‘মিশন এক্সট্রিম’ ছবির পোস্টারে আপনার লুকের প্রশংসা করছেন সবাই। দীর্ঘদিন পর আপনার ছবি মুক্তি পাচ্ছে বড় পর্দায়। কেমন লাগছে?
ভীষণ ভালো। ‘মিশন এক্সট্রিম’ ছবির মুক্তির তারিখটি সবাইকে জানানোর জন্য পোস্টারটা ছাড়া হয়েছে। এত দিন যা কাউকে বলিনি, এমন অসংখ্য অজানা না-বলা কথা আমরা এবার আস্তে আস্তে বলা শুরু করব প্রমোশনের জন্য। অনেক কিছুই মানুষ জানতে পারবে।
এ ছবির জন্য আপনার প্রস্তুতির গল্প অনেক। শারীরিক পরিবর্তন আনার জন্য দীর্ঘদিন পরিশ্রম করেছেন। বারবার অসুস্থ হয়েছেন।
ছবিতে আমার চরিত্রটি একজন চৌকস অফিসারের। আমাদের টিমটা হচ্ছে ক্রাইসিস রেসপন্স টিম। মানে আর্মির যেমন প্যারা-কমান্ডো বা প্যারা-মিলিটারি থাকে না? ও রকম আরকি। যাদের ন্যাশনাল ক্রাইসিসে মোতায়েন করা হয়। যেহেতু এমন একটি চরিত্র, সেটার জন্য শারীরিক পরিবর্তনটা দরকার ছিল। আরিফিন শুভ থেকে বেরিয়ে ওই চরিত্রটা হওয়ার চেষ্টা থেকেই এত কিছু প্রস্তুতি নিতে হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের দর্শক এখন বহির্বিশ্বের সব ধরনের কাজ দেখতে পাচ্ছে তথ্যপ্রযুক্তির বিকাশের কারণে। মানি বা না মানি, সারা বিশ্বের সঙ্গে আমাদের কিন্তু একধরনের কম্পিটিশন তৈরি হয়ে গেছে ইন্টারনেটের কারণে।
সারা বিশ্বে তো নানা ধরনের কাজ হচ্ছে। আপনি ব্যক্তিগতভাবে কোন ধরনের কাজ দেখতে পছন্দ করেন?
আমি সব ধরনের কাজ পছন্দ করি। কোনো স্পেসিফিক ক্যাটাগরির কাজে আটকে থাকি না।
‘মিশন এক্সট্রিম’ ছাড়াও সামনে আপনার যে দুটি ছবি আসছে–‘বঙ্গবন্ধু’ বায়োপিক ও ‘নূর’–এগুলোয় আপনি কতটা ভিন্নভাবে দেখা দিচ্ছেন?
‘মিশন এক্সট্রিম’ অ্যাকশন থ্রিলার বলতে পারেন, ‘বঙ্গবন্ধু’ একটা বায়োপিক, আবার ‘নূর’ ছবিতে আমি মফস্বলের একটা চরিত্র। শুনেই বুঝতে পারছেন, কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। তিনটি ছবিতে তিনটি মানুষকে দেখতে পাবে দর্শক। সেটা আরিফিন শুভ নয়। আমি সচেতনভাবে চেষ্টা করি, যাতে সব কাজ একই ধাঁচের না হয়ে যায়।
‘নূর’ ছবির শুটিং কেমন চলছে?
সুন্দর। আমাদের ইউনিটের কিছু মানুষ অসুস্থ হচ্ছে। ওই ঠান্ডা-কাশির সিজনে যেটা হয়। কিন্তু আমরা থামছি না। সেটা নিয়েই কাজ করে যাচ্ছি।
আপনি নিজেও বোধ হয় অসুস্থ। কথা শুনে মনে হচ্ছে…
৪ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছিলাম। তারপর থেকে এখন পর্যন্ত ঠান্ডা-দুর্বলতা-শরীরব্যথা চলছে। কিন্তু এবার আমি কাজটা শেষ করতে চাই সুন্দর করে। কারণ, এ শুটিংয়ের পর আবার ‘বঙ্গবন্ধু’ ক্যাম্পে ঢুকতে হবে।
‘বঙ্গবন্ধু’ বায়োপিকের বাংলাদেশ অংশের শুটিং কি শিগগিরই শুরু হচ্ছে?
অক্টোবরের মাঝামাঝি থেকে ক্যাম্প শুরু হয়ে যাবে। নভেম্বর-ডিসেম্বর একটানা শুটিং চলবে।
‘মিশন এক্সট্রিম’ ছবির পোস্টারে আপনার লুকের প্রশংসা করছেন সবাই। দীর্ঘদিন পর আপনার ছবি মুক্তি পাচ্ছে বড় পর্দায়। কেমন লাগছে?
ভীষণ ভালো। ‘মিশন এক্সট্রিম’ ছবির মুক্তির তারিখটি সবাইকে জানানোর জন্য পোস্টারটা ছাড়া হয়েছে। এত দিন যা কাউকে বলিনি, এমন অসংখ্য অজানা না-বলা কথা আমরা এবার আস্তে আস্তে বলা শুরু করব প্রমোশনের জন্য। অনেক কিছুই মানুষ জানতে পারবে।
এ ছবির জন্য আপনার প্রস্তুতির গল্প অনেক। শারীরিক পরিবর্তন আনার জন্য দীর্ঘদিন পরিশ্রম করেছেন। বারবার অসুস্থ হয়েছেন।
ছবিতে আমার চরিত্রটি একজন চৌকস অফিসারের। আমাদের টিমটা হচ্ছে ক্রাইসিস রেসপন্স টিম। মানে আর্মির যেমন প্যারা-কমান্ডো বা প্যারা-মিলিটারি থাকে না? ও রকম আরকি। যাদের ন্যাশনাল ক্রাইসিসে মোতায়েন করা হয়। যেহেতু এমন একটি চরিত্র, সেটার জন্য শারীরিক পরিবর্তনটা দরকার ছিল। আরিফিন শুভ থেকে বেরিয়ে ওই চরিত্রটা হওয়ার চেষ্টা থেকেই এত কিছু প্রস্তুতি নিতে হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের দর্শক এখন বহির্বিশ্বের সব ধরনের কাজ দেখতে পাচ্ছে তথ্যপ্রযুক্তির বিকাশের কারণে। মানি বা না মানি, সারা বিশ্বের সঙ্গে আমাদের কিন্তু একধরনের কম্পিটিশন তৈরি হয়ে গেছে ইন্টারনেটের কারণে।
সারা বিশ্বে তো নানা ধরনের কাজ হচ্ছে। আপনি ব্যক্তিগতভাবে কোন ধরনের কাজ দেখতে পছন্দ করেন?
আমি সব ধরনের কাজ পছন্দ করি। কোনো স্পেসিফিক ক্যাটাগরির কাজে আটকে থাকি না।
‘মিশন এক্সট্রিম’ ছাড়াও সামনে আপনার যে দুটি ছবি আসছে–‘বঙ্গবন্ধু’ বায়োপিক ও ‘নূর’–এগুলোয় আপনি কতটা ভিন্নভাবে দেখা দিচ্ছেন?
‘মিশন এক্সট্রিম’ অ্যাকশন থ্রিলার বলতে পারেন, ‘বঙ্গবন্ধু’ একটা বায়োপিক, আবার ‘নূর’ ছবিতে আমি মফস্বলের একটা চরিত্র। শুনেই বুঝতে পারছেন, কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। তিনটি ছবিতে তিনটি মানুষকে দেখতে পাবে দর্শক। সেটা আরিফিন শুভ নয়। আমি সচেতনভাবে চেষ্টা করি, যাতে সব কাজ একই ধাঁচের না হয়ে যায়।
‘নূর’ ছবির শুটিং কেমন চলছে?
সুন্দর। আমাদের ইউনিটের কিছু মানুষ অসুস্থ হচ্ছে। ওই ঠান্ডা-কাশির সিজনে যেটা হয়। কিন্তু আমরা থামছি না। সেটা নিয়েই কাজ করে যাচ্ছি।
আপনি নিজেও বোধ হয় অসুস্থ। কথা শুনে মনে হচ্ছে…
৪ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছিলাম। তারপর থেকে এখন পর্যন্ত ঠান্ডা-দুর্বলতা-শরীরব্যথা চলছে। কিন্তু এবার আমি কাজটা শেষ করতে চাই সুন্দর করে। কারণ, এ শুটিংয়ের পর আবার ‘বঙ্গবন্ধু’ ক্যাম্পে ঢুকতে হবে।
‘বঙ্গবন্ধু’ বায়োপিকের বাংলাদেশ অংশের শুটিং কি শিগগিরই শুরু হচ্ছে?
অক্টোবরের মাঝামাঝি থেকে ক্যাম্প শুরু হয়ে যাবে। নভেম্বর-ডিসেম্বর একটানা শুটিং চলবে।
মেয়ের বিষয়ে একই পথে হাঁটলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছোট্ট মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মনে উদ্রেক ঘটেছে আফসোস, হতাশার! আবার এ সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এ নিয়ে সরগরম নেটপাড়া। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি...
১৮ ঘণ্টা আগেবিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। আর ২০২৪ সালের জন্য প্রকাশিত এই তালিকায় ডোয়াইন জনসন চার বছর পর আবারও শীর্ষে ফিরেছেন। গত বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল...
২০ ঘণ্টা আগেভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
২১ ঘণ্টা আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
১ দিন আগে