
একই দিনে দুটি সাড়া জাগানো সিনেমা মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ভৌতিক সিনেমা ‘২৮ ইয়ার লেটার’ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে আজ।

২০২২ সালের শেষ দিকে জানা গিয়েছিল সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা বসছেন পরিচালকের আসনে। বানাচ্ছেন ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা। তিন বছর পর ইমন সাহা জানালেন, পরিকল্পনা বদল করেছেন তিনি। সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি তৈরি করছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে। মুক্তি দেবেন

এবার দুর্গাপূজা উপলক্ষে একাধিক সিনেমা মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। ইতিমধ্যে ফরহাদ হোসেনের ‘নাদান’, জাহিদ জুয়েলের ‘পিনিক’ এবং রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’ পূজায় মুক্তি পাবে বলে জানা গেছে। এবার এই তালিকায় যুক্ত হলো রাশিদ পলাশের ‘রঙবাজার’।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সভাপতি ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সাদমান শাহরিয়ার ‘একটি সিনেমার জন্য’ চলচ্চিত্রের প্রযোজক। এর পরিচালক ও চিত্রনাট্যকার একই ব্যাচের শিক্ষার্থী রাবী আহমেদ।