হৃতিক রোশনকে বলা হয় ‘গ্রীক গড’, আর রণবীর কাপুর তো অনেক আগে থেকেই নারীদের ক্রাশ। তবে সেরা সুদর্শন পুরুষের তালিকায় জায়গা হলো না তাঁদের। সৌন্দর্যের দিক থেকে হৃতিক-রণবীর কিংবা বলিউডের আরও অনেক সুদর্শন পুরুষকে ছাড়িয়ে গেলেন এক ভারতীয় অভিনেতা। কে তিনি?
যাঁর কথা বলা হচ্ছে, তিনি বছরের পর বছর ধরে ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে আসছেন। নিজের পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করে চলেছেন দর্শকদের। তিনি বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি ইংল্যান্ডের এক কসমেটিক সার্জন বিশ্বের সেরা ১০ সুদর্শন পুরুষ তারকার তালিকা তৈরি করেছেন। বিশ্বের নামিদামি তারকাদের সঙ্গে একমাত্র ভারতীয় হিসেবে এ তালিকায় জায়গা পেয়েছেন শাহরুখ।
ফেসিয়াল কসমেটিক সার্জন ডা. জুলিয়ান ডি সিলভা এই তালিকা প্রকাশ করেছেন সম্প্রতি। কম্পিউটারাইজ ম্যাপিং কৌশল ব্যবহার করে তিনি তালিকাটি তৈরি করেছেন। এটি তৈরিতে তিনি ব্যবহার করেছেন গোল্ডেন রেশিও পদ্ধতি। গোল্ডেন রেশিও হল একটি প্রাচীন গ্রীক ফর্মুলা, যা সৌন্দর্য পরিমাপের জন্য তৈরি করা হয়েছিল। লিওনার্দো দা ভিঞ্চি তাঁর ভিত্রুভিয়ান ম্যান চিত্রকর্মে এই রেশিও ব্যবহার করেছিলেন।
বিশ্বের শীর্ষ ১০ সুদর্শন পুরুষের তালিকায় দশম স্থানে রয়েছেন শাহরুখ। তালিকায় আর কারা রয়েছেন? অনেকের মনে হতে পারে, টম ক্রুজ, ব্র্যাড পিট কিংবা লিওনার্দো ডি ক্যাপ্রিও তো অবশ্যই থাকবেন তালিকায়।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শীর্ষস্থানটি দখলে নিয়েছেন ‘কিক-অ্যাস’ ও ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’খ্যাত অভিনেতা অ্যারন টেলর-জনসন। আরও আছেন লুসিয়েন ল্যাভিসকাউন্ট, পল মেসকাল, রবার্ট প্যাটিনসন, জ্যাক লোডেন, জর্জ ক্লুনি, নিকোলাস হোল্ট, চার্লস মেল্টন ও ইদ্রিস এলবা।
হৃতিক রোশনকে বলা হয় ‘গ্রীক গড’, আর রণবীর কাপুর তো অনেক আগে থেকেই নারীদের ক্রাশ। তবে সেরা সুদর্শন পুরুষের তালিকায় জায়গা হলো না তাঁদের। সৌন্দর্যের দিক থেকে হৃতিক-রণবীর কিংবা বলিউডের আরও অনেক সুদর্শন পুরুষকে ছাড়িয়ে গেলেন এক ভারতীয় অভিনেতা। কে তিনি?
যাঁর কথা বলা হচ্ছে, তিনি বছরের পর বছর ধরে ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে আসছেন। নিজের পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করে চলেছেন দর্শকদের। তিনি বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি ইংল্যান্ডের এক কসমেটিক সার্জন বিশ্বের সেরা ১০ সুদর্শন পুরুষ তারকার তালিকা তৈরি করেছেন। বিশ্বের নামিদামি তারকাদের সঙ্গে একমাত্র ভারতীয় হিসেবে এ তালিকায় জায়গা পেয়েছেন শাহরুখ।
ফেসিয়াল কসমেটিক সার্জন ডা. জুলিয়ান ডি সিলভা এই তালিকা প্রকাশ করেছেন সম্প্রতি। কম্পিউটারাইজ ম্যাপিং কৌশল ব্যবহার করে তিনি তালিকাটি তৈরি করেছেন। এটি তৈরিতে তিনি ব্যবহার করেছেন গোল্ডেন রেশিও পদ্ধতি। গোল্ডেন রেশিও হল একটি প্রাচীন গ্রীক ফর্মুলা, যা সৌন্দর্য পরিমাপের জন্য তৈরি করা হয়েছিল। লিওনার্দো দা ভিঞ্চি তাঁর ভিত্রুভিয়ান ম্যান চিত্রকর্মে এই রেশিও ব্যবহার করেছিলেন।
বিশ্বের শীর্ষ ১০ সুদর্শন পুরুষের তালিকায় দশম স্থানে রয়েছেন শাহরুখ। তালিকায় আর কারা রয়েছেন? অনেকের মনে হতে পারে, টম ক্রুজ, ব্র্যাড পিট কিংবা লিওনার্দো ডি ক্যাপ্রিও তো অবশ্যই থাকবেন তালিকায়।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শীর্ষস্থানটি দখলে নিয়েছেন ‘কিক-অ্যাস’ ও ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’খ্যাত অভিনেতা অ্যারন টেলর-জনসন। আরও আছেন লুসিয়েন ল্যাভিসকাউন্ট, পল মেসকাল, রবার্ট প্যাটিনসন, জ্যাক লোডেন, জর্জ ক্লুনি, নিকোলাস হোল্ট, চার্লস মেল্টন ও ইদ্রিস এলবা।
নাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
১ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১২ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১২ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
১২ ঘণ্টা আগে