হেঁটে যেতে দেখা গেছে তাঁকে। পাশ থেকে চলে যাচ্ছে ভিন্টেজ কার। পুরো সেটটাই সাজানো হয়েছিল ষাটের দশকের কথা মাথায় রেখে।
১৯৫৯ সালে ক্যারিয়ার শুরুর পর গানের দুনিয়ায় নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন বব ডিলান। ৮১ বছরের জীবনে অনেক কীর্তি গড়েছেন তিনি। সাহিত্যে নোবেল পুরস্কারও পেয়েছেন এই গীতিকবি। নন্দিত এই গায়ক, গীতিকারের জীবনের প্রথম দিকের ঘটনাবলি তুলে ধরা হবে সিনেমাটিতে।
নির্মাতা জেমস ম্যানগোল্ড জানিয়েছিলেন সিনেমাটির গানে কণ্ঠ ও দেবেন টিমোথি শ্যালামে। তবে এই প্রথমবার নয় উইলি ওয়াঙ্কা চরিত্রে অভিনয় করার সময়েও গান গেয়েছিলেন তিনি।
উল্লেখ্য, পরপর কয়েক বছর বেশ ভালো যাচ্ছে টিমোথির। ডেনিস ভালনাভের ‘ডিউন: পার্ট ২’ সারা বিশ্বে ইতিমধ্যে ব্যবসা করেছে ৪০০ মিলিয়ন ডলারের বেশি। বব ডিলানের বায়োপিক মুক্তি পেলে, সেটাও যে সাফল্য পাবে, এমনটাই মনে করছেন সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা। নিঃসন্দেহে বব ডিলানের বায়োপিকটি হতে যাচ্ছে ২৭ বছর বয়সী শ্যালামের ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
নন্দিত গায়ক ও গীতিকার বব ডিলানের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্র। ‘আ কমপ্লিট আননোন’ শিরোনামের বায়োপিকে বব ডিলানের চরিত্রে অভিনয় করবেন এ সময়ের জনপ্রিয় তারকা টিমোথি শ্যালামে। এবার প্রকাশ্যে এল টিমোথির লুক। ছবিতে দেখা যায় গিটার হাতে দাঁড়িয়ে আছেন নায়ক। জেমস ম্যানগোল্ডের পরিচালনায় বব ডিলানের বায়োপিকের এই ছবি প্রকাশ্যে আসার পরেই তা হয়েছে ভাইরাল।
ডিলান লুক প্রকাশ্যে আনতে চাননি নির্মাতারা। কিন্তু বেশ কিছু ছবি শেষ পর্যন্ত লিক হয়ে যায়। ছবিতে টিমোথি শ্যালামেকে ব্রাউন শার্ট আর জিনসে দেখা গেছে। সঙ্গে ছিল সবুজ জ্যাকেট আর অরেঞ্জ স্কার্ফ, মাথায় ছোট টুপি। হলুদ রঙের একটা ব্যাকপ্যাকও ছিল টিমোথির পিঠে।
একটা সরু রাস্তা গিয়ে হেঁটে যেতে দেখা গেছে তাঁকে। পাশ থেকে চলে যাচ্ছে ভিন্টেজ কার। পুরো সেটটাই সাজানো হয়েছিল ষাটের দশকের কথা মাথায় রেখে।
১৯৫৯ সালে ক্যারিয়ার শুরুর পর গানের দুনিয়ায় নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন বব ডিলান। ৮১ বছরের জীবনে অনেক কীর্তি গড়েছেন তিনি। সাহিত্যে নোবেল পুরস্কারও পেয়েছেন এই গীতিকবি। নন্দিত এই গায়ক, গীতিকারের জীবনের প্রথম দিকের ঘটনাবলি তুলে ধরা হবে সিনেমাটিতে।
নির্মাতা জেমস ম্যানগোল্ড জানিয়েছিলেন সিনেমাটির গানে কণ্ঠ ও দেবেন টিমোথি শ্যালামে। তবে এই প্রথমবার নয় উইলি ওয়াঙ্কা চরিত্রে অভিনয় করার সময়েও গান গেয়েছিলেন তিনি।
উল্লেখ্য, পরপর কয়েক বছর বেশ ভালো যাচ্ছে টিমোথির। ডেনিস ভালনাভের ‘ডিউন: পার্ট ২’ সারা বিশ্বে ইতিমধ্যে ব্যবসা করেছে ৪০০ মিলিয়ন ডলারের বেশি। বব ডিলানের বায়োপিক মুক্তি পেলে, সেটাও যে সাফল্য পাবে, এমনটাই মনে করছেন সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা। নিঃসন্দেহে বব ডিলানের বায়োপিকটি হতে যাচ্ছে ২৭ বছর বয়সী শ্যালামের ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
২ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
২ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
৩ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে