আসছে ৩১ আগস্ট পর্দা উঠবে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আসর ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবের। উৎসব সামনে রেখে এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে। মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জুলাই) এই তালিকা ঘোষণা করেন উৎসবের পরিচালক আলবার্তো বারবারা।
এবার প্রতিযোগিতা বিভাগের ২৩টি সিনেমা লড়বে সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়নের জন্য। নোয়া বামবাচ পরিচালিত ‘হোয়াইট নয়েজ’ সিনেমা দিয়ে উৎসবের পর্দা উঠবে।
ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল বিভাগের প্রতিযোগিতায় রয়েছেন বিশ্বের খ্যাতিমান নির্মাতারা। ড্যারেন অ্যারোনোফস্কি আছেন ‘দ্য হুইল’ সিনেমা নিয়ে। দীর্ঘ প্রায় এক দশক পর অ্যান্ড্রু ডমিনিক ফিরছেন নতুন সিনেমা ‘ব্লন্ড’ দিয়ে। ২০১৫ সালে ‘রেভেন্যান্ট’ সিনেমা দিয়ে অস্কার জয়ের পর আর কোনো সিনেমা বানাননি আলেজান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। মেক্সিকান এই চলচ্চিত্র নির্মাতা এবার ‘বারডো’ দিয়ে ফিরছেন। তালিকায় আরও রয়েছেন লুকা গোওডাগিনো, জোয়ানা হগ ও লরা পোইট্রাসের মতো নির্মাতারা।
৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবে আউট অব কমপিটিশন ফিকশন ও নন ফিকশন বিভাগে জায়গা করে নিয়েছে ১০টি করে সিনেমা। গত বছর ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছিল ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। আগামী ৩১ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব। আসরের শেষ দিন দেখানো হবে ‘আদার পিপলস চিলড্রেন’ সিনেমাটি।
এবারের প্রতিযোগিতা বিভাগের সিনেমাগুলো:
আসছে ৩১ আগস্ট পর্দা উঠবে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আসর ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবের। উৎসব সামনে রেখে এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে। মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জুলাই) এই তালিকা ঘোষণা করেন উৎসবের পরিচালক আলবার্তো বারবারা।
এবার প্রতিযোগিতা বিভাগের ২৩টি সিনেমা লড়বে সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়নের জন্য। নোয়া বামবাচ পরিচালিত ‘হোয়াইট নয়েজ’ সিনেমা দিয়ে উৎসবের পর্দা উঠবে।
ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল বিভাগের প্রতিযোগিতায় রয়েছেন বিশ্বের খ্যাতিমান নির্মাতারা। ড্যারেন অ্যারোনোফস্কি আছেন ‘দ্য হুইল’ সিনেমা নিয়ে। দীর্ঘ প্রায় এক দশক পর অ্যান্ড্রু ডমিনিক ফিরছেন নতুন সিনেমা ‘ব্লন্ড’ দিয়ে। ২০১৫ সালে ‘রেভেন্যান্ট’ সিনেমা দিয়ে অস্কার জয়ের পর আর কোনো সিনেমা বানাননি আলেজান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। মেক্সিকান এই চলচ্চিত্র নির্মাতা এবার ‘বারডো’ দিয়ে ফিরছেন। তালিকায় আরও রয়েছেন লুকা গোওডাগিনো, জোয়ানা হগ ও লরা পোইট্রাসের মতো নির্মাতারা।
৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবে আউট অব কমপিটিশন ফিকশন ও নন ফিকশন বিভাগে জায়গা করে নিয়েছে ১০টি করে সিনেমা। গত বছর ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছিল ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। আগামী ৩১ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব। আসরের শেষ দিন দেখানো হবে ‘আদার পিপলস চিলড্রেন’ সিনেমাটি।
এবারের প্রতিযোগিতা বিভাগের সিনেমাগুলো:
রবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
৩ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
৫ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
৬ ঘণ্টা আগেবর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন...
৯ ঘণ্টা আগে