বিনোদন ডেস্ক
‘দ্য রক’ নামে পরিচিত জনপ্রিয় তারকা ডোয়াইন জনসন তাঁর এক ভক্তকে নিজের ট্রাক উপহার হিসেবে দিয়েছেন। ওই ভক্তের নাম অস্কার রদ্রিগেজ। বলা হচ্ছে, ভক্তের উদারতার স্বীকৃতি হিসেবে দ্য রক উপহারটি দিয়েছেন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভক্তকে নিজের ব্যক্তিগত ট্রাক উপহার দিয়েছেন ডোয়াইন। উপহার পেয়ে অস্কার নামের ওই ভক্ত আনন্দে আত্মহারা হয়ে তাঁকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। এমন একটি ভিডিও নিজের টুইটারে পোস্ট করেছেন এই তারকা।
দ্য রক টুইটারে ভিডিওটির সঙ্গে বেশ কিছু আবেগপূর্ণ কথা লিখে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আমার ট্রাকের থেকেও অনেক বড় কিছু তার প্রাপ্য। উদারতা আমার কাছে বড় বিষয়। মানুষের প্রতি আপনার দয়া ও উদারতা ধরে রাখার জন্য অনেক ধন্যবাদ রদ্রিগেজ। আপনি ঠিকই বলেছিলেন, কারও কাছ থেকে দূরে থাকলেও ভালোবাসা থেকে যায়। ভালোবাসাটাই যথেষ্ট, ভাই। ভালোবাসাটাই থাকতে হয়।’
ডোয়াইন জনসনের এমন কাজকেও উদারতার আরেক দৃষ্টান্ত হিসেবে দেখছেন তাঁর ভক্তরা। টুইটারের ভিডিওতে দেখা যায়, একটি সিনেমা হলে ডোয়াইন জনসন অভিনীত ‘রেড নোটিশ’ সিনেমাটি চলছে। সেখানে দর্শক সারিতে বসে ছিলেন অস্কার রদ্রিগেজ। মঞ্চে উঠে অস্কারকে ডেকে উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন জনসন এবং সবার কাছে তাঁর উদারতার বিষয়গুলো তুলে ধরেন।
ওই ভিডিও থেকে জানা যায়, অস্কার ওয়েস্ট সাইড চার্চের একজন নেতা এবং তিনি একজন ব্যক্তিগত প্রশিক্ষক। ডোয়াইন জানান, অস্কার সহিংসতার শিকার নারীদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন এবং তিনি এমন একজন দায়িত্বশীল মানুষ, যে নিজের ৭৫ বছর বয়সী মায়ের সেবা-শুশ্রূষা নিজেই করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব জানতে পেরে তাঁর প্রতি মুগ্ধ হন দ্য রক।
ভিডিওচিত্রটির শেষ দিকে অস্কার রদ্রিগেজকে চমকে দিয়ে নিজের ব্যক্তিগত ট্রাকটি উপহার হিসেবে দেন ডোয়াইন জনসন। এ সময় দ্য রক বলেন, ‘তোমার কাজের জন্য তোমাকে ধন্যবাদ।’
‘দ্য রক’ নামে পরিচিত জনপ্রিয় তারকা ডোয়াইন জনসন তাঁর এক ভক্তকে নিজের ট্রাক উপহার হিসেবে দিয়েছেন। ওই ভক্তের নাম অস্কার রদ্রিগেজ। বলা হচ্ছে, ভক্তের উদারতার স্বীকৃতি হিসেবে দ্য রক উপহারটি দিয়েছেন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভক্তকে নিজের ব্যক্তিগত ট্রাক উপহার দিয়েছেন ডোয়াইন। উপহার পেয়ে অস্কার নামের ওই ভক্ত আনন্দে আত্মহারা হয়ে তাঁকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। এমন একটি ভিডিও নিজের টুইটারে পোস্ট করেছেন এই তারকা।
দ্য রক টুইটারে ভিডিওটির সঙ্গে বেশ কিছু আবেগপূর্ণ কথা লিখে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আমার ট্রাকের থেকেও অনেক বড় কিছু তার প্রাপ্য। উদারতা আমার কাছে বড় বিষয়। মানুষের প্রতি আপনার দয়া ও উদারতা ধরে রাখার জন্য অনেক ধন্যবাদ রদ্রিগেজ। আপনি ঠিকই বলেছিলেন, কারও কাছ থেকে দূরে থাকলেও ভালোবাসা থেকে যায়। ভালোবাসাটাই যথেষ্ট, ভাই। ভালোবাসাটাই থাকতে হয়।’
ডোয়াইন জনসনের এমন কাজকেও উদারতার আরেক দৃষ্টান্ত হিসেবে দেখছেন তাঁর ভক্তরা। টুইটারের ভিডিওতে দেখা যায়, একটি সিনেমা হলে ডোয়াইন জনসন অভিনীত ‘রেড নোটিশ’ সিনেমাটি চলছে। সেখানে দর্শক সারিতে বসে ছিলেন অস্কার রদ্রিগেজ। মঞ্চে উঠে অস্কারকে ডেকে উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন জনসন এবং সবার কাছে তাঁর উদারতার বিষয়গুলো তুলে ধরেন।
ওই ভিডিও থেকে জানা যায়, অস্কার ওয়েস্ট সাইড চার্চের একজন নেতা এবং তিনি একজন ব্যক্তিগত প্রশিক্ষক। ডোয়াইন জানান, অস্কার সহিংসতার শিকার নারীদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন এবং তিনি এমন একজন দায়িত্বশীল মানুষ, যে নিজের ৭৫ বছর বয়সী মায়ের সেবা-শুশ্রূষা নিজেই করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব জানতে পেরে তাঁর প্রতি মুগ্ধ হন দ্য রক।
ভিডিওচিত্রটির শেষ দিকে অস্কার রদ্রিগেজকে চমকে দিয়ে নিজের ব্যক্তিগত ট্রাকটি উপহার হিসেবে দেন ডোয়াইন জনসন। এ সময় দ্য রক বলেন, ‘তোমার কাজের জন্য তোমাকে ধন্যবাদ।’
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১৫ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১৬ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
২০ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
২০ ঘণ্টা আগে