Ajker Patrika

রহস্যময় চরিত্রে আইরিন

রহস্যময় চরিত্রে আইরিন

২০১৩ সালের নভেম্বরে মুক্তি পায় দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’। ছবিটির মাধ্যমে ঢালিউডে পা রাখেন আইরিন সুলতানা। এর আগে তিনি মডেলিং করতেন। চলচ্চিত্রে এসে একের পর এক প্রশংসিত কাজ দিয়ে প্রযোজক-নির্মাতা-দর্শকদের আস্থা অর্জন করেছেন।

এ মাসের শুরুর দিকে নতুন দুই ছবির খবর দিয়েছিলেন আইরিন সুলতানা। মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদ মাঝারে ‍তুমি’ ও জেসমিন নদীর ‘চৈত্র দুপুর’। দুটি ছবির শুটিং প্রায় শেষ।

আরও একটি ছবিতে যুক্ত হয়েছেন আইরিন। নাম ‘কাগজ দ্য পেপার’। আইরিন বলেন, ‘এতে আমার চরিত্রটি খানিকটা রহস্যময়। ছবির গল্প এক লেখকের ফিলোসফি থেকে তৈরি। ড্রামা, রিভেঞ্জ, থ্রিল—সবকিছুর সমন্বয় আছে গল্পে।’

‘কাগজ দ্য পেপার’ ছবিতে আইরিনের নায়ক ইমন। ছবিটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি হচ্ছেন ইমন-আইরিন। এর আগে তাঁরা ‘আকাশমহল’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

আইরিন জানিয়েছেন, ‘কাগজ দ্য পেপার’–এর শুটিং হওয়ার কথা ছিল ঈদের পরেই, কিন্তু লকডাউনের কারণে পিছিয়েছে কাজ। চলমান লকডাউন শেষ হলেই নতুন শিডিউল করে শুরু হবে ‘কাগজ’–এর শুটিং। ছবির বেশির ভাগ শুটিং হবে ঢাকার বাইরে। প্রাথমিকভাবে রংপুরের বেশ কিছু লোকেশন ঠিক করে রেখেছেন নির্মাতা।

‘কাগজ দ্য পেপার’ বানাচ্ছেন জুলফিকার জাহেদী। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানোর জন্যই তৈরি হচ্ছে ছবিটি। ইমন–আইরিন ছাড়া এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মন, রফিক ও শিশির আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত