বিনোদন প্রতিবেদক, ঢাকা
চলতি সপ্তাহে দেশের কোনো সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। তবে স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেল দুটি হলিউড সিনেমা। সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে উইকড ও রেড ওয়ান।
রেড ওয়ান
অ্যাকশন-অ্যাডভেঞ্চার ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি ঘরানার সিনেমা ‘রেড ওয়ান’। ডোয়াইন জনসন ও ক্রিস ইভান্স অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন জেক কাসদান। চিত্রনাট্য করেছেন ক্রিস মরগান। হ্যালোইন ও ক্রিসমাসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রেড ওয়ানের গল্প। সামনে ক্রিসমাস, এমন সময় অপহৃত হয় সান্তা ক্লজ। জনসন ও ইভান্স উদ্ধার করতে নামে সান্তা ক্লজকে। তারা বুঝতে পারে সান্তা ক্লজের অপহরণের পেছনে আছে অদৃশ্য কোনো শক্তি। সান্তা ক্লজের চরিত্রে অভিনয় করেছেন জেকে সিমন্স। ১৫ নভেম্বর ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় বিশ্বজুড়ে মুক্তি পেয়েছিল সিনেমাটি। বাংলাদেশে মুক্তি পেয়েছে ২২ নভেম্বর।
উইকড
মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা বলা হচ্ছে উইকডকে। উইনি হোলজম্যান ও ডানা ফক্সের চিত্রনাট্য থেকে এটি পরিচালনা করেছেন জন এম চু। চিত্রনাট্য তৈরির পরেই গল্পের চাহিদার জন্যই সিনেমাটিকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডে শুরু হয়েছিল শুটিং, কিন্তু ২০২৩ সালের হলিউড ধর্মঘটের কারণে থেমে যায় কাজ। অবশেষে এ বছরের জানুয়ারিতে আবার শুরু হয় শুটিং। গত ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনির স্টেট থিয়েটারে প্রিমিয়ার হয় সিনেমাটির। প্রিমিয়ার অনুষ্ঠানে সমালোচকদের প্রশংসা কুড়ায় উইকড। অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডে, জোনাথন বেইলি, ইথান স্টোর, বোয়েন ইয়াং, মারিসা বোডে প্রমুখ।
চলতি সপ্তাহে দেশের কোনো সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। তবে স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেল দুটি হলিউড সিনেমা। সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে উইকড ও রেড ওয়ান।
রেড ওয়ান
অ্যাকশন-অ্যাডভেঞ্চার ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি ঘরানার সিনেমা ‘রেড ওয়ান’। ডোয়াইন জনসন ও ক্রিস ইভান্স অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন জেক কাসদান। চিত্রনাট্য করেছেন ক্রিস মরগান। হ্যালোইন ও ক্রিসমাসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রেড ওয়ানের গল্প। সামনে ক্রিসমাস, এমন সময় অপহৃত হয় সান্তা ক্লজ। জনসন ও ইভান্স উদ্ধার করতে নামে সান্তা ক্লজকে। তারা বুঝতে পারে সান্তা ক্লজের অপহরণের পেছনে আছে অদৃশ্য কোনো শক্তি। সান্তা ক্লজের চরিত্রে অভিনয় করেছেন জেকে সিমন্স। ১৫ নভেম্বর ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় বিশ্বজুড়ে মুক্তি পেয়েছিল সিনেমাটি। বাংলাদেশে মুক্তি পেয়েছে ২২ নভেম্বর।
উইকড
মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা বলা হচ্ছে উইকডকে। উইনি হোলজম্যান ও ডানা ফক্সের চিত্রনাট্য থেকে এটি পরিচালনা করেছেন জন এম চু। চিত্রনাট্য তৈরির পরেই গল্পের চাহিদার জন্যই সিনেমাটিকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডে শুরু হয়েছিল শুটিং, কিন্তু ২০২৩ সালের হলিউড ধর্মঘটের কারণে থেমে যায় কাজ। অবশেষে এ বছরের জানুয়ারিতে আবার শুরু হয় শুটিং। গত ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনির স্টেট থিয়েটারে প্রিমিয়ার হয় সিনেমাটির। প্রিমিয়ার অনুষ্ঠানে সমালোচকদের প্রশংসা কুড়ায় উইকড। অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডে, জোনাথন বেইলি, ইথান স্টোর, বোয়েন ইয়াং, মারিসা বোডে প্রমুখ।
ভারতের প্রায় ৮০ শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এবং অধিকাংশই এখনো জাতপাত-ভিত্তিক সমাজব্যবস্থা অনুসরণ করেন। ফুলে দম্পতি এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন। বিশেষত দলিতদের শিক্ষার অধিকার ও সামাজিক সমতার পক্ষে লড়েছেন তাঁরা। যাদের হিন্দু বর্ণ প্রথায় ‘অস্পৃশ্য’ (যাদের স্পর্শ অপবিত্র বলে মনে করে উচ্চ
৩ ঘণ্টা আগে২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক গুলশান আরার। অভিনয় করেছেন সিনেমাতেও। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে পলি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।
৫ ঘণ্টা আগেআজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। সারা দেশে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে। সোশ্যাল মিডিয়াতেও নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেছে সবাই। সাধারণ মানুষের পাশাপাশি এ যাত্রায় শামিল হয়েছেন শোবিজ তারকারাও।
১ দিন আগেঅনেক দিন ধরেই খবরে নেই অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোশ্যাল মিডিয়াতেও নেই কোনো খোঁজ। গেল ঈদের সময়েও কোনো পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। বিরতি কাটিয়ে বাংলা নববর্ষের দিন সোশ্যাল মিডিয়ায় ফিরলেন বাঁধন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বললেন, সোশ্যাল মিডিয়া দূরে থেকে থাকায় শান্তিতে ছিলেন তিনি।
১ দিন আগে