বিনোদন প্রতিবেদক, ঢাকা
চিত্রনায়িকা মাহিয়া মাহি ইদানীং বেশি আলোচিত তাঁর বিয়ের খবরে। ১৩ সেপ্টেম্বর দীর্ঘদিনের বন্ধু কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বৈবাহিক জীবন শুরু করেছেন মাহি। নতুন সংসার শুরু করলেও এখনই হানিমুনে যাওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি। কারণ, ছবির শুটিং। বিয়ের পরদিন স্বামীকে নিয়ে মাহি যান গ্রামের বাড়ি রাজশাহীতে। সেখানে দুই দিন কাটিয়ে বৃহস্পতিবার থেকে কাজে যোগ দিয়েছেন চিত্রনায়িকা।
বৃহস্পতিবার থেকে মাহি শুরু করেছেন শামীম আহমেদ রনির ‘বুবুজান’ ছবির শুটিং। এই ছবি শেষ করেই মুস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’র কাজ শুরু করবেন সামনের সপ্তাহে। বিয়ের আগে তিনি একটানা ছিলেন ‘মাফিয়া’ ওয়েব সিরিজের সেটে। শতপর্বের এই সিরিজটি বানাচ্ছেন শাহীন সুমন।
মাহি বলেন, ‘দম ফেলার সময় নেই। অনেক কাজ জমে আছে। করোনার কারণে অনেক দিন শুটিং করতে পারিনি। সেটা এখন কড়ায়-গন্ডায় উশুল করার সময় হয়েছে। প্রযোজকেরা আমার ওপর লগ্নি করেছেন। তাঁদের কথাও ভাবতে হবে।’
মাহির সাম্প্রতিক ব্যস্ততায় যুক্ত হচ্ছে নতুন ছবি ‘অহংকারী বউ’। এ মাসের শেষের দিকে শুরু হবে এই ছবির শুটিং–এমন খবর দিয়েছেন অভিনেতা ডি এ তায়েব। মাহির নায়ক হিসেবে ‘অহংকারী বউ’ ছবিতে অভিনয় করবেন তিনি। ছবিটির পরিচালক হিসেবে চয়নিকা চৌধুরীর নাম শোনা যাচ্ছে।
ডি এ তায়েব জানিয়েছেন, ছবিতে মাহি অভিনয় করবেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু বিয়েতে তাঁর সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন। মানসিক নির্যাতন চালাতে থাকেন স্বামীর ওপর।
অভিনেতা ডি এ তায়েব বলেন, ‘সম্পূর্ণ সামাজিক ছবি হবে এটি। এই মুহূর্তে বাংলাদেশে এ ধরনের ছবির খুব অভাব। “অহংকারী বউ” ছবিতে তুলে ধরা হচ্ছে এ সময়ের সামাজিক বাস্তবতা। গল্পের শেষে সবার জন্য একটি লেসনও থাকছে–অর্থের চেয়ে মানুষের মর্যাদা এবং মানবতাবোধই বেশি মূল্যবান।’
চিত্রনায়িকা মাহিয়া মাহি ইদানীং বেশি আলোচিত তাঁর বিয়ের খবরে। ১৩ সেপ্টেম্বর দীর্ঘদিনের বন্ধু কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বৈবাহিক জীবন শুরু করেছেন মাহি। নতুন সংসার শুরু করলেও এখনই হানিমুনে যাওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি। কারণ, ছবির শুটিং। বিয়ের পরদিন স্বামীকে নিয়ে মাহি যান গ্রামের বাড়ি রাজশাহীতে। সেখানে দুই দিন কাটিয়ে বৃহস্পতিবার থেকে কাজে যোগ দিয়েছেন চিত্রনায়িকা।
বৃহস্পতিবার থেকে মাহি শুরু করেছেন শামীম আহমেদ রনির ‘বুবুজান’ ছবির শুটিং। এই ছবি শেষ করেই মুস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’র কাজ শুরু করবেন সামনের সপ্তাহে। বিয়ের আগে তিনি একটানা ছিলেন ‘মাফিয়া’ ওয়েব সিরিজের সেটে। শতপর্বের এই সিরিজটি বানাচ্ছেন শাহীন সুমন।
মাহি বলেন, ‘দম ফেলার সময় নেই। অনেক কাজ জমে আছে। করোনার কারণে অনেক দিন শুটিং করতে পারিনি। সেটা এখন কড়ায়-গন্ডায় উশুল করার সময় হয়েছে। প্রযোজকেরা আমার ওপর লগ্নি করেছেন। তাঁদের কথাও ভাবতে হবে।’
মাহির সাম্প্রতিক ব্যস্ততায় যুক্ত হচ্ছে নতুন ছবি ‘অহংকারী বউ’। এ মাসের শেষের দিকে শুরু হবে এই ছবির শুটিং–এমন খবর দিয়েছেন অভিনেতা ডি এ তায়েব। মাহির নায়ক হিসেবে ‘অহংকারী বউ’ ছবিতে অভিনয় করবেন তিনি। ছবিটির পরিচালক হিসেবে চয়নিকা চৌধুরীর নাম শোনা যাচ্ছে।
ডি এ তায়েব জানিয়েছেন, ছবিতে মাহি অভিনয় করবেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু বিয়েতে তাঁর সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন। মানসিক নির্যাতন চালাতে থাকেন স্বামীর ওপর।
অভিনেতা ডি এ তায়েব বলেন, ‘সম্পূর্ণ সামাজিক ছবি হবে এটি। এই মুহূর্তে বাংলাদেশে এ ধরনের ছবির খুব অভাব। “অহংকারী বউ” ছবিতে তুলে ধরা হচ্ছে এ সময়ের সামাজিক বাস্তবতা। গল্পের শেষে সবার জন্য একটি লেসনও থাকছে–অর্থের চেয়ে মানুষের মর্যাদা এবং মানবতাবোধই বেশি মূল্যবান।’
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৪ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৮ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৮ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৯ ঘণ্টা আগে