বিনোদন ডেস্ক
ঢাকা: আবার ভয় দেখাতে এসেছে কনজুরিং। ৪ জুন মুক্তি পেয়েছে কনজুরিং সিরিজের তিন নম্বর ছবি ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’। পিশাচের খোঁজে নতুন কেস পেয়েছে অ্যাডওয়ার্ড ও লরেন ওয়ারেন।
১৯৮১ সালে একটি হত্যা মামলায় জড়িয়ে পড়া আর্নে জনসনের জীবনের বাস্তব ঘটনা নিয়েই তৈরি হয়েছে ছবিটি। পরিচালক মাইকেল কেভসের দাবি, কনজুরিং সিরিজের এই ছবিটিই সবচেয়ে ভয়ের।
২০১৬ সালে এসেছিল ভৌতিক ছবি ‘কনজুরিং ২’। প্রায় পাঁচ বছর অপেক্ষার পর এল সিরিজের তিন নম্বর কিস্তি। ১৯৮১ সালে হত্যার অপরাধে আর্নে জনসন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। যদিও যুবকের দাবি ছিল, সে হত্যা করেনি। কেউ জোর করে তাকে দিয়ে হত্যা করিয়েছে।
তদন্তে নেমে জানা যায়, ওই যুবকের জীবনে ঘটে গেছে নানা অলৌকিক ঘটনা। আর যেখানেই অলৌকিক ঘটনা, সেখানেই উপস্থিত হয় অ্যাড ও লরেন জুটি। ভূতগ্রস্ত যুবককে বাঁচাতে সব রকমের অলৌকিক শক্তিকে নির্মূল করার পদক্ষেপ নেয় তারা।
দেখে নিন ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’ সিনেমার ট্রেলার:
ছবিতে অ্যাড ও লরেনের ভূমিকায় অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফার্মিগা। তিনটি অ্যানাবেল, দ্য নান ও দুটি কনজুরিং–এর পর এটি কনজুরিং গোত্রের সাত নম্বর ছবি। বক্স অফিসেও ছবিগুলোর বাজার এককথায় অসাধারণ। ‘কনজুরিং ৩’ মুক্তি পেয়েছে সিনেমা হলে। দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সেও।
কনজুরিং সিরিজের এ ছবিটিকে ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। দর্শকেরা যে দীর্ঘদিন ভয় পাওয়ার অপেক্ষায় ছিলেন, সেটা বোঝা যাচ্ছে মুক্তির পর বক্স অফিসের হিসাব দেখে। প্রথম দিনেই ‘কনজুরিং ৩’– এর আয় এক কোটি ডলারেরও বেশি। ধারনা করা হচ্ছে, শনি ও রোববারের আয় মিলিয়ে সংখ্যাটি দাঁড়াবে আড়াই কোটি ডলারেরও বেশি।
ঢাকা: আবার ভয় দেখাতে এসেছে কনজুরিং। ৪ জুন মুক্তি পেয়েছে কনজুরিং সিরিজের তিন নম্বর ছবি ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’। পিশাচের খোঁজে নতুন কেস পেয়েছে অ্যাডওয়ার্ড ও লরেন ওয়ারেন।
১৯৮১ সালে একটি হত্যা মামলায় জড়িয়ে পড়া আর্নে জনসনের জীবনের বাস্তব ঘটনা নিয়েই তৈরি হয়েছে ছবিটি। পরিচালক মাইকেল কেভসের দাবি, কনজুরিং সিরিজের এই ছবিটিই সবচেয়ে ভয়ের।
২০১৬ সালে এসেছিল ভৌতিক ছবি ‘কনজুরিং ২’। প্রায় পাঁচ বছর অপেক্ষার পর এল সিরিজের তিন নম্বর কিস্তি। ১৯৮১ সালে হত্যার অপরাধে আর্নে জনসন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। যদিও যুবকের দাবি ছিল, সে হত্যা করেনি। কেউ জোর করে তাকে দিয়ে হত্যা করিয়েছে।
তদন্তে নেমে জানা যায়, ওই যুবকের জীবনে ঘটে গেছে নানা অলৌকিক ঘটনা। আর যেখানেই অলৌকিক ঘটনা, সেখানেই উপস্থিত হয় অ্যাড ও লরেন জুটি। ভূতগ্রস্ত যুবককে বাঁচাতে সব রকমের অলৌকিক শক্তিকে নির্মূল করার পদক্ষেপ নেয় তারা।
দেখে নিন ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’ সিনেমার ট্রেলার:
ছবিতে অ্যাড ও লরেনের ভূমিকায় অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফার্মিগা। তিনটি অ্যানাবেল, দ্য নান ও দুটি কনজুরিং–এর পর এটি কনজুরিং গোত্রের সাত নম্বর ছবি। বক্স অফিসেও ছবিগুলোর বাজার এককথায় অসাধারণ। ‘কনজুরিং ৩’ মুক্তি পেয়েছে সিনেমা হলে। দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সেও।
কনজুরিং সিরিজের এ ছবিটিকে ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। দর্শকেরা যে দীর্ঘদিন ভয় পাওয়ার অপেক্ষায় ছিলেন, সেটা বোঝা যাচ্ছে মুক্তির পর বক্স অফিসের হিসাব দেখে। প্রথম দিনেই ‘কনজুরিং ৩’– এর আয় এক কোটি ডলারেরও বেশি। ধারনা করা হচ্ছে, শনি ও রোববারের আয় মিলিয়ে সংখ্যাটি দাঁড়াবে আড়াই কোটি ডলারেরও বেশি।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
৬ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৮ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১২ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে