বিনোদন ডেস্ক
তিন দশকের বেশি সময়ের অভিনয়জীবন কেট উইন্সলেটের। এই দীর্ঘ সময় ক্যামেরার সামনেই ছিল তাঁর ব্যস্ততা। অবশ্য বেশ কিছু সিনেমা-সিরিজ প্রযোজনাও করেছেন। তবে এ বছর নতুন পথে যাত্রা শুরু হচ্ছে কেটের। প্রথমবারের মতো হাজির হচ্ছেন পরিচালক হিসেবে। নেটফ্লিক্সের ফ্যামিলি ড্রামা ‘গুডবাই জুন’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হবে কেট উইন্সলেটের।
পরিচালনার পাশাপাশি গুডবাই জুনে অভিনয়ও করবেন তিনি। প্রযোজনায়ও থাকবেন। এতে আরও দেখা যাবে টনি কোলেট, জনি ফ্লিন, আন্দ্রেয়া রাইজবরো, টিমোথি স্পাল ও হেলেন মিরেনকে। চিত্রনাট্য লিখেছেন অভিনেত্রীর ছেলে জো অ্যান্ডার্স। কেট উইন্সলেটের সঙ্গে এতে সহপ্রযোজক হিসেবে থাকবেন কেট সলোমন।
কেমন হবে গুডবাই জুনের গল্প? নেটফ্লিক্স জানিয়েছে, সিনেমাটির গল্প মর্মস্পর্শী, একই সঙ্গে কমেডিও থাকবে। অনেক দিন ধরে নিজেদের মধ্যে যোগাযোগ নেই, এমন কয়েকজন ভাইবোন হঠাৎ এক কঠিন পরিস্থিতিতে একত্র হয় এবং সেই সমস্যা মোকাবিলার চেষ্টা করে। মোটাদাগে এটাই গল্প। গল্পের প্রেক্ষাপট ইংল্যান্ড। শিগগিরই যুক্তরাজ্যে গুডবাই জুনের শুটিং শুরু করবেন কেট উইন্সলেট।
পরিচালনায় যে তিনি আসতে পারেন, সে আভাস গত বছরই দিয়েছিলেন কেট। ‘লি’ সিনেমার প্রমোশনের সময় জানিয়েছিলেন, সিনেমা বানানোর জন্য বিভিন্ন সময়ে অনেকে অনুরোধ করেন তাঁকে। তবে বরাবরই তা প্রত্যাখ্যান করেছেন। তবে ইদানীং বিষয়টি নিয়ে ভাবছেন। কেট বলেছিলেন, ‘অনেকবার পরিচালনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। ইদানীং আমার মনে হচ্ছে, এটা করে অন্য নারী, যাঁরা পরিচালনা করতে চান, তাঁদের হতাশ করছি। তাঁদের অনুপ্রাণিত করার জন্যই আমাকে পরিচালনায় আসতে হবে।’
অভিনেত্রী জানিয়েছিলেন, সিনেমা পরিচালনার জন্য তিনি এখন প্রস্তুত। কারণ, সিনেমার কারিগরি দিকটা এখন ভালো বোঝেন।
তিন দশকের বেশি সময়ের অভিনয়জীবন কেট উইন্সলেটের। এই দীর্ঘ সময় ক্যামেরার সামনেই ছিল তাঁর ব্যস্ততা। অবশ্য বেশ কিছু সিনেমা-সিরিজ প্রযোজনাও করেছেন। তবে এ বছর নতুন পথে যাত্রা শুরু হচ্ছে কেটের। প্রথমবারের মতো হাজির হচ্ছেন পরিচালক হিসেবে। নেটফ্লিক্সের ফ্যামিলি ড্রামা ‘গুডবাই জুন’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হবে কেট উইন্সলেটের।
পরিচালনার পাশাপাশি গুডবাই জুনে অভিনয়ও করবেন তিনি। প্রযোজনায়ও থাকবেন। এতে আরও দেখা যাবে টনি কোলেট, জনি ফ্লিন, আন্দ্রেয়া রাইজবরো, টিমোথি স্পাল ও হেলেন মিরেনকে। চিত্রনাট্য লিখেছেন অভিনেত্রীর ছেলে জো অ্যান্ডার্স। কেট উইন্সলেটের সঙ্গে এতে সহপ্রযোজক হিসেবে থাকবেন কেট সলোমন।
কেমন হবে গুডবাই জুনের গল্প? নেটফ্লিক্স জানিয়েছে, সিনেমাটির গল্প মর্মস্পর্শী, একই সঙ্গে কমেডিও থাকবে। অনেক দিন ধরে নিজেদের মধ্যে যোগাযোগ নেই, এমন কয়েকজন ভাইবোন হঠাৎ এক কঠিন পরিস্থিতিতে একত্র হয় এবং সেই সমস্যা মোকাবিলার চেষ্টা করে। মোটাদাগে এটাই গল্প। গল্পের প্রেক্ষাপট ইংল্যান্ড। শিগগিরই যুক্তরাজ্যে গুডবাই জুনের শুটিং শুরু করবেন কেট উইন্সলেট।
পরিচালনায় যে তিনি আসতে পারেন, সে আভাস গত বছরই দিয়েছিলেন কেট। ‘লি’ সিনেমার প্রমোশনের সময় জানিয়েছিলেন, সিনেমা বানানোর জন্য বিভিন্ন সময়ে অনেকে অনুরোধ করেন তাঁকে। তবে বরাবরই তা প্রত্যাখ্যান করেছেন। তবে ইদানীং বিষয়টি নিয়ে ভাবছেন। কেট বলেছিলেন, ‘অনেকবার পরিচালনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। ইদানীং আমার মনে হচ্ছে, এটা করে অন্য নারী, যাঁরা পরিচালনা করতে চান, তাঁদের হতাশ করছি। তাঁদের অনুপ্রাণিত করার জন্যই আমাকে পরিচালনায় আসতে হবে।’
অভিনেত্রী জানিয়েছিলেন, সিনেমা পরিচালনার জন্য তিনি এখন প্রস্তুত। কারণ, সিনেমার কারিগরি দিকটা এখন ভালো বোঝেন।
কনসার্টপ্রেমীদের জন্য গত কয়েক মাস ভালো যায়নি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেশ কটি কনসার্ট স্থগিত করা হয়েছে। তবে আজ কনসার্টপ্রেমীদের জন্য রয়েছে আনন্দের সংবাদ। কেননা আজ ঢাকার দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দু্ইটি কনসার্ট।
২০ ঘণ্টা আগেপর্দায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে। গুঞ্জনটা প্রায় এক বছরের। রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার শুটিং শুরুর পর এ নিয়ে প্রথম চর্চা শুরু হয়। শেষ পর্যন্ত তুফানে দেখা যায়নি যিশুকে। সেই রেশ কাটতে না-কাটতে গত বছরের শেষ দিকে আবার শুরু হয় একই গুঞ্জন। এবার খবর ছড়িয়ে পড়ে মেহেদী
২০ ঘণ্টা আগে২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ২৯ বছরে পা রাখে নাট্যদল প্রাচ্যনাট। এ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী নানা আয়োজন করে দলটি। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে বর্ষপূর্তির সমাপনী অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে মাসব্যাপী এই আয়োজন।
২০ ঘণ্টা আগেবলিউড বাদশা শাহরুখ খানের যারা ভক্ত তাদের কাছে তাঁর বাড়ি ‘মান্নাত’ যেন এক তীর্থস্থান। জন্মদিন, সিনেমার মুক্তি, ঈদে মান্নাতের বারান্দায় শুধু ভক্তদের জন্য দেখা দেন কিং খান। বান্দ্রার এই বাড়িটির সামনে বিশেষ দিনগুলোতে নামে অগণিত মানুষের ঢল। কিন্তু এই এই হেরিটেজ ছেড়ে স্ত্রী গৌরী ও সন্তানদের নিয়ে ভাড়া...
২ দিন আগে