বিনোদন ডেস্ক
গত বছর যতগুলো সিনেমা বিশ্বব্যাপী ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেছিল তার মধ্যে ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ অন্যতম। সিনেমাটি আগামী ১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) স্ট্রিমিং প্ল্যাটফর্মটি টুইট করে এ তথ্য জানিয়েছে।
মারভেলের ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ বক্স অফিসে এখনো রাজত্ব করছে। সুপারহিরো সিক্যুয়াল চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিনে ৪ হাজার ৩৯৬টি প্রেক্ষাগৃহ থেকে তুলে ফেলে ৮ কোটি ৪০ লাখ ডলার।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রায়ান কুগলার। এতে অভিনয় করেছেন—লুপিটা নিয়োঙ্গো, ডানাই গুরিরা, মার্টিন ফ্রিম্যান, লেটিশিয়া রাইট, উইনস্টন ডুক, অ্যাঞ্জেলা ব্যাসেট এবং ডমিনিক থর্ন।
এই গল্পে আবির্ভাব হয় আরও একটি নতুন মার্ভেল চরিত্রের—আয়রনহার্ট। এই চরিত্রে অভিনয় করেছেন ডমিনিক থর্ন।
সিনেমাটির গল্প ছাড়াও এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, কস্টিউম ডিজাইন, ভিজ্যুয়াল এফেক্ট প্রশংসা কুড়িয়েছে।
মারভেলের প্রথম আফ্রিকান সুপারহিরো ব্ল্যাক প্যান্থারের প্রথম কিস্তিও বাজিমাত করেছিল। মাত্র ১১ দিনে চলচ্চিত্রটি বক্স অফিসে তুলে ফেলেছিল ১০০ কোটি ডলার। চলচ্চিত্রটির প্রথম কিস্তিতে ব্ল্যাক প্যান্থার চরিত্রে অভিনয় করেন চ্যাডউইক বোসম্যান। এই অভিনেতা ২০২০ সালের আগস্টে কোলন ক্যানসারে মারা যান। এমনকি সেরা ছবির অস্কারের জন্য মনোনীত প্রথম সুপারহিরো সিনেমা এটি। এ ছাড়া নির্মাণ বৈচিত্র্যের জন্যও একটি সাংস্কৃতিক মাইলফলক।
ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার এখন পর্যন্ত আয় করেছে ৮০ কোটি ৩ লাখ ডলার।
গত বছর যতগুলো সিনেমা বিশ্বব্যাপী ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেছিল তার মধ্যে ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ অন্যতম। সিনেমাটি আগামী ১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) স্ট্রিমিং প্ল্যাটফর্মটি টুইট করে এ তথ্য জানিয়েছে।
মারভেলের ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ বক্স অফিসে এখনো রাজত্ব করছে। সুপারহিরো সিক্যুয়াল চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিনে ৪ হাজার ৩৯৬টি প্রেক্ষাগৃহ থেকে তুলে ফেলে ৮ কোটি ৪০ লাখ ডলার।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রায়ান কুগলার। এতে অভিনয় করেছেন—লুপিটা নিয়োঙ্গো, ডানাই গুরিরা, মার্টিন ফ্রিম্যান, লেটিশিয়া রাইট, উইনস্টন ডুক, অ্যাঞ্জেলা ব্যাসেট এবং ডমিনিক থর্ন।
এই গল্পে আবির্ভাব হয় আরও একটি নতুন মার্ভেল চরিত্রের—আয়রনহার্ট। এই চরিত্রে অভিনয় করেছেন ডমিনিক থর্ন।
সিনেমাটির গল্প ছাড়াও এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, কস্টিউম ডিজাইন, ভিজ্যুয়াল এফেক্ট প্রশংসা কুড়িয়েছে।
মারভেলের প্রথম আফ্রিকান সুপারহিরো ব্ল্যাক প্যান্থারের প্রথম কিস্তিও বাজিমাত করেছিল। মাত্র ১১ দিনে চলচ্চিত্রটি বক্স অফিসে তুলে ফেলেছিল ১০০ কোটি ডলার। চলচ্চিত্রটির প্রথম কিস্তিতে ব্ল্যাক প্যান্থার চরিত্রে অভিনয় করেন চ্যাডউইক বোসম্যান। এই অভিনেতা ২০২০ সালের আগস্টে কোলন ক্যানসারে মারা যান। এমনকি সেরা ছবির অস্কারের জন্য মনোনীত প্রথম সুপারহিরো সিনেমা এটি। এ ছাড়া নির্মাণ বৈচিত্র্যের জন্যও একটি সাংস্কৃতিক মাইলফলক।
ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার এখন পর্যন্ত আয় করেছে ৮০ কোটি ৩ লাখ ডলার।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৭ মিনিট আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৩৭ মিনিট আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
১ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
১ ঘণ্টা আগে