Ajker Patrika

মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ 

বিনোদন প্রতিবেদক, ঢাকা
মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ 

মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের ৪৫ তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে সিলেক্ট হয়েছে নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘পেয়ারার সুবাস’। আগামী ২৬ এপ্রিল মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৩ এ চলচ্চিত্রটির আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। আলফা আই প্রযোজিত এই সিনেমায় সহ-প্রযোজক হিসেবে আছে চরকি। 

‘পেয়ারার সুবাস’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেত্রী জয়া আহসান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম সহ অনেকেই। 

অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘আমার প্রথম সিনেমার পরিচালক ছিলেন নুরুল আলম আতিক। তাঁর সঙ্গে কাজ করার সময়টা আমি সব সময়ই বেশ এঞ্জয় করি। খুব ভালো অন্যরকম একটা এক্সপেরিয়েন্স হয়। এই কাজ যখন করছি তখনো একই রকম ভাবে এক্সসাইটেড ছিলাম। 

মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে নূরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে ‘পেয়ারার সুবাস’ প্রিমিয়ার হবে। এ নিয়ে জয়া বলেন, ‘সিনেমাটার কাজ আমরা বেশ আগেই শেষ করেছি। এখন আমি ভীষণ খুশি। দারুণ দারুণ কাজের/সিনেমার সঙ্গে আমাদের সিনেমাটা কমপিটিশন বিভাগে আছে। সেটা একটা খুব আনন্দের ব্যাপার।’ 

পরিচালক নুরুল আলম আতিক বলেন, ‘নিঃসন্দেহে আনন্দের খবর। পেয়ারার সুবাস মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর মূল প্রতিযোগিতায় স্থান পাওয়াটাই একটা সম্মানের বিষয়। মস্কোতে সিনেমার প্রিমিয়ার হতে যাচ্ছে। এই শুভক্ষণে আমার প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সকল শিল্পী, কলাকুশলীদের অভিনন্দন জানাই।’ 

এই সিনেমার প্রযোজনা প্রতিস্থান আলফা-আই স্টুডিওজ লি:-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘এটা আমার জন্য অবশ্যই বিশেষ মুহূর্ত এবং গর্বের বিষয় যে আলফা-আই স্টুডিও থেকে নির্মিত একটা সিনেমা বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় রয়েছে। এটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি দুর্দান্ত মুহূর্ত।’ 

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘পেয়ারার সুবাস সিনেমার সঙ্গে বাংলাদেশের গুণী নির্মাতা ও গুণী অভিনয়শিল্পীরা যুক্ত আছেন। বাংলাদেশের জন্য এটা অনেক বড় সংবাদ যে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি অফিশিয়াল সিলেকশন পেয়েছেন। চরকি এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে বেশ আনন্দিত। বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য চরকি সব সময় কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত