বিনোদন প্রতিবেদক, ঢাকা
চলতি সপ্তাহে দেশের কোনো সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। তবে স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেল দুটি হলিউড সিনেমা। সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে উইকড ও রেড ওয়ান।
রেড ওয়ান
অ্যাকশন-অ্যাডভেঞ্চার ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি ঘরানার সিনেমা ‘রেড ওয়ান’। ডোয়াইন জনসন ও ক্রিস ইভান্স অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন জেক কাসদান। চিত্রনাট্য করেছেন ক্রিস মরগান। হ্যালোইন ও ক্রিসমাসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রেড ওয়ানের গল্প। সামনে ক্রিসমাস, এমন সময় অপহৃত হয় সান্তা ক্লজ। জনসন ও ইভান্স উদ্ধার করতে নামে সান্তা ক্লজকে। তারা বুঝতে পারে সান্তা ক্লজের অপহরণের পেছনে আছে অদৃশ্য কোনো শক্তি। সান্তা ক্লজের চরিত্রে অভিনয় করেছেন জেকে সিমন্স। ১৫ নভেম্বর ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় বিশ্বজুড়ে মুক্তি পেয়েছিল সিনেমাটি। বাংলাদেশে মুক্তি পেয়েছে ২২ নভেম্বর।
উইকড
মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা বলা হচ্ছে উইকডকে। উইনি হোলজম্যান ও ডানা ফক্সের চিত্রনাট্য থেকে এটি পরিচালনা করেছেন জন এম চু। চিত্রনাট্য তৈরির পরেই গল্পের চাহিদার জন্যই সিনেমাটিকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডে শুরু হয়েছিল শুটিং, কিন্তু ২০২৩ সালের হলিউড ধর্মঘটের কারণে থেমে যায় কাজ। অবশেষে এ বছরের জানুয়ারিতে আবার শুরু হয় শুটিং। গত ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনির স্টেট থিয়েটারে প্রিমিয়ার হয় সিনেমাটির। প্রিমিয়ার অনুষ্ঠানে সমালোচকদের প্রশংসা কুড়ায় উইকড। অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডে, জোনাথন বেইলি, ইথান স্টোর, বোয়েন ইয়াং, মারিসা বোডে প্রমুখ।
চলতি সপ্তাহে দেশের কোনো সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। তবে স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেল দুটি হলিউড সিনেমা। সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে উইকড ও রেড ওয়ান।
রেড ওয়ান
অ্যাকশন-অ্যাডভেঞ্চার ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি ঘরানার সিনেমা ‘রেড ওয়ান’। ডোয়াইন জনসন ও ক্রিস ইভান্স অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন জেক কাসদান। চিত্রনাট্য করেছেন ক্রিস মরগান। হ্যালোইন ও ক্রিসমাসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রেড ওয়ানের গল্প। সামনে ক্রিসমাস, এমন সময় অপহৃত হয় সান্তা ক্লজ। জনসন ও ইভান্স উদ্ধার করতে নামে সান্তা ক্লজকে। তারা বুঝতে পারে সান্তা ক্লজের অপহরণের পেছনে আছে অদৃশ্য কোনো শক্তি। সান্তা ক্লজের চরিত্রে অভিনয় করেছেন জেকে সিমন্স। ১৫ নভেম্বর ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় বিশ্বজুড়ে মুক্তি পেয়েছিল সিনেমাটি। বাংলাদেশে মুক্তি পেয়েছে ২২ নভেম্বর।
উইকড
মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা বলা হচ্ছে উইকডকে। উইনি হোলজম্যান ও ডানা ফক্সের চিত্রনাট্য থেকে এটি পরিচালনা করেছেন জন এম চু। চিত্রনাট্য তৈরির পরেই গল্পের চাহিদার জন্যই সিনেমাটিকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডে শুরু হয়েছিল শুটিং, কিন্তু ২০২৩ সালের হলিউড ধর্মঘটের কারণে থেমে যায় কাজ। অবশেষে এ বছরের জানুয়ারিতে আবার শুরু হয় শুটিং। গত ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনির স্টেট থিয়েটারে প্রিমিয়ার হয় সিনেমাটির। প্রিমিয়ার অনুষ্ঠানে সমালোচকদের প্রশংসা কুড়ায় উইকড। অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডে, জোনাথন বেইলি, ইথান স্টোর, বোয়েন ইয়াং, মারিসা বোডে প্রমুখ।
অভিনয়ের পাশাপাশি অনেক তারকা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত স্যালন ও পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে।
৯ ঘণ্টা আগেঅপু বিশ্বাসের পর এবার শবনম বুবলী ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি। এরপর বিষয়টি আর গোপন রাখেননি বুবলী। তিনজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘লাইফ ইন ইউএসএ’।
১০ ঘণ্টা আগেনাট্যদল বাতিঘর থিয়েটারের আলোচিত নাটক ‘র্যাডক্লিফ লাইন’ আবার ফিরছে মঞ্চে। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে মঞ্চস্থ হয়েছিল নাটকটি। দুই বছর পর ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আবার দেখা যাবে র্যাডক্লিফ লাইন।
১৮ ঘণ্টা আগেগতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের ‘যত ভালোবাসি তোরে’ গানের ভিডিও। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।
১ দিন আগে