টিভি নাটকের অভিনয়শিল্পীরা একসময় চলচ্চিত্রে আসেন। কেউ অভিনয়ে, কেউ পরিচালনায়। সারাবছর টিভি নাটকে অভিনয় করলেও বড়পর্দায় নিজেকে দেখার ইচ্ছে সবারই থাকে। তবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর নাকি চলচ্চিত্রের প্রতি তেমন আগ্রহ নেই!
যাঁরা মেহজাবিনের ভক্ত, প্রিয় অভিনেত্রীকে তাঁরা দেখতে চান চলচ্চিত্রে। কিন্তু মেহজাবিন নাকি টিভি নাটকেই সন্তুষ্ট। অবশ্য ইদানীং টিভি চ্যানেলের বাইরেও ইউটিউবের জন্য প্রচুর নাটক তৈরি হচ্ছে। সেগুলোতেও সক্রিয় মেহজাবিন। চলচ্চিত্র নিয়ে ঠিক কী চিন্তা করছেন তিনি?
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, ‘অভিনয় এখন আমার জীবনের একটা অংশ। সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন, আমি সবসময় চাই ভালোকিছু দর্শক পর্যন্ত পৌঁছাক। আমার এ ধরনের কোনো লক্ষ্য নেই যে, সিনেমা করতেই হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সুপারস্টার আছেন, যাঁরা এখন পর্যন্ত সিনেমা করেননি। কিন্তু পিপল লাভ দেম। দে আর লেজেন্ডেস।’
কিন্তু যদি চলচ্চিত্রে ভালো কোনো সুযোগ আসে মেহজাবিনের কাছে, যদি কখনও ইচ্ছে হয় চলচ্চিত্রে অভিনয় করার; সেক্ষেত্রে কী ধরনের গল্প বেছে নেবেন তিনি? মেহজাবিন উল্লেখ করলেন থ্রিলারের কথা। সিনেমার এই ধরনটি তাঁর খুব পছন্দের।
মেহজাবিন বলেন, ‘আমি পারসোনালি থ্রিলার খুব পছন্দ করি। যখন কোনো থ্রিলার সিনেমা দেখি, ইফ আই ফিল দ্য থ্রিল, সেটা আমি অনেক এনজয় করি। এ ধরনের কাজের একটা অংশ হতেও আমার খুব ভালো লাগে।’
সুতরাং বোঝাই যাচ্ছে— সারাবছর যে ধরনের রোমান্টিক নাটকে অভিনয় করেন মেহজাবিন, চলচ্চিত্রে সেটা করতে চান না। যদি কোনো প্রযোজক-নির্মাতা সত্যিই মেহজাবিনকে তাঁদের চলচ্চিত্রে চান, তাঁকে দারুণ কোনো থ্রিলার ঘরানার গল্প তৈরি করতে হবে। তারপর সেই চিত্রনাট্য নিয়ে হাজির হতে হবে নায়িকার সামনে। তাহলে ব্যাটে-বলে মিললেও মিলে যেতে পারে!
মেহজাবিন আপাতত অভিনয় করছেন না। নভেম্বরে ঘোষণা দিয়ে অভিনয় থেকে দুই মাসের বিরতি নিয়েছেন। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে তিনি অভিনয়ে ফিরবেন ভালোবাসা দিবসের নাটক দিয়ে।
টিভি নাটকের অভিনয়শিল্পীরা একসময় চলচ্চিত্রে আসেন। কেউ অভিনয়ে, কেউ পরিচালনায়। সারাবছর টিভি নাটকে অভিনয় করলেও বড়পর্দায় নিজেকে দেখার ইচ্ছে সবারই থাকে। তবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর নাকি চলচ্চিত্রের প্রতি তেমন আগ্রহ নেই!
যাঁরা মেহজাবিনের ভক্ত, প্রিয় অভিনেত্রীকে তাঁরা দেখতে চান চলচ্চিত্রে। কিন্তু মেহজাবিন নাকি টিভি নাটকেই সন্তুষ্ট। অবশ্য ইদানীং টিভি চ্যানেলের বাইরেও ইউটিউবের জন্য প্রচুর নাটক তৈরি হচ্ছে। সেগুলোতেও সক্রিয় মেহজাবিন। চলচ্চিত্র নিয়ে ঠিক কী চিন্তা করছেন তিনি?
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, ‘অভিনয় এখন আমার জীবনের একটা অংশ। সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন, আমি সবসময় চাই ভালোকিছু দর্শক পর্যন্ত পৌঁছাক। আমার এ ধরনের কোনো লক্ষ্য নেই যে, সিনেমা করতেই হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সুপারস্টার আছেন, যাঁরা এখন পর্যন্ত সিনেমা করেননি। কিন্তু পিপল লাভ দেম। দে আর লেজেন্ডেস।’
কিন্তু যদি চলচ্চিত্রে ভালো কোনো সুযোগ আসে মেহজাবিনের কাছে, যদি কখনও ইচ্ছে হয় চলচ্চিত্রে অভিনয় করার; সেক্ষেত্রে কী ধরনের গল্প বেছে নেবেন তিনি? মেহজাবিন উল্লেখ করলেন থ্রিলারের কথা। সিনেমার এই ধরনটি তাঁর খুব পছন্দের।
মেহজাবিন বলেন, ‘আমি পারসোনালি থ্রিলার খুব পছন্দ করি। যখন কোনো থ্রিলার সিনেমা দেখি, ইফ আই ফিল দ্য থ্রিল, সেটা আমি অনেক এনজয় করি। এ ধরনের কাজের একটা অংশ হতেও আমার খুব ভালো লাগে।’
সুতরাং বোঝাই যাচ্ছে— সারাবছর যে ধরনের রোমান্টিক নাটকে অভিনয় করেন মেহজাবিন, চলচ্চিত্রে সেটা করতে চান না। যদি কোনো প্রযোজক-নির্মাতা সত্যিই মেহজাবিনকে তাঁদের চলচ্চিত্রে চান, তাঁকে দারুণ কোনো থ্রিলার ঘরানার গল্প তৈরি করতে হবে। তারপর সেই চিত্রনাট্য নিয়ে হাজির হতে হবে নায়িকার সামনে। তাহলে ব্যাটে-বলে মিললেও মিলে যেতে পারে!
মেহজাবিন আপাতত অভিনয় করছেন না। নভেম্বরে ঘোষণা দিয়ে অভিনয় থেকে দুই মাসের বিরতি নিয়েছেন। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে তিনি অভিনয়ে ফিরবেন ভালোবাসা দিবসের নাটক দিয়ে।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
২ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
২ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
২ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
৩ ঘণ্টা আগে