বিনোদন ডেস্ক
দুর্নীতিকাণ্ডে নাম জড়ানোর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত। এই যেমন—মালদ্বীপ ভ্রমণের পুরোনো ছবি শেয়ার করেও ছাড় পাননি এই অভিনেতা। সঙ্গে সঙ্গে বনির ইনস্টাগ্রামের মন্তব্যের ঘরে একের পর এক কটাক্ষ শুরু হয়। নেটিজেনদের মন্তব্য, চুরির টাকায় মালদ্বীপে গেছেন বনি।
কয়েক দিন আগেই কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ থাকায় ইডিতে ডাকা হয় বনি সেনগুপ্তকে। কুন্তলের টাকায় গাড়ি কেনায় বেশ ঝক্কি পোহাতে হয় তাঁকে। সমস্ত টাকা ফেরত দিয়েই আপাতত রেহাই পেয়েছেন তিনি।
সম্প্রতি মালদ্বীপে তোলা কিছু ছবি গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বনি লিখেছেন, ‘পারব না আমি ছাড়তে তোকে।’ মালদ্বীপের বিচ ভিলার সামনের আইকনিক কাঠের সাঁকোতে শর্টসে খালি গায়ে বিভিন্নভাবে পোজ দিতে দেখা যায় বনিকে।
মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘নিশ্বাসটা ছাড়ুন। তাহলেই আসল সিক্স প্যাক বের হয়ে আসবে।’ আরেকজন লিখেছেন, ‘ট্রিপের কথা ছেড়েই দিলাম, টুপি আর চশমাটাও কি চুরির টাকায় কেনা?’
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তদন্তে দেখা যায়, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে ৪০ লাখ রুপি বনির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। কুন্তল গ্রেপ্তার হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় বনিকেও। দুই দিনের জেরার পর শেষমেশ ৪০ লাখ রুপির চেক ইডিকে লিখে দিয়েছিলেন বনি। সেই সময় অভিনেতা জানিয়েছিলেন, তাঁকে একটি ছবির জন্য কুন্তল এই টাকা দিয়েছিলেন। যদিও এর কোনো লিখিত চুক্তিপত্র বনি দেখাতে পারেননি।
সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, সত্যিই কি বনির পারিশ্রমিক ৪০ লাখ রুপি? জবাবে অভিনেতা জানিয়েছিলেন, ‘আমি ইন্ডাস্ট্রির লিডিং হিরো। এতগুলো বছর খেটে আমি পরিশ্রম করে এই পারিশ্রমিক অর্জন করেছি। তাই সেটার ওপর কেউ কথা বলতে পারে না।’ তারপর তাঁর বলা এই ‘ইন্ডাস্ট্রির লিডিং হিরো’ মন্তব্য নিয়ে ট্রল যে এখনো চলছে, তা বনির নানা পোস্টের মন্তব্যে চোখ রাখলেই বোঝা যায়।
দুর্নীতিকাণ্ডে নাম জড়ানোর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত। এই যেমন—মালদ্বীপ ভ্রমণের পুরোনো ছবি শেয়ার করেও ছাড় পাননি এই অভিনেতা। সঙ্গে সঙ্গে বনির ইনস্টাগ্রামের মন্তব্যের ঘরে একের পর এক কটাক্ষ শুরু হয়। নেটিজেনদের মন্তব্য, চুরির টাকায় মালদ্বীপে গেছেন বনি।
কয়েক দিন আগেই কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ থাকায় ইডিতে ডাকা হয় বনি সেনগুপ্তকে। কুন্তলের টাকায় গাড়ি কেনায় বেশ ঝক্কি পোহাতে হয় তাঁকে। সমস্ত টাকা ফেরত দিয়েই আপাতত রেহাই পেয়েছেন তিনি।
সম্প্রতি মালদ্বীপে তোলা কিছু ছবি গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বনি লিখেছেন, ‘পারব না আমি ছাড়তে তোকে।’ মালদ্বীপের বিচ ভিলার সামনের আইকনিক কাঠের সাঁকোতে শর্টসে খালি গায়ে বিভিন্নভাবে পোজ দিতে দেখা যায় বনিকে।
মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘নিশ্বাসটা ছাড়ুন। তাহলেই আসল সিক্স প্যাক বের হয়ে আসবে।’ আরেকজন লিখেছেন, ‘ট্রিপের কথা ছেড়েই দিলাম, টুপি আর চশমাটাও কি চুরির টাকায় কেনা?’
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তদন্তে দেখা যায়, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে ৪০ লাখ রুপি বনির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। কুন্তল গ্রেপ্তার হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় বনিকেও। দুই দিনের জেরার পর শেষমেশ ৪০ লাখ রুপির চেক ইডিকে লিখে দিয়েছিলেন বনি। সেই সময় অভিনেতা জানিয়েছিলেন, তাঁকে একটি ছবির জন্য কুন্তল এই টাকা দিয়েছিলেন। যদিও এর কোনো লিখিত চুক্তিপত্র বনি দেখাতে পারেননি।
সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, সত্যিই কি বনির পারিশ্রমিক ৪০ লাখ রুপি? জবাবে অভিনেতা জানিয়েছিলেন, ‘আমি ইন্ডাস্ট্রির লিডিং হিরো। এতগুলো বছর খেটে আমি পরিশ্রম করে এই পারিশ্রমিক অর্জন করেছি। তাই সেটার ওপর কেউ কথা বলতে পারে না।’ তারপর তাঁর বলা এই ‘ইন্ডাস্ট্রির লিডিং হিরো’ মন্তব্য নিয়ে ট্রল যে এখনো চলছে, তা বনির নানা পোস্টের মন্তব্যে চোখ রাখলেই বোঝা যায়।
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
২ ঘণ্টা আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১০ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১৩ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১৪ ঘণ্টা আগে