Ajker Patrika

অভিনেত্রীর হিজাব ছাড়া পোস্টার, চলচ্চিত্র উৎসব বন্ধ করল ইরান

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৩: ৫৫
অভিনেত্রীর হিজাব ছাড়া পোস্টার, চলচ্চিত্র উৎসব বন্ধ করল ইরান

ইরানে অনুষ্ঠিত হতে যাওয়া একটি চলচ্চিত্র উৎসব বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। উৎসবের জন্য প্রচারিত পোস্টারে ব্যবহার করা ছবিতে অভিনেত্রীর হিজাব না থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইরান কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলচ্চিত্র উৎসবটির আয়োজন করেছিল ইরানিয়ান শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশন (আইএসএফএ) নামে একটি সংস্থা। তারা আসন্ন চলচ্চিত্র উৎসবের জন্য ১৯৮২ সালের একটি চলচ্চিত্রের অভিনেত্রী সুসান তাসলিমির একটি হিজাব ছাড়া ছবি তাদের পোস্টারে ব্যবহার করেছিল। সিনেমাটির নাম ছিল, ‘ডেথ অব ইয়াজ্দগার্দ’।
 
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, আইন লঙ্ঘন করে পোস্টারে হিজাববিহীন নারীর ছবি ব্যবহার করায় আইএসএফএ চলচ্চিত্র উৎসবের ১৩তম আসরকে নিষিদ্ধ করার জন্য সংস্কৃতিমন্ত্রী ব্যক্তিগতভাবে নির্দেশ জারি করেছেন।
 
চলতি বছরের সেপ্টেম্বরে চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। নারীরা হিজাব সঠিকভাবে পরছে কি না তা কঠোরভাবে নজরদারি করে দেশটির নীতি পুলিশ।
 
গত বছরের সেপ্টেম্বরে এই নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামে ২২ বছর বয়সী এক কুর্দি নারী নিহত হওয়ার পর ইরানে বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। সে সময় দেশটির বড় একটি অংশের নারীরা রাস্তায় নেমে আসেন বাধ্যতামূলক হিজাব আইনের বিলোপ চেয়ে। সেই আন্দোলন দমনে ইরান সরকার কড়া পন্থা অবলম্বন করে। পরে সরকারি বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন।

এদিকে গত সপ্তাহে হিজাব না পরার অপরাধে ইরানের খ্যাতনামা অভিনেত্রী আফসানে বায়েগানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ইরানের হিজাব আইন অনুযায়ী জনসমক্ষে নারীদের মাথা ও ঘাড় ঢেকে রাখা বাধ্যতামূলক। এই হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে ওই অভিনেত্রীকে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫ বছর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও বিদেশ সফর নিষিদ্ধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত