Ajker Patrika

খুব টেনশন হচ্ছে, ইচ্ছে করছে প্রথম শোতে কাউকে পাঠাই

নাজমুল হক নাঈম
আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৪: ৫২
Thumbnail image

আজ ঈদ উপলক্ষে সিনেমা হলে মুক্তি পেয়েছে ৮টি সিনেমা। ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’, ‘লোকাল’, ‘পাপ’, ‘শত্রু’, ‘আদম’, ‘প্রেম প্রীতির বন্ধন’ ও জ্বীন। সিনেমা মুক্তির প্রথম প্রহরে এসব সিনেমার অভিনেতা–অভিনেত্রীদের সঙ্গে কথা বলেছেন নাজমুল হক নাঈম। 

অনন্ত জলিল
‘আমি আত্মবিশ্বাসী, দর্শকেরা হল থেকে বের হয়ে আমাদের পরিশ্রমের প্রশংসা করবেন। আমি চাই কিল হিম এর সঙ্গে সঙ্গে আপনারা বাকি সিনেমাগুলোও দেখুন। বাংলা সিনেমা বাঁচাতে হলে এর বিকল্প নেই। বাকি সিনেমাগুলোর জন্য শুভকামনা। আমি সবগুলো সিনেমাই দেখতে চাই।’

অ্যাকশনধর্মী সিনেমা ‘কিল হিম’ নিয়ে বড় পর্দায় আসছেন জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল, তাঁর বিপরীতে অভিনয় করেছেন বর্ষা। সুনান মুভিজের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। সিনেমাটিতে অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করেছেন–চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, ভারতের রাহুল দেব, অ্যামি রায়সহ অনেকে।

জিয়াউল রোশানজিয়াউল রোশান
‘প্রতিটা সিনেমা ভালো চলুক। মানুষ সিনেমা হলে আসলেই আমাদের আনন্দ পূর্ণতা পাবে। আমরা চেষ্টা করেছি দর্শকদের ভিন্ন কিছু উপহার দিতে। আমার সিনেমার পাশাপাশি বাকি সিনেমাগুলোও সবাইকে দেখার অনুরোধ করবো। আর আমি সময় বের করে খুব শিগগিরই সবগুলো সিনেমা দেখতে চাই।’

এবার ঈদে মুক্তি পেয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘পাপ’। সৈকত নাসির পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান-ইয়ামিন হক ববি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আবদুল আজিজ। রোশান-ববি ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানাসহ আরও অনেকে।

আদর আজাদআদর আজাদ
‘সত্যি বলতে টেনশন হচ্ছে। তবে আমার কাছে মনে হয় এটা একটা অনুভূতি। যেহেতু ঈদে আমার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে তাই এবারের ঈদটা চ্যালেঞ্জিং। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবার পজিটিভ রেসপন্স পাচ্ছি। সবাই দোয়া রাখবেন।’

পলিটিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা ‘লোকাল’ নির্মাণ করেছেন সাইফ চন্দন। প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমায় জুটি বেঁধেছেন বুবলী ও আদর আজাদ। সিনেমাটির গল্প ও চিত্রনাট্যে করেছেন ফেরারী ফরহাদ। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ।

জান্নাতুল ফেরদৌস ঐশীজান্নাতুল ফেরদৌস ঐশী
‘আমার খুব টেনশন হচ্ছে, ইচ্ছে করছে প্রথম শোতে কাউকে পাঠাই দর্শকদের প্রতিক্রিয়া জানতে। আসলে আমরা আমাদের পরিশ্রম করেছি, এবার সবকিছুই দর্শকদের কাছে। আর এই ঈদে এতগুলি সিনেমা মুক্তিতে বেশ আনন্দ হচ্ছে। মনে প্রাণে চাই হলে দর্শক ফিরুক।’

কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে নির্মিত সিনেমা ‘আদম’ নির্মাণ করেছেন আবু তৌহিদ হিরন। এতে অভিনয় করেছেন–রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, জান্নাতুল ফেরদৌস ঐশী, ইয়াশ রোহান, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য প্রমুখ।

জয় চৌধুরীজয় চৌধুরী
‘আমার অনুভূতি অনেক ভালো। এর মধ্যে কিছুটা টেনশন হচ্ছে সিনেমার জন্য। তবে আমার বিশ্বাস দর্শকেরা সিনেমাটি শেষ করেই হল থেকে বের হবেন। বাংলা সিনেমার জয় হোক।’

রোমান্টিক ঘরানার ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় জুটি বেঁধেছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। উপমা কথাচিত্রের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন সোলায়মান আলী লেবু। 

জাহারা মিতুজাহারা মিতু
‘সিনেমা একটা টিম ওয়ার্ক, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। ইনশাআল্লাহ সিনেমাটাও দর্শকেরা ভালোভাবে নেবে আশারাখি। আমাদের দেশের দর্শকদের কথা মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। আশা করি দর্শকেরা সিনেমা হলে এসে পুরোপুরি বিনোদনে ভরপুর একটি সিনেমা দেখতে পাবেন।’ 

‘শত্রু’ সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক সুমন ধর। সুনীল ঘোষ শুভর প্রযোজনায় এতে জুটি বেঁধেছেন বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত