বিনোদন ডেস্ক
ঢাকা: উপস্থাপনা দিয়েই বিশ্বজুড়ে পরিচিত অপরাহ উইনফ্রে। তাঁর নেওয়া বিখ্যাত ব্যক্তিদের সাক্ষাৎকার প্রচুরসংখ্যক দর্শক দেখেন। কয়েক সপ্তাহ আগে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল তাঁকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে এমন অনেক তথ্য তুলে এনেছিলেন অপরাহ, তাঁদের সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে, যা অনেককেই বিস্মিত করেছে।
বিস্মিত করল অপরাহ উইনফ্রের সাম্প্রতিক সাক্ষাৎকারও। নিজের জীবনে ঘটে যাওয়া ভয়ংকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানালেন, এক কাজিনের হাতে চার বছর ধরে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। অপরাহ তখন ছোট। ৯ থেকে ১২ বছর পর্যন্ত তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আর এই জঘন্য কাজটি করেছিল তাঁরই কয়েক বছরের বড় কাজিন।
বাফটাজয়ী চলচ্চিত্রকার আসিফ কাপাডিয়ার উপস্থাপনা ও এমি পুরস্কারজয়ী নির্মাতা ডন পোর্টারের প্রযোজনায় অ্যাপল প্লাস টিভিতে চলছে প্রামাণ্য সিরিজ ‘দ্য মি ইউ কান্ট সি’।
এতে সম্প্রতি অতিথি হয়েছিলেন অপরাহ উইনফ্রে। কন্যাশিশু ও নারীদের ওপর যৌন নিগ্রহই এ সিরিজের বিষয়বস্তু। এ নিয়ে নিজের শৈশবের উদাহরণ টানতে গিয়ে ৬৭ বছরের অপরাহ ওই অনুষ্ঠানে এসব কথা জানান।
তিনি বলেন, ‘ওটা এমন একটা সময় ছিল, তখন আমার ধারণাই ছিল না ধর্ষণ কাকে বলে। এমনকি যৌনমিলন বলতে কী বোঝায়, তাও জানতাম না। ওই সময়ে আমার বয়সী একটা মেয়ে এটাও জানত না যে সন্তান কী করে গর্ভে আসে।’
অপরাহ উইনফ্রে এ আলোচনায় যৌনশিক্ষার দিকেই ইঙ্গিত করেন, যার অভাব যে কতটা ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে, তিনি সেটার বাস্তব উদাহরণ।
কিছুদিন আগেই এই শোয়ে এসেছিলেন পপতারকা লেডি গাগা। সেখানে তিনিও জানিয়েছিলেন তাঁর কঠিন সময়ের অভিজ্ঞতা। গাগার যখন ১৯ বছর বয়স, তখন স্টুডিওতে এক প্রযোজকের হাতে ভয়াবহভাবে ধর্ষণের শিকার হন। পরবর্তীতে গর্ভবতী হয়ে পড়েন। এরপর কয়েক বছর মানসিকভাবে অসুস্থ ছিলেন গাগা।
ঢাকা: উপস্থাপনা দিয়েই বিশ্বজুড়ে পরিচিত অপরাহ উইনফ্রে। তাঁর নেওয়া বিখ্যাত ব্যক্তিদের সাক্ষাৎকার প্রচুরসংখ্যক দর্শক দেখেন। কয়েক সপ্তাহ আগে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল তাঁকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে এমন অনেক তথ্য তুলে এনেছিলেন অপরাহ, তাঁদের সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে, যা অনেককেই বিস্মিত করেছে।
বিস্মিত করল অপরাহ উইনফ্রের সাম্প্রতিক সাক্ষাৎকারও। নিজের জীবনে ঘটে যাওয়া ভয়ংকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানালেন, এক কাজিনের হাতে চার বছর ধরে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। অপরাহ তখন ছোট। ৯ থেকে ১২ বছর পর্যন্ত তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আর এই জঘন্য কাজটি করেছিল তাঁরই কয়েক বছরের বড় কাজিন।
বাফটাজয়ী চলচ্চিত্রকার আসিফ কাপাডিয়ার উপস্থাপনা ও এমি পুরস্কারজয়ী নির্মাতা ডন পোর্টারের প্রযোজনায় অ্যাপল প্লাস টিভিতে চলছে প্রামাণ্য সিরিজ ‘দ্য মি ইউ কান্ট সি’।
এতে সম্প্রতি অতিথি হয়েছিলেন অপরাহ উইনফ্রে। কন্যাশিশু ও নারীদের ওপর যৌন নিগ্রহই এ সিরিজের বিষয়বস্তু। এ নিয়ে নিজের শৈশবের উদাহরণ টানতে গিয়ে ৬৭ বছরের অপরাহ ওই অনুষ্ঠানে এসব কথা জানান।
তিনি বলেন, ‘ওটা এমন একটা সময় ছিল, তখন আমার ধারণাই ছিল না ধর্ষণ কাকে বলে। এমনকি যৌনমিলন বলতে কী বোঝায়, তাও জানতাম না। ওই সময়ে আমার বয়সী একটা মেয়ে এটাও জানত না যে সন্তান কী করে গর্ভে আসে।’
অপরাহ উইনফ্রে এ আলোচনায় যৌনশিক্ষার দিকেই ইঙ্গিত করেন, যার অভাব যে কতটা ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে, তিনি সেটার বাস্তব উদাহরণ।
কিছুদিন আগেই এই শোয়ে এসেছিলেন পপতারকা লেডি গাগা। সেখানে তিনিও জানিয়েছিলেন তাঁর কঠিন সময়ের অভিজ্ঞতা। গাগার যখন ১৯ বছর বয়স, তখন স্টুডিওতে এক প্রযোজকের হাতে ভয়াবহভাবে ধর্ষণের শিকার হন। পরবর্তীতে গর্ভবতী হয়ে পড়েন। এরপর কয়েক বছর মানসিকভাবে অসুস্থ ছিলেন গাগা।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
২৭ মিনিট আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৪ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৪ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৫ ঘণ্টা আগে