বিতর্কিত ধর্মগুরু জিম জোনসকে নিয়ে ছবি হচ্ছে হলিউডে। জোনসের চরিত্রে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবির চিত্রনাট্য লিখেছেন স্কট রোজেনবার্গ। ছবিটি প্রযোজনা করবেন হলিউডের মেট্রো গোল্ডেন মায়ার।
জিম জোনস নিজেকে ঈশ্বর ভাবতেন। ৯১৮ জন মানুষকে খুন করেছিলেন সায়ানাইড খাইয়ে। এর মধ্যে ৩০৪ জন শিশুও ছিল। জিম জোনস নিজেকে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলেও দাবি করতেন।
হলিউড রিপোর্টারের সূত্রে জানা গেছে, জিম জোনসের ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ছবির সহ-প্রযোজক হিসেবেও থাকবেন ডিক্যাপ্রিও।
১৯৭৮ সালে এই ধর্মগুরু সারা বিশ্বে তুমুল হইচই ফেলে দিয়েছিলেন। সেই বছরের ১৮ নভেম্বর গায়ানার এক গভীর জঙ্গলে তিনি ৯১৮ জন আমেরিকান অনুসারীকে সায়ানাইডমিশ্রিত একধরনের পানীয় বিলি করেন এবং তা পান করে সবাইকে আত্মহত্যা করার নির্দেশ দেন। প্রায় সবাই সেই পানীয় গ্রহণের মাধ্যমে আত্মহত্যা করেন। এটি পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহৎ গণ-আত্মহত্যা।
গায়ানার জঙ্গলে নিজের অনুসারীদের নিয়ে আলাদা বসতি গড়ে তুলেছিলেন জোনস। বিশেষজ্ঞদের মতে, এটি আত্মহত্যা নয়, বরং খুন।
আগামী ১০ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ডিক্যাপ্রিও অভিনীত ছবি ‘ডোন্ট লুক আপ’। অ্যাডাম ম্যাককের এ ছবিতে ডিক্যাপ্রিওর বিপরীতে অভিনয় করেছেন জেনিফার লরেন্স। এ ছাড়া, কিছুদিন আগে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির শুটিং শেষ করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।
নব্বইয়ের দশকের শুরুতে টেলিভিশন ধারাবাহিক দিয়ে অভিনয়জীবন শুরু করেন ডিক্যাপ্রিও। রোমান্টিক ছবি ‘টাইটানিক’-এর জ্যাক চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী তারকা খ্যাতি অর্জন করেন তিনি। ছবিটি সে সময় এবং পরবর্তী এক দশক সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল।
অস্কারের জন্য সাতবার মনোনয়ন পাওয়া এই শিল্পী ২০১৬ সালে ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য জেতেন সেরা অভিনেতার অস্কার। আজ এ অভিনেতার জন্মদিন।
বিতর্কিত ধর্মগুরু জিম জোনসকে নিয়ে ছবি হচ্ছে হলিউডে। জোনসের চরিত্রে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবির চিত্রনাট্য লিখেছেন স্কট রোজেনবার্গ। ছবিটি প্রযোজনা করবেন হলিউডের মেট্রো গোল্ডেন মায়ার।
জিম জোনস নিজেকে ঈশ্বর ভাবতেন। ৯১৮ জন মানুষকে খুন করেছিলেন সায়ানাইড খাইয়ে। এর মধ্যে ৩০৪ জন শিশুও ছিল। জিম জোনস নিজেকে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলেও দাবি করতেন।
হলিউড রিপোর্টারের সূত্রে জানা গেছে, জিম জোনসের ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ছবির সহ-প্রযোজক হিসেবেও থাকবেন ডিক্যাপ্রিও।
১৯৭৮ সালে এই ধর্মগুরু সারা বিশ্বে তুমুল হইচই ফেলে দিয়েছিলেন। সেই বছরের ১৮ নভেম্বর গায়ানার এক গভীর জঙ্গলে তিনি ৯১৮ জন আমেরিকান অনুসারীকে সায়ানাইডমিশ্রিত একধরনের পানীয় বিলি করেন এবং তা পান করে সবাইকে আত্মহত্যা করার নির্দেশ দেন। প্রায় সবাই সেই পানীয় গ্রহণের মাধ্যমে আত্মহত্যা করেন। এটি পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহৎ গণ-আত্মহত্যা।
গায়ানার জঙ্গলে নিজের অনুসারীদের নিয়ে আলাদা বসতি গড়ে তুলেছিলেন জোনস। বিশেষজ্ঞদের মতে, এটি আত্মহত্যা নয়, বরং খুন।
আগামী ১০ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ডিক্যাপ্রিও অভিনীত ছবি ‘ডোন্ট লুক আপ’। অ্যাডাম ম্যাককের এ ছবিতে ডিক্যাপ্রিওর বিপরীতে অভিনয় করেছেন জেনিফার লরেন্স। এ ছাড়া, কিছুদিন আগে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির শুটিং শেষ করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।
নব্বইয়ের দশকের শুরুতে টেলিভিশন ধারাবাহিক দিয়ে অভিনয়জীবন শুরু করেন ডিক্যাপ্রিও। রোমান্টিক ছবি ‘টাইটানিক’-এর জ্যাক চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী তারকা খ্যাতি অর্জন করেন তিনি। ছবিটি সে সময় এবং পরবর্তী এক দশক সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল।
অস্কারের জন্য সাতবার মনোনয়ন পাওয়া এই শিল্পী ২০১৬ সালে ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য জেতেন সেরা অভিনেতার অস্কার। আজ এ অভিনেতার জন্মদিন।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৬ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৬ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৬ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৬ ঘণ্টা আগে