২০১৭ সালে হলিউড অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেইজ’ ছবিতে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। এটিই ছিল দীপিকা অভিনীত প্রথম কোনো হলিউডের ছবি। এরপর পেরিয়ে গেছে প্রায় সাড়ে চার বছর। এত দিন পর আবার হলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। এবার তিনি শুধু অভিনয়শিল্পী নন, হলিউডের ওই ছবিতে তিনি থাকবেন সহ-প্রযোজক হিসেবেও।
দীপিকার প্রযোজনা সংস্থা কা প্রোডাকশনস ছবিটির সহ-প্রযোজনার দায়িত্ব সামলাবে। দীপিকা বলেন, ‘বিশ্বজুড়ে সবার কাছে ভালো ও অর্থবহ ছবি পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই কা প্রোডাকশনসের যাত্রা শুরু হয়েছিল। তাই এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।’ একইভাবে হলিউডের প্রযোজনা সংস্থা এসটিএক্সও খুশি দীপিকাকে তাদের সঙ্গে পেয়ে।
নতুন এই ছবিটি রোমান্টিক ঘরানার। উঠে আসবে যুক্তরাষ্ট্র ও ভারতের গল্প। ছবিটিকে তাই দীপিকা বলছেন ‘ক্রস কালচারাল স্টোরি’। দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদানে এ ছবিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আশা দীপিকার। তবে ছবির নাম, দীপিকা ছাড়া আর কারা অভিনয় করবেন, পরিচালনা করবেন কে—বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।
২০১৭ সালে হলিউড অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেইজ’ ছবিতে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। এটিই ছিল দীপিকা অভিনীত প্রথম কোনো হলিউডের ছবি। এরপর পেরিয়ে গেছে প্রায় সাড়ে চার বছর। এত দিন পর আবার হলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। এবার তিনি শুধু অভিনয়শিল্পী নন, হলিউডের ওই ছবিতে তিনি থাকবেন সহ-প্রযোজক হিসেবেও।
দীপিকার প্রযোজনা সংস্থা কা প্রোডাকশনস ছবিটির সহ-প্রযোজনার দায়িত্ব সামলাবে। দীপিকা বলেন, ‘বিশ্বজুড়ে সবার কাছে ভালো ও অর্থবহ ছবি পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই কা প্রোডাকশনসের যাত্রা শুরু হয়েছিল। তাই এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।’ একইভাবে হলিউডের প্রযোজনা সংস্থা এসটিএক্সও খুশি দীপিকাকে তাদের সঙ্গে পেয়ে।
নতুন এই ছবিটি রোমান্টিক ঘরানার। উঠে আসবে যুক্তরাষ্ট্র ও ভারতের গল্প। ছবিটিকে তাই দীপিকা বলছেন ‘ক্রস কালচারাল স্টোরি’। দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদানে এ ছবিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আশা দীপিকার। তবে ছবির নাম, দীপিকা ছাড়া আর কারা অভিনয় করবেন, পরিচালনা করবেন কে—বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৪ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৪ ঘণ্টা আগে