২০১৭ সালে হলিউড অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেইজ’ ছবিতে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। এটিই ছিল দীপিকা অভিনীত প্রথম কোনো হলিউডের ছবি। এরপর পেরিয়ে গেছে প্রায় সাড়ে চার বছর। এত দিন পর আবার হলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। এবার তিনি শুধু অভিনয়শিল্পী নন, হলিউডের ওই ছবিতে তিনি থাকবেন সহ-প্রযোজক হিসেবেও।
দীপিকার প্রযোজনা সংস্থা কা প্রোডাকশনস ছবিটির সহ-প্রযোজনার দায়িত্ব সামলাবে। দীপিকা বলেন, ‘বিশ্বজুড়ে সবার কাছে ভালো ও অর্থবহ ছবি পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই কা প্রোডাকশনসের যাত্রা শুরু হয়েছিল। তাই এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।’ একইভাবে হলিউডের প্রযোজনা সংস্থা এসটিএক্সও খুশি দীপিকাকে তাদের সঙ্গে পেয়ে।
নতুন এই ছবিটি রোমান্টিক ঘরানার। উঠে আসবে যুক্তরাষ্ট্র ও ভারতের গল্প। ছবিটিকে তাই দীপিকা বলছেন ‘ক্রস কালচারাল স্টোরি’। দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদানে এ ছবিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আশা দীপিকার। তবে ছবির নাম, দীপিকা ছাড়া আর কারা অভিনয় করবেন, পরিচালনা করবেন কে—বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।
২০১৭ সালে হলিউড অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেইজ’ ছবিতে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। এটিই ছিল দীপিকা অভিনীত প্রথম কোনো হলিউডের ছবি। এরপর পেরিয়ে গেছে প্রায় সাড়ে চার বছর। এত দিন পর আবার হলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। এবার তিনি শুধু অভিনয়শিল্পী নন, হলিউডের ওই ছবিতে তিনি থাকবেন সহ-প্রযোজক হিসেবেও।
দীপিকার প্রযোজনা সংস্থা কা প্রোডাকশনস ছবিটির সহ-প্রযোজনার দায়িত্ব সামলাবে। দীপিকা বলেন, ‘বিশ্বজুড়ে সবার কাছে ভালো ও অর্থবহ ছবি পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই কা প্রোডাকশনসের যাত্রা শুরু হয়েছিল। তাই এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।’ একইভাবে হলিউডের প্রযোজনা সংস্থা এসটিএক্সও খুশি দীপিকাকে তাদের সঙ্গে পেয়ে।
নতুন এই ছবিটি রোমান্টিক ঘরানার। উঠে আসবে যুক্তরাষ্ট্র ও ভারতের গল্প। ছবিটিকে তাই দীপিকা বলছেন ‘ক্রস কালচারাল স্টোরি’। দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদানে এ ছবিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আশা দীপিকার। তবে ছবির নাম, দীপিকা ছাড়া আর কারা অভিনয় করবেন, পরিচালনা করবেন কে—বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।
সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
৭ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
৮ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
৯ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্য গ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
৯ ঘণ্টা আগে