বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিশ্বের অনেক দেশেই সিনেমার প্রচারে বিভিন্ন টিভি অনুষ্ঠানে হাজির হন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। ভারতেও দেখা যায় কপিল শর্মা শো, ইন্ডিয়ান আইডল, ড্যান্স বাংলা ড্যান্সসহ বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত সিনেমার প্রচারে যাচ্ছেন শিল্পীরা। এবার রিয়েলিটি শোতে সিনেমার প্রচারে গেলেন আফরান নিশো ও তমা মির্জা। এবারের ঈদে মুক্তি পাচ্ছে তাঁদের ‘দাগি’ সিনেমাটি। সেই সিনেমার প্রচারেই দীপ্ত টিভির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাঁরা।
অভিনয়ে প্রতিভাবানদের খোঁজে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। অনুষ্ঠানে তারিক আনাম খান, শিহাব শাহীন, রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছেন নিশো ও তমা মির্জা। তাঁদের অতিথি জুরি করে সাজানো হয়েছে দীপ্ত স্টার হান্টের টেরিফিক টোয়েন্টির অ্যাপিসোডগুলো।
মোট ২০ জন প্রতিযোগী তাঁদের বিভিন্ন পারফরম্যান্স দিয়ে মূল জুরি বোর্ডের সঙ্গে অতিথি জুরিদের মূল্যায়ন গ্রহণ করবেন অ্যাপিসোডগুলোয়। যাঁরা ভালো করবেন, তাঁরা চলে যাবেন পরের রাউন্ডে অর্থাৎ সুপার সিক্সটিনে। নিশো ও তমার সঙ্গে অতিথি বিচারকের আসনে আরও দেখা যাবে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীকে। বিশেষ এই পর্বগুলো দেখা যাবে শুক্র ও শনিবার রাত ১০টায় দীপ্ত টেলিভিশনে।
এদিকে, বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে দাগি সিনেমার প্রথম গান ‘একটুখানি মন’। গানটি গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। সাদাত হোসাইনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। গানের ভিজ্যুয়ালে দেখা গেল আফরান নিশো ও তমা মির্জার রোমান্স। শিহাব শাহীনের পরিচালনায় দাগিতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
বিশ্বের অনেক দেশেই সিনেমার প্রচারে বিভিন্ন টিভি অনুষ্ঠানে হাজির হন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। ভারতেও দেখা যায় কপিল শর্মা শো, ইন্ডিয়ান আইডল, ড্যান্স বাংলা ড্যান্সসহ বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত সিনেমার প্রচারে যাচ্ছেন শিল্পীরা। এবার রিয়েলিটি শোতে সিনেমার প্রচারে গেলেন আফরান নিশো ও তমা মির্জা। এবারের ঈদে মুক্তি পাচ্ছে তাঁদের ‘দাগি’ সিনেমাটি। সেই সিনেমার প্রচারেই দীপ্ত টিভির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাঁরা।
অভিনয়ে প্রতিভাবানদের খোঁজে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। অনুষ্ঠানে তারিক আনাম খান, শিহাব শাহীন, রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছেন নিশো ও তমা মির্জা। তাঁদের অতিথি জুরি করে সাজানো হয়েছে দীপ্ত স্টার হান্টের টেরিফিক টোয়েন্টির অ্যাপিসোডগুলো।
মোট ২০ জন প্রতিযোগী তাঁদের বিভিন্ন পারফরম্যান্স দিয়ে মূল জুরি বোর্ডের সঙ্গে অতিথি জুরিদের মূল্যায়ন গ্রহণ করবেন অ্যাপিসোডগুলোয়। যাঁরা ভালো করবেন, তাঁরা চলে যাবেন পরের রাউন্ডে অর্থাৎ সুপার সিক্সটিনে। নিশো ও তমার সঙ্গে অতিথি বিচারকের আসনে আরও দেখা যাবে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীকে। বিশেষ এই পর্বগুলো দেখা যাবে শুক্র ও শনিবার রাত ১০টায় দীপ্ত টেলিভিশনে।
এদিকে, বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে দাগি সিনেমার প্রথম গান ‘একটুখানি মন’। গানটি গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। সাদাত হোসাইনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। গানের ভিজ্যুয়ালে দেখা গেল আফরান নিশো ও তমা মির্জার রোমান্স। শিহাব শাহীনের পরিচালনায় দাগিতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
এ বিষয়ে প্রসূন বলেন, ‘বাবা নিজেই বাসায় ফিরেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাঁকে এখনো এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হয়নি। তিনি ফিরেছেন, এটাই বড় কথা।’
৪ ঘণ্টা আগেবাবা নিখোঁজ হওয়ার বিষয়ে প্রসূন আজাদ সাংবাদিকদের বলেন, ‘বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি মালিবাগের বাসা থেকে লুঙ্গি আর পাঞ্জাবি পরে বের হন গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে। মা ভেবেছেন এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই তো ফিরবে। তবে তিনি এখনো বাসায় আসেননি। মোবাইলও বাসায় রেখে যাওয়ায় তাঁর সন্ধান পাওয়া...
৮ ঘণ্টা আগে১৭ জুলাই প্রকাশিত হলো ওয়ারফেজের পলাশ নূরের ফিচারিংয়ে ‘খুঁজি তোমায়’ শিরোনামের গান। এতে কণ্ঠ দিয়েছেন মাইলসের হামিন আহমেদ। মাইলস ব্যান্ডের দলপ্রধানের পাশাপাশি বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতির দায়িত্ব পালন করছেন হামিন।
১৬ ঘণ্টা আগেদুই বাংলায় একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত কোরবানির ঈদে দেশের হলে মুক্তি পায় তাঁর জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’।
১৭ ঘণ্টা আগে