‘দ্য রক’ নামে পরিচিত জনপ্রিয় তারকা ডোয়াইন জনসন তাঁর এক ভক্তকে নিজের ট্রাক উপহার হিসেবে দিয়েছেন। ওই ভক্তের নাম অস্কার রদ্রিগেজ। বলা হচ্ছে, ভক্তের উদারতার স্বীকৃতি হিসেবে দ্য রক উপহারটি দিয়েছেন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভক্তকে নিজের ব্যক্তিগত ট্রাক উপহার দিয়েছেন ডোয়াইন। উপহার পেয়ে অস্কার নামের ওই ভক্ত আনন্দে আত্মহারা হয়ে তাঁকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। এমন একটি ভিডিও নিজের টুইটারে পোস্ট করেছেন এই তারকা।
দ্য রক টুইটারে ভিডিওটির সঙ্গে বেশ কিছু আবেগপূর্ণ কথা লিখে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আমার ট্রাকের থেকেও অনেক বড় কিছু তার প্রাপ্য। উদারতা আমার কাছে বড় বিষয়। মানুষের প্রতি আপনার দয়া ও উদারতা ধরে রাখার জন্য অনেক ধন্যবাদ রদ্রিগেজ। আপনি ঠিকই বলেছিলেন, কারও কাছ থেকে দূরে থাকলেও ভালোবাসা থেকে যায়। ভালোবাসাটাই যথেষ্ট, ভাই। ভালোবাসাটাই থাকতে হয়।’
ডোয়াইন জনসনের এমন কাজকেও উদারতার আরেক দৃষ্টান্ত হিসেবে দেখছেন তাঁর ভক্তরা। টুইটারের ভিডিওতে দেখা যায়, একটি সিনেমা হলে ডোয়াইন জনসন অভিনীত ‘রেড নোটিশ’ সিনেমাটি চলছে। সেখানে দর্শক সারিতে বসে ছিলেন অস্কার রদ্রিগেজ। মঞ্চে উঠে অস্কারকে ডেকে উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন জনসন এবং সবার কাছে তাঁর উদারতার বিষয়গুলো তুলে ধরেন।
ওই ভিডিও থেকে জানা যায়, অস্কার ওয়েস্ট সাইড চার্চের একজন নেতা এবং তিনি একজন ব্যক্তিগত প্রশিক্ষক। ডোয়াইন জানান, অস্কার সহিংসতার শিকার নারীদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন এবং তিনি এমন একজন দায়িত্বশীল মানুষ, যে নিজের ৭৫ বছর বয়সী মায়ের সেবা-শুশ্রূষা নিজেই করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব জানতে পেরে তাঁর প্রতি মুগ্ধ হন দ্য রক।
ভিডিওচিত্রটির শেষ দিকে অস্কার রদ্রিগেজকে চমকে দিয়ে নিজের ব্যক্তিগত ট্রাকটি উপহার হিসেবে দেন ডোয়াইন জনসন। এ সময় দ্য রক বলেন, ‘তোমার কাজের জন্য তোমাকে ধন্যবাদ।’
‘দ্য রক’ নামে পরিচিত জনপ্রিয় তারকা ডোয়াইন জনসন তাঁর এক ভক্তকে নিজের ট্রাক উপহার হিসেবে দিয়েছেন। ওই ভক্তের নাম অস্কার রদ্রিগেজ। বলা হচ্ছে, ভক্তের উদারতার স্বীকৃতি হিসেবে দ্য রক উপহারটি দিয়েছেন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভক্তকে নিজের ব্যক্তিগত ট্রাক উপহার দিয়েছেন ডোয়াইন। উপহার পেয়ে অস্কার নামের ওই ভক্ত আনন্দে আত্মহারা হয়ে তাঁকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। এমন একটি ভিডিও নিজের টুইটারে পোস্ট করেছেন এই তারকা।
দ্য রক টুইটারে ভিডিওটির সঙ্গে বেশ কিছু আবেগপূর্ণ কথা লিখে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আমার ট্রাকের থেকেও অনেক বড় কিছু তার প্রাপ্য। উদারতা আমার কাছে বড় বিষয়। মানুষের প্রতি আপনার দয়া ও উদারতা ধরে রাখার জন্য অনেক ধন্যবাদ রদ্রিগেজ। আপনি ঠিকই বলেছিলেন, কারও কাছ থেকে দূরে থাকলেও ভালোবাসা থেকে যায়। ভালোবাসাটাই যথেষ্ট, ভাই। ভালোবাসাটাই থাকতে হয়।’
ডোয়াইন জনসনের এমন কাজকেও উদারতার আরেক দৃষ্টান্ত হিসেবে দেখছেন তাঁর ভক্তরা। টুইটারের ভিডিওতে দেখা যায়, একটি সিনেমা হলে ডোয়াইন জনসন অভিনীত ‘রেড নোটিশ’ সিনেমাটি চলছে। সেখানে দর্শক সারিতে বসে ছিলেন অস্কার রদ্রিগেজ। মঞ্চে উঠে অস্কারকে ডেকে উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন জনসন এবং সবার কাছে তাঁর উদারতার বিষয়গুলো তুলে ধরেন।
ওই ভিডিও থেকে জানা যায়, অস্কার ওয়েস্ট সাইড চার্চের একজন নেতা এবং তিনি একজন ব্যক্তিগত প্রশিক্ষক। ডোয়াইন জানান, অস্কার সহিংসতার শিকার নারীদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন এবং তিনি এমন একজন দায়িত্বশীল মানুষ, যে নিজের ৭৫ বছর বয়সী মায়ের সেবা-শুশ্রূষা নিজেই করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব জানতে পেরে তাঁর প্রতি মুগ্ধ হন দ্য রক।
ভিডিওচিত্রটির শেষ দিকে অস্কার রদ্রিগেজকে চমকে দিয়ে নিজের ব্যক্তিগত ট্রাকটি উপহার হিসেবে দেন ডোয়াইন জনসন। এ সময় দ্য রক বলেন, ‘তোমার কাজের জন্য তোমাকে ধন্যবাদ।’
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৬ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৬ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৬ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৬ ঘণ্টা আগে