Ajker Patrika

অপরাহর দুঃসহ শৈশব

আপডেট : ২৫ মে ২০২১, ১৯: ১৫
অপরাহর দুঃসহ শৈশব

ঢাকা: উপস্থাপনা দিয়েই বিশ্বজুড়ে পরিচিত অপরাহ উইনফ্রে। তাঁর নেওয়া বিখ্যাত ব্যক্তিদের সাক্ষাৎকার প্রচুরসংখ্যক দর্শক দেখেন। কয়েক সপ্তাহ আগে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল তাঁকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে এমন অনেক তথ্য তুলে এনেছিলেন অপরাহ, তাঁদের সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে, যা অনেককেই বিস্মিত করেছে।

বিস্মিত করল অপরাহ উইনফ্রের সাম্প্রতিক সাক্ষাৎকারও। নিজের জীবনে ঘটে যাওয়া ভয়ংকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানালেন, এক কাজিনের হাতে চার বছর ধরে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। অপরাহ তখন ছোট। ৯ থেকে ১২ বছর পর্যন্ত তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আর এই জঘন্য কাজটি করেছিল তাঁরই কয়েক বছরের বড় কাজিন।

বাফটাজয়ী চলচ্চিত্রকার আসিফ কাপাডিয়ার উপস্থাপনা ও এমি পুরস্কারজয়ী নির্মাতা ডন পোর্টারের প্রযোজনায় অ্যাপল প্লাস টিভিতে চলছে প্রামাণ্য সিরিজ ‘দ্য মি ইউ কান্ট সি’।

 

এতে সম্প্রতি অতিথি হয়েছিলেন অপরাহ উইনফ্রে। কন্যাশিশু ও নারীদের ওপর যৌন নিগ্রহই এ সিরিজের বিষয়বস্তু। এ নিয়ে নিজের শৈশবের উদাহরণ টানতে গিয়ে ৬৭ বছরের অপরাহ ওই অনুষ্ঠানে এসব কথা জানান।

অপরাহ উইনফ্রে

তিনি বলেন, ‘ওটা এমন একটা সময় ছিল, তখন আমার ধারণাই ছিল না ধর্ষণ কাকে বলে। এমনকি যৌনমিলন বলতে কী বোঝায়, তাও জানতাম না। ওই সময়ে আমার বয়সী একটা মেয়ে এটাও জানত না যে সন্তান কী করে গর্ভে আসে।’

অপরাহ উইনফ্রে এ আলোচনায় যৌনশিক্ষার দিকেই ইঙ্গিত করেন, যার অভাব যে কতটা ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে, তিনি সেটার বাস্তব উদাহরণ।

কিছুদিন আগেই এই শোয়ে এসেছিলেন পপতারকা লেডি গাগা। সেখানে তিনিও জানিয়েছিলেন তাঁর কঠিন সময়ের অভিজ্ঞতা। গাগার যখন ১৯ বছর বয়স, তখন স্টুডিওতে এক প্রযোজকের হাতে ভয়াবহভাবে ধর্ষণের শিকার হন। পরবর্তীতে গর্ভবতী হয়ে পড়েন। এরপর কয়েক বছর মানসিকভাবে অসুস্থ ছিলেন গাগা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত