Ajker Patrika

হলিউডে ধর্মঘট: পিছিয়ে গেল এমি অ্যাওয়ার্ডস

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১০: ৫৬
হলিউডে ধর্মঘট: পিছিয়ে গেল এমি অ্যাওয়ার্ডস

গত ২ মে থেকে ন্যায্য পারিশ্রমিকের দাবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধে আওয়াজ তুলে পথে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। সম্প্রতি সেই আন্দোলনে যোগ দিয়েছেন হলিউডের অভিনেতারাও। আর হলিউডের এই ধর্মঘটের কারণে পিছিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেলিভিশন দুনিয়ায় মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এমি অ্যাওয়ার্ড’-এর এবারের আসর। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০১৪ সালের জানুয়ারিতে এমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ১৮ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল ৭৫তম এমি অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কিন্তু হলিউডে অভিনেতা-অভিনেত্রী ও চিত্রনাট্যকারদের চলমান ধর্মঘট শেষ হচ্ছে না শিগগিরই।

কাজের ভিত্তিতে ন্যায্য পারিশ্রমিকের দাবিতে আন্দোলন শুরু করেন তাঁরা। শুধু তা-ই নয়, ছবি বা সিরিজ অথবা যেকোনো সৃজনশীল কাজের ক্ষেত্রে শিল্পীদের বিকল্প হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধেও সরব হন তাঁরা। শিল্পীরা শুটিং বন্ধ রাখার পাশাপাশি সিনেমার প্রিমিয়ার শো, প্রচার এবং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের মতো আয়োজনেও যোগ দিচ্ছেন না।

গত মে মাস থেকে আন্দোলন চালাচ্ছেন ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’ তথা ‘ডব্লিউজিএ’র প্রায় ১১ হাজার ৫০০ জন সদস্য। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট’ তথা ‘এসএজি–আফট্রা’র প্রায় ১ লাখ ৬০ হাজার সদস্য।

ধর্মঘটের সময় কাজ করা থেকে বিরত থাকবেন লেখকেরাও। সাধারণত এমি অনুষ্ঠানের সঞ্চালক-উপস্থাপকদের জন্য চিত্রনাট্য লেখার দায়িত্ব পড়ে ডব্লিউজিএ সদস্যদের ওপর। ফলে এমির উপস্থাপকদের জন্য তৈরি হয়নি কোনো চিত্রনাট্য।

যুক্তরাষ্ট্রের টেলিভিশন দুনিয়ায় মর্যাদাপূর্ণ পুরস্কার হলো ‘এমি অ্যাওয়ার্ড’। ৭৫তম এমি অ্যাওয়ার্ডের আসরে সর্বোচ্চ ২৭টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ‘সাকসেশন’। মনোনয়নের দিক থেকে ‘সাকসেশন’-এর পরেই আছে ‘দ্য লাস্ট অব আস’। ড্রামা সিরিজটি ২৪টি মনোনয়ন পেয়েছে। এরপর আছে ‘দ্য হোয়াইট লোটাস’। ২৩টি মনোনয়ন পেয়েছে এই সিরিজ। ‘টেড লাস্যো’ পেয়েছে ২১টি মনোনয়ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত