ঢাকা: জেমস ক্যামেরনের আলোচিত সিনেমা ‘অ্যাভাটার’। ২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবির আরও চারটি সিক্যুয়েল আসবে। সিক্যুয়েল ঘোষণার পর থেকেই ভক্তরা অপেক্ষায় আছেন কবে আসবে আবার ‘অ্যাভাটার’।
কারা অভিনয় করবেন এ ছবির পরের পর্বগুলোতে, সেটা নিয়েও যথেষ্ট কৌতূহল আছে। শোনা যাচ্ছে, ‘অ্যাভাটার’–এ থাকবেন জনপ্রিয় হলিউড তারকা ভিন ডিজেলও। এই গুঞ্জন উসকে দিয়েছে অভিনেতার সাম্প্রতিক একটি মন্তব্য।
এমটিভির এক সাক্ষাৎকারে ভিন ডিজেলকে প্রশ্ন করা হয়েছিল, ‘``অ্যাভাটার'' সিনেমায় আপনার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। আপনি কি এই সিনেমার কোনো শুটিং করেছেন এর মধ্যে?’ উত্তরে তিনি যা জানিয়েছেন, তা বেশ কৌতূহল জোগায়।
ভিন ডিজেল বলেছেন, ‘জেমস ক্যামেরনের সঙ্গে আমি দীর্ঘ সময় কাটিয়েছি, কিন্তু এখনো শুটিং করিনি। জেমস ক্যামেরনকে আমি পছন্দ করি। ``অ্যাভাটার''ও আমার খুব পছন্দের সিনেমা। হ্যাঁ, আগামীতে আমরা একসঙ্গে কাজ করছি, আমার মনে হয় এর চেয়ে বেশি বলা ঠিক হবে না।’
‘এখনো শুটিং করিনি’—ভিন ডিজেলের এ কথায় ভক্তরা আশার আলো দেখছেন। ধারণা করা হচ্ছে, `অ্যাভাটার'–এর পরের পর্বে দেখা যাবে তাঁকে।
২০১৮ সালে ঘোষণা দেওয়া হয়েছিল, ২০২২-এর ১৬ ডিসেম্বর ‘অ্যাভাটার’–এর দ্বিতীয় কিস্তি আসবে। ২০২৪ সালের ২০ ডিসেম্বর এই ছবির তৃতীয় কিস্তি মুক্তি পাবে। চতুর্থ পর্ব ২০২৬ সালের ১৮ ডিসেম্বর। আর পঞ্চম পর্ব আসবে ২০২–এর ২২ ডিসেম্বর।
বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা ‘অ্যাভাটার’। কল্পকাহিনিনির্ভর লাইভ অ্যাকশন ছবি ‘অ্যাভাটার টু’তে থাকছেন জো সালদানা, সিগোর্নি ওয়েভার, স্যাম ওরদিংটন, স্টিফেন ল্যাং, মিশেল রড্রিগেজ ও ওনা চ্যাপলিন। আরও থাকবেন কেট উইন্সলেট।
ঢাকা: জেমস ক্যামেরনের আলোচিত সিনেমা ‘অ্যাভাটার’। ২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবির আরও চারটি সিক্যুয়েল আসবে। সিক্যুয়েল ঘোষণার পর থেকেই ভক্তরা অপেক্ষায় আছেন কবে আসবে আবার ‘অ্যাভাটার’।
কারা অভিনয় করবেন এ ছবির পরের পর্বগুলোতে, সেটা নিয়েও যথেষ্ট কৌতূহল আছে। শোনা যাচ্ছে, ‘অ্যাভাটার’–এ থাকবেন জনপ্রিয় হলিউড তারকা ভিন ডিজেলও। এই গুঞ্জন উসকে দিয়েছে অভিনেতার সাম্প্রতিক একটি মন্তব্য।
এমটিভির এক সাক্ষাৎকারে ভিন ডিজেলকে প্রশ্ন করা হয়েছিল, ‘``অ্যাভাটার'' সিনেমায় আপনার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। আপনি কি এই সিনেমার কোনো শুটিং করেছেন এর মধ্যে?’ উত্তরে তিনি যা জানিয়েছেন, তা বেশ কৌতূহল জোগায়।
ভিন ডিজেল বলেছেন, ‘জেমস ক্যামেরনের সঙ্গে আমি দীর্ঘ সময় কাটিয়েছি, কিন্তু এখনো শুটিং করিনি। জেমস ক্যামেরনকে আমি পছন্দ করি। ``অ্যাভাটার''ও আমার খুব পছন্দের সিনেমা। হ্যাঁ, আগামীতে আমরা একসঙ্গে কাজ করছি, আমার মনে হয় এর চেয়ে বেশি বলা ঠিক হবে না।’
‘এখনো শুটিং করিনি’—ভিন ডিজেলের এ কথায় ভক্তরা আশার আলো দেখছেন। ধারণা করা হচ্ছে, `অ্যাভাটার'–এর পরের পর্বে দেখা যাবে তাঁকে।
২০১৮ সালে ঘোষণা দেওয়া হয়েছিল, ২০২২-এর ১৬ ডিসেম্বর ‘অ্যাভাটার’–এর দ্বিতীয় কিস্তি আসবে। ২০২৪ সালের ২০ ডিসেম্বর এই ছবির তৃতীয় কিস্তি মুক্তি পাবে। চতুর্থ পর্ব ২০২৬ সালের ১৮ ডিসেম্বর। আর পঞ্চম পর্ব আসবে ২০২–এর ২২ ডিসেম্বর।
বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা ‘অ্যাভাটার’। কল্পকাহিনিনির্ভর লাইভ অ্যাকশন ছবি ‘অ্যাভাটার টু’তে থাকছেন জো সালদানা, সিগোর্নি ওয়েভার, স্যাম ওরদিংটন, স্টিফেন ল্যাং, মিশেল রড্রিগেজ ও ওনা চ্যাপলিন। আরও থাকবেন কেট উইন্সলেট।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৮ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৯ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
৯ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
৯ ঘণ্টা আগে