চুক্তিভঙ্গের অভিযোগে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির বিরুদ্ধে মামলা করেছেন স্কারলেট জোহানসন। সেই উত্তাপে নড়েচড়ে বসেছে পুরো হলিউড। মামলার প্রস্তুতি নিচ্ছেন অনেক তারকা।
গত ২৯ জুলাই এই মামলা করেছেন হলিউড অভিনেত্রী। ওটিটি ও প্রেক্ষাগৃহে ‘ব্ল্যাক উইডো’ একসঙ্গে মুক্তি দেওয়ায় ডিজনির ওপর ক্ষুব্ধ হয়েছেন স্কারলেট। ৫০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। স্কারলেটের দাবি, ছবিতে তাঁর পারিশ্রমিক প্রেক্ষাগৃহে আয়ের লভ্যাংশের ওপর নির্ভর ছিল।
তা ছাড়া ডিজনি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির ১০০ দিনের মধ্যে অন্য প্ল্যাটফর্মে না আসার নিশ্চয়তা দিয়েছিল। ডিজনি কথা না রাখায় তিনি তাঁর যোগ্য পারিশ্রমিক পাননি। এমনকি ওটিটিতে ছবিটি চালানোর ব্যাপারে তারা নায়িকার সঙ্গে কথাও বলেনি।
এসব দাবি নাকচ করে দিয়ে ডিজনি জানিয়েছে, করোনার এই সময়ে দাবিগুলো ‘দুঃখজনক ও বিরক্তিকর’। এটা সত্য, ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তির মাধ্যমে ‘ব্ল্যাক উইডো’ বাড়তি আয় করেছে। আর স্কারলেটকে চুক্তি অনুসারে ২ কোটি ডলার (প্রায় ১৭০ কোটি টাকা) বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে কবে, কোথায় মুক্তি দেওয়া হবে, এমন কোনো চুক্তি হয়নি।
করোনার কারণে এক বছরের বেশি সময় ‘ব্ল্যাক উইডো’র মুক্তি আটকে ছিল। সপ্তাহ কয়েক আগে মুক্তি পেয়ে বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ডিজনি প্লাসে ওপেনিং উইকএন্ডে প্রিমিয়াম অ্যাকসেসের মাধ্যমে আয় করে বাড়তি ৬ কোটি ডলার।
শিগগিরই প্রেক্ষাগৃহ ও ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্টের মতো তারকা অভিনীত ‘জঙ্গল ক্রুজ’। ফলে সতর্কবার্তা দিয়েছেন তাঁরাও। স্কারলেটের এই পদক্ষেপের পর এমা স্টোনও ‘ক্রুয়েলা’ ছবিটি একই সঙ্গে প্রেক্ষাগৃহ ও ওটিটিতে মুক্তির কারণে ডিজনির বিরুদ্ধে মামলা করবেন বলে ঘোষণা দিয়েছেন।
চুক্তিভঙ্গের অভিযোগে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির বিরুদ্ধে মামলা করেছেন স্কারলেট জোহানসন। সেই উত্তাপে নড়েচড়ে বসেছে পুরো হলিউড। মামলার প্রস্তুতি নিচ্ছেন অনেক তারকা।
গত ২৯ জুলাই এই মামলা করেছেন হলিউড অভিনেত্রী। ওটিটি ও প্রেক্ষাগৃহে ‘ব্ল্যাক উইডো’ একসঙ্গে মুক্তি দেওয়ায় ডিজনির ওপর ক্ষুব্ধ হয়েছেন স্কারলেট। ৫০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। স্কারলেটের দাবি, ছবিতে তাঁর পারিশ্রমিক প্রেক্ষাগৃহে আয়ের লভ্যাংশের ওপর নির্ভর ছিল।
তা ছাড়া ডিজনি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির ১০০ দিনের মধ্যে অন্য প্ল্যাটফর্মে না আসার নিশ্চয়তা দিয়েছিল। ডিজনি কথা না রাখায় তিনি তাঁর যোগ্য পারিশ্রমিক পাননি। এমনকি ওটিটিতে ছবিটি চালানোর ব্যাপারে তারা নায়িকার সঙ্গে কথাও বলেনি।
এসব দাবি নাকচ করে দিয়ে ডিজনি জানিয়েছে, করোনার এই সময়ে দাবিগুলো ‘দুঃখজনক ও বিরক্তিকর’। এটা সত্য, ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তির মাধ্যমে ‘ব্ল্যাক উইডো’ বাড়তি আয় করেছে। আর স্কারলেটকে চুক্তি অনুসারে ২ কোটি ডলার (প্রায় ১৭০ কোটি টাকা) বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে কবে, কোথায় মুক্তি দেওয়া হবে, এমন কোনো চুক্তি হয়নি।
করোনার কারণে এক বছরের বেশি সময় ‘ব্ল্যাক উইডো’র মুক্তি আটকে ছিল। সপ্তাহ কয়েক আগে মুক্তি পেয়ে বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ডিজনি প্লাসে ওপেনিং উইকএন্ডে প্রিমিয়াম অ্যাকসেসের মাধ্যমে আয় করে বাড়তি ৬ কোটি ডলার।
শিগগিরই প্রেক্ষাগৃহ ও ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্টের মতো তারকা অভিনীত ‘জঙ্গল ক্রুজ’। ফলে সতর্কবার্তা দিয়েছেন তাঁরাও। স্কারলেটের এই পদক্ষেপের পর এমা স্টোনও ‘ক্রুয়েলা’ ছবিটি একই সঙ্গে প্রেক্ষাগৃহ ও ওটিটিতে মুক্তির কারণে ডিজনির বিরুদ্ধে মামলা করবেন বলে ঘোষণা দিয়েছেন।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৭ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৭ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
৭ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
৭ ঘণ্টা আগে