অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে মোহাম্মদ ইকবাল নির্মাণ করেছিলেন ‘কিলহিম’। এই সিনেমা দিয়েই প্রথম নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে অভিনয় করেন অনন্ত-বর্ষা। গত রোজার ঈদে মুক্তি পাওয়া কিলহিম প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। সেই অনুপ্রেরণা থেকেই ইকবাল নির্মাণ করবেন ‘কিলহিম ২’। এবার অনন্ত-বর্ষার সঙ্গে বাড়তি চমক হিসেবে থাকবেন বলিউড অভিনেতা নানা পাটেকর। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক ও পরিচালক ইকবাল।
আজকের পত্রিকাকে ইকবাল বলেন, ‘কিলহিম ২ নিয়ে নানা পাটেকরের সঙ্গে আমাদের টিমের কথা হয়েছে। এখনো চুক্তিবদ্ধ না হলেও গল্প শুনে পছন্দ করেছেন নানা পাটেকর। মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন। স্ক্রিপ্ট পাঠাতে বলেছেন। স্ক্রিপ্ট পড়ে কোনো সংশোধনী থাকলে তা করা হবে। আশা করছি, এ মাসেই তাঁর সঙ্গে চুক্তি হয়ে যাবে।’
ইকবাল জানান, তাঁর পরিচিত একজন তামিল পরিচালকের মাধ্যমে যোগাযোগ হচ্ছে নানা পাটেকরের সঙ্গে। কবে থেকে শুরু হবে কিলহিম সিনেমার শুটিং? এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন, ‘এখনো শুটিংয়ের তারিখ পরিকল্পনা করিনি। চিত্রনাট্য চূড়ান্ত হলে নানা পাটেকরের সঙ্গে চুক্তি হবে। এরপর অনন্ত ভাই ও তাঁর সঙ্গে বসে শুটিং শিডিউল চূড়ান্ত করব।’
নানা পাটেকর ছাড়া অনন্ত-বর্ষার সঙ্গে আর কে কে থাকছেন, তা এখনই জানাতে চান না ইকবাল। তিনি জানান, অভিনয়শিল্পী তালিকায় আরও চমক থাকছে। জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত।
কিলহিম ২ নিয়ে এই নির্মাতা বলেন, ‘সম্পূর্ণ অ্যাকশন ঘরানার সিনেমা হবে কিলহিম ২। কিলহিমের চেয়েও বেশি অ্যাকশন থাকবে। আশা করছি, গতবারের মতো এবারও দর্শক আমাদের পাশে থাকবেন।’
সম্প্রতি ইকবাল ব্যস্ত আছেন ‘ডেডবডি’ সিনেমা নিয়ে। আগামী রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান, শ্যামল মাওলা, ওমর সানী, রাশেদ মামুন অপু, অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ইকবালের ‘রিভেঞ্জ’ সিনেমাটি।
অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে মোহাম্মদ ইকবাল নির্মাণ করেছিলেন ‘কিলহিম’। এই সিনেমা দিয়েই প্রথম নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে অভিনয় করেন অনন্ত-বর্ষা। গত রোজার ঈদে মুক্তি পাওয়া কিলহিম প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। সেই অনুপ্রেরণা থেকেই ইকবাল নির্মাণ করবেন ‘কিলহিম ২’। এবার অনন্ত-বর্ষার সঙ্গে বাড়তি চমক হিসেবে থাকবেন বলিউড অভিনেতা নানা পাটেকর। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক ও পরিচালক ইকবাল।
আজকের পত্রিকাকে ইকবাল বলেন, ‘কিলহিম ২ নিয়ে নানা পাটেকরের সঙ্গে আমাদের টিমের কথা হয়েছে। এখনো চুক্তিবদ্ধ না হলেও গল্প শুনে পছন্দ করেছেন নানা পাটেকর। মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন। স্ক্রিপ্ট পাঠাতে বলেছেন। স্ক্রিপ্ট পড়ে কোনো সংশোধনী থাকলে তা করা হবে। আশা করছি, এ মাসেই তাঁর সঙ্গে চুক্তি হয়ে যাবে।’
ইকবাল জানান, তাঁর পরিচিত একজন তামিল পরিচালকের মাধ্যমে যোগাযোগ হচ্ছে নানা পাটেকরের সঙ্গে। কবে থেকে শুরু হবে কিলহিম সিনেমার শুটিং? এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন, ‘এখনো শুটিংয়ের তারিখ পরিকল্পনা করিনি। চিত্রনাট্য চূড়ান্ত হলে নানা পাটেকরের সঙ্গে চুক্তি হবে। এরপর অনন্ত ভাই ও তাঁর সঙ্গে বসে শুটিং শিডিউল চূড়ান্ত করব।’
নানা পাটেকর ছাড়া অনন্ত-বর্ষার সঙ্গে আর কে কে থাকছেন, তা এখনই জানাতে চান না ইকবাল। তিনি জানান, অভিনয়শিল্পী তালিকায় আরও চমক থাকছে। জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত।
কিলহিম ২ নিয়ে এই নির্মাতা বলেন, ‘সম্পূর্ণ অ্যাকশন ঘরানার সিনেমা হবে কিলহিম ২। কিলহিমের চেয়েও বেশি অ্যাকশন থাকবে। আশা করছি, গতবারের মতো এবারও দর্শক আমাদের পাশে থাকবেন।’
সম্প্রতি ইকবাল ব্যস্ত আছেন ‘ডেডবডি’ সিনেমা নিয়ে। আগামী রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান, শ্যামল মাওলা, ওমর সানী, রাশেদ মামুন অপু, অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ইকবালের ‘রিভেঞ্জ’ সিনেমাটি।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
১৫ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
১৫ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
১৫ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে