বিনোদন ডেস্ক
ঢাকা: জেমস ক্যামেরনের আলোচিত সিনেমা ‘অ্যাভাটার’। ২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবির আরও চারটি সিক্যুয়েল আসবে। সিক্যুয়েল ঘোষণার পর থেকেই ভক্তরা অপেক্ষায় আছেন কবে আসবে আবার ‘অ্যাভাটার’।
কারা অভিনয় করবেন এ ছবির পরের পর্বগুলোতে, সেটা নিয়েও যথেষ্ট কৌতূহল আছে। শোনা যাচ্ছে, ‘অ্যাভাটার’–এ থাকবেন জনপ্রিয় হলিউড তারকা ভিন ডিজেলও। এই গুঞ্জন উসকে দিয়েছে অভিনেতার সাম্প্রতিক একটি মন্তব্য।
এমটিভির এক সাক্ষাৎকারে ভিন ডিজেলকে প্রশ্ন করা হয়েছিল, ‘``অ্যাভাটার'' সিনেমায় আপনার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। আপনি কি এই সিনেমার কোনো শুটিং করেছেন এর মধ্যে?’ উত্তরে তিনি যা জানিয়েছেন, তা বেশ কৌতূহল জোগায়।
ভিন ডিজেল বলেছেন, ‘জেমস ক্যামেরনের সঙ্গে আমি দীর্ঘ সময় কাটিয়েছি, কিন্তু এখনো শুটিং করিনি। জেমস ক্যামেরনকে আমি পছন্দ করি। ``অ্যাভাটার''ও আমার খুব পছন্দের সিনেমা। হ্যাঁ, আগামীতে আমরা একসঙ্গে কাজ করছি, আমার মনে হয় এর চেয়ে বেশি বলা ঠিক হবে না।’
‘এখনো শুটিং করিনি’—ভিন ডিজেলের এ কথায় ভক্তরা আশার আলো দেখছেন। ধারণা করা হচ্ছে, `অ্যাভাটার'–এর পরের পর্বে দেখা যাবে তাঁকে।
২০১৮ সালে ঘোষণা দেওয়া হয়েছিল, ২০২২-এর ১৬ ডিসেম্বর ‘অ্যাভাটার’–এর দ্বিতীয় কিস্তি আসবে। ২০২৪ সালের ২০ ডিসেম্বর এই ছবির তৃতীয় কিস্তি মুক্তি পাবে। চতুর্থ পর্ব ২০২৬ সালের ১৮ ডিসেম্বর। আর পঞ্চম পর্ব আসবে ২০২–এর ২২ ডিসেম্বর।
বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা ‘অ্যাভাটার’। কল্পকাহিনিনির্ভর লাইভ অ্যাকশন ছবি ‘অ্যাভাটার টু’তে থাকছেন জো সালদানা, সিগোর্নি ওয়েভার, স্যাম ওরদিংটন, স্টিফেন ল্যাং, মিশেল রড্রিগেজ ও ওনা চ্যাপলিন। আরও থাকবেন কেট উইন্সলেট।
ঢাকা: জেমস ক্যামেরনের আলোচিত সিনেমা ‘অ্যাভাটার’। ২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবির আরও চারটি সিক্যুয়েল আসবে। সিক্যুয়েল ঘোষণার পর থেকেই ভক্তরা অপেক্ষায় আছেন কবে আসবে আবার ‘অ্যাভাটার’।
কারা অভিনয় করবেন এ ছবির পরের পর্বগুলোতে, সেটা নিয়েও যথেষ্ট কৌতূহল আছে। শোনা যাচ্ছে, ‘অ্যাভাটার’–এ থাকবেন জনপ্রিয় হলিউড তারকা ভিন ডিজেলও। এই গুঞ্জন উসকে দিয়েছে অভিনেতার সাম্প্রতিক একটি মন্তব্য।
এমটিভির এক সাক্ষাৎকারে ভিন ডিজেলকে প্রশ্ন করা হয়েছিল, ‘``অ্যাভাটার'' সিনেমায় আপনার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। আপনি কি এই সিনেমার কোনো শুটিং করেছেন এর মধ্যে?’ উত্তরে তিনি যা জানিয়েছেন, তা বেশ কৌতূহল জোগায়।
ভিন ডিজেল বলেছেন, ‘জেমস ক্যামেরনের সঙ্গে আমি দীর্ঘ সময় কাটিয়েছি, কিন্তু এখনো শুটিং করিনি। জেমস ক্যামেরনকে আমি পছন্দ করি। ``অ্যাভাটার''ও আমার খুব পছন্দের সিনেমা। হ্যাঁ, আগামীতে আমরা একসঙ্গে কাজ করছি, আমার মনে হয় এর চেয়ে বেশি বলা ঠিক হবে না।’
‘এখনো শুটিং করিনি’—ভিন ডিজেলের এ কথায় ভক্তরা আশার আলো দেখছেন। ধারণা করা হচ্ছে, `অ্যাভাটার'–এর পরের পর্বে দেখা যাবে তাঁকে।
২০১৮ সালে ঘোষণা দেওয়া হয়েছিল, ২০২২-এর ১৬ ডিসেম্বর ‘অ্যাভাটার’–এর দ্বিতীয় কিস্তি আসবে। ২০২৪ সালের ২০ ডিসেম্বর এই ছবির তৃতীয় কিস্তি মুক্তি পাবে। চতুর্থ পর্ব ২০২৬ সালের ১৮ ডিসেম্বর। আর পঞ্চম পর্ব আসবে ২০২–এর ২২ ডিসেম্বর।
বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা ‘অ্যাভাটার’। কল্পকাহিনিনির্ভর লাইভ অ্যাকশন ছবি ‘অ্যাভাটার টু’তে থাকছেন জো সালদানা, সিগোর্নি ওয়েভার, স্যাম ওরদিংটন, স্টিফেন ল্যাং, মিশেল রড্রিগেজ ও ওনা চ্যাপলিন। আরও থাকবেন কেট উইন্সলেট।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
২ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৩ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৩ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৩ ঘণ্টা আগে