বিনোদন প্রতিবেদক, ঢাকা
টিভি নাটকের অভিনয়শিল্পীরা একসময় চলচ্চিত্রে আসেন। কেউ অভিনয়ে, কেউ পরিচালনায়। সারাবছর টিভি নাটকে অভিনয় করলেও বড়পর্দায় নিজেকে দেখার ইচ্ছে সবারই থাকে। তবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর নাকি চলচ্চিত্রের প্রতি তেমন আগ্রহ নেই!
যাঁরা মেহজাবিনের ভক্ত, প্রিয় অভিনেত্রীকে তাঁরা দেখতে চান চলচ্চিত্রে। কিন্তু মেহজাবিন নাকি টিভি নাটকেই সন্তুষ্ট। অবশ্য ইদানীং টিভি চ্যানেলের বাইরেও ইউটিউবের জন্য প্রচুর নাটক তৈরি হচ্ছে। সেগুলোতেও সক্রিয় মেহজাবিন। চলচ্চিত্র নিয়ে ঠিক কী চিন্তা করছেন তিনি?
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, ‘অভিনয় এখন আমার জীবনের একটা অংশ। সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন, আমি সবসময় চাই ভালোকিছু দর্শক পর্যন্ত পৌঁছাক। আমার এ ধরনের কোনো লক্ষ্য নেই যে, সিনেমা করতেই হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সুপারস্টার আছেন, যাঁরা এখন পর্যন্ত সিনেমা করেননি। কিন্তু পিপল লাভ দেম। দে আর লেজেন্ডেস।’
কিন্তু যদি চলচ্চিত্রে ভালো কোনো সুযোগ আসে মেহজাবিনের কাছে, যদি কখনও ইচ্ছে হয় চলচ্চিত্রে অভিনয় করার; সেক্ষেত্রে কী ধরনের গল্প বেছে নেবেন তিনি? মেহজাবিন উল্লেখ করলেন থ্রিলারের কথা। সিনেমার এই ধরনটি তাঁর খুব পছন্দের।
মেহজাবিন বলেন, ‘আমি পারসোনালি থ্রিলার খুব পছন্দ করি। যখন কোনো থ্রিলার সিনেমা দেখি, ইফ আই ফিল দ্য থ্রিল, সেটা আমি অনেক এনজয় করি। এ ধরনের কাজের একটা অংশ হতেও আমার খুব ভালো লাগে।’
সুতরাং বোঝাই যাচ্ছে— সারাবছর যে ধরনের রোমান্টিক নাটকে অভিনয় করেন মেহজাবিন, চলচ্চিত্রে সেটা করতে চান না। যদি কোনো প্রযোজক-নির্মাতা সত্যিই মেহজাবিনকে তাঁদের চলচ্চিত্রে চান, তাঁকে দারুণ কোনো থ্রিলার ঘরানার গল্প তৈরি করতে হবে। তারপর সেই চিত্রনাট্য নিয়ে হাজির হতে হবে নায়িকার সামনে। তাহলে ব্যাটে-বলে মিললেও মিলে যেতে পারে!
মেহজাবিন আপাতত অভিনয় করছেন না। নভেম্বরে ঘোষণা দিয়ে অভিনয় থেকে দুই মাসের বিরতি নিয়েছেন। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে তিনি অভিনয়ে ফিরবেন ভালোবাসা দিবসের নাটক দিয়ে।
টিভি নাটকের অভিনয়শিল্পীরা একসময় চলচ্চিত্রে আসেন। কেউ অভিনয়ে, কেউ পরিচালনায়। সারাবছর টিভি নাটকে অভিনয় করলেও বড়পর্দায় নিজেকে দেখার ইচ্ছে সবারই থাকে। তবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর নাকি চলচ্চিত্রের প্রতি তেমন আগ্রহ নেই!
যাঁরা মেহজাবিনের ভক্ত, প্রিয় অভিনেত্রীকে তাঁরা দেখতে চান চলচ্চিত্রে। কিন্তু মেহজাবিন নাকি টিভি নাটকেই সন্তুষ্ট। অবশ্য ইদানীং টিভি চ্যানেলের বাইরেও ইউটিউবের জন্য প্রচুর নাটক তৈরি হচ্ছে। সেগুলোতেও সক্রিয় মেহজাবিন। চলচ্চিত্র নিয়ে ঠিক কী চিন্তা করছেন তিনি?
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, ‘অভিনয় এখন আমার জীবনের একটা অংশ। সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন, আমি সবসময় চাই ভালোকিছু দর্শক পর্যন্ত পৌঁছাক। আমার এ ধরনের কোনো লক্ষ্য নেই যে, সিনেমা করতেই হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সুপারস্টার আছেন, যাঁরা এখন পর্যন্ত সিনেমা করেননি। কিন্তু পিপল লাভ দেম। দে আর লেজেন্ডেস।’
কিন্তু যদি চলচ্চিত্রে ভালো কোনো সুযোগ আসে মেহজাবিনের কাছে, যদি কখনও ইচ্ছে হয় চলচ্চিত্রে অভিনয় করার; সেক্ষেত্রে কী ধরনের গল্প বেছে নেবেন তিনি? মেহজাবিন উল্লেখ করলেন থ্রিলারের কথা। সিনেমার এই ধরনটি তাঁর খুব পছন্দের।
মেহজাবিন বলেন, ‘আমি পারসোনালি থ্রিলার খুব পছন্দ করি। যখন কোনো থ্রিলার সিনেমা দেখি, ইফ আই ফিল দ্য থ্রিল, সেটা আমি অনেক এনজয় করি। এ ধরনের কাজের একটা অংশ হতেও আমার খুব ভালো লাগে।’
সুতরাং বোঝাই যাচ্ছে— সারাবছর যে ধরনের রোমান্টিক নাটকে অভিনয় করেন মেহজাবিন, চলচ্চিত্রে সেটা করতে চান না। যদি কোনো প্রযোজক-নির্মাতা সত্যিই মেহজাবিনকে তাঁদের চলচ্চিত্রে চান, তাঁকে দারুণ কোনো থ্রিলার ঘরানার গল্প তৈরি করতে হবে। তারপর সেই চিত্রনাট্য নিয়ে হাজির হতে হবে নায়িকার সামনে। তাহলে ব্যাটে-বলে মিললেও মিলে যেতে পারে!
মেহজাবিন আপাতত অভিনয় করছেন না। নভেম্বরে ঘোষণা দিয়ে অভিনয় থেকে দুই মাসের বিরতি নিয়েছেন। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে তিনি অভিনয়ে ফিরবেন ভালোবাসা দিবসের নাটক দিয়ে।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
২ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৫ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৬ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৬ ঘণ্টা আগে