Ajker Patrika

বিতর্কিত জিম জোনস চরিত্রে লিওনার্দো

বিনোদন ডেস্ক
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৬: ৩৬
Thumbnail image

বিতর্কিত ধর্মগুরু জিম জোনসকে নিয়ে ছবি হচ্ছে হলিউডে। জোনসের চরিত্রে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবির চিত্রনাট্য লিখেছেন স্কট রোজেনবার্গ। ছবিটি প্রযোজনা করবেন হলিউডের মেট্রো গোল্ডেন মায়ার।

জিম জোনস নিজেকে ঈশ্বর ভাবতেন। ৯১৮ জন মানুষকে খুন করেছিলেন সায়ানাইড খাইয়ে। এর মধ্যে ৩০৪ জন শিশুও ছিল। জিম জোনস নিজেকে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলেও দাবি করতেন।

হলিউড রিপোর্টারের সূত্রে জানা গেছে, জিম জোনসের ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ছবির সহ-প্রযোজক হিসেবেও থাকবেন ডিক্যাপ্রিও।

লিওনার্দো ডিক্যাপ্রিও১৯৭৮ সালে এই ধর্মগুরু সারা বিশ্বে তুমুল হইচই ফেলে দিয়েছিলেন। সেই বছরের ১৮ নভেম্বর গায়ানার এক গভীর জঙ্গলে তিনি ৯১৮ জন আমেরিকান অনুসারীকে সায়ানাইডমিশ্রিত একধরনের পানীয় বিলি করেন এবং তা পান করে সবাইকে আত্মহত্যা করার নির্দেশ দেন। প্রায় সবাই সেই পানীয় গ্রহণের মাধ্যমে আত্মহত্যা করেন। এটি পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহৎ গণ-আত্মহত্যা।

গায়ানার জঙ্গলে নিজের অনুসারীদের নিয়ে আলাদা বসতি গড়ে তুলেছিলেন জোনস। বিশেষজ্ঞদের মতে, এটি আত্মহত্যা নয়, বরং খুন।

আগামী ১০ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ডিক্যাপ্রিও অভিনীত ছবি ‘ডোন্ট লুক আপ’। অ্যাডাম ম্যাককের এ ছবিতে ডিক্যাপ্রিওর বিপরীতে অভিনয় করেছেন জেনিফার লরেন্স। এ ছাড়া, কিছুদিন আগে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির শুটিং শেষ করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

লিওনার্দো ডিক্যাপ্রিওনব্বইয়ের দশকের শুরুতে টেলিভিশন ধারাবাহিক দিয়ে অভিনয়জীবন শুরু করেন ডিক্যাপ্রিও। রোমান্টিক ছবি ‘টাইটানিক’-এর জ্যাক চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী তারকা খ্যাতি অর্জন করেন তিনি। ছবিটি সে সময় এবং পরবর্তী এক দশক সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল।

অস্কারের জন্য সাতবার মনোনয়ন পাওয়া এই শিল্পী ২০১৬ সালে ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য জেতেন সেরা অভিনেতার অস্কার। আজ এ অভিনেতার জন্মদিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত