খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
কয়েকদিন ধরে সবখানে কথা হচ্ছিল, ১৩ সেপ্টেম্বর যে ‘সারপ্রাইজ’টা মাহি দিতে চেয়েছিলেন, সেটা হবে তাঁর বিয়ের বিষয়ে। মাহির জুন মাসের ফেসবুক স্ট্যাটাস সামনে এনে অনেকে এটাও প্রমাণের চেষ্টা করছিলেন যে, দ্বিতীয় বিয়েটা মাহির জুন মাসেই হয়েছে। হবু বরের সঙ্গে মাহি, এমনটা দাবি করে কিছু ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
অনেকে অনেক রকম কথা বললেও, এটা সবার কাছে নিশ্চিত ছিল যে, ঢাকাই ছবির ব্যস্ত নায়িকা মাহিয়া মাহির বিয়ের ফুল ফুটছে।
তাই-ই হলো, ১৩ সেপ্টেম্বরের শুরুতেই (রাত ১২টা ২৫ মিনিট) মাহিয়া মাহির ফেসবুক টাইমলাইনে একটি ঝকঝকে ছবি আপলোড হলো। সেখানে বিয়ের সাজে মাহি, জীবনসঙ্গীকে পাশে নিয়ে, নিকাহনামায় সই করছেন।
তাহলে মাহির ‘সারপ্রাইজ’টা আর বিস্ময়বোধক হয়ে থাকলো কোথায়!
সবই তো বুঝে ফেলেছিল সবাই, আগে থেকে।
মাহির জবাব, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিল।’
বিয়েটা তিনি জুন মাস বা তার আগে-পরে করেননি। করেছেন এ দিনই, আজকেই, আজ ১৩ সেপ্টেম্বর সোমবার। গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে মাহিয়া মাহি নতুন যাপনে পা রাখলেন।
আপলোড করা বিয়ের ছবির ক্যাপশনে মাহি লিখলেন, ‘আলহামদুলিল্লাহ, আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মিনিট আমাদের বিবাহ সম্পন্ন হলো।’
গত অনেকদিনের ঝড়-ঝাপটা পেরিয়ে অবশেষে মাহিয়া মাহি স্থির হতে পারলেন। তাঁর এই নতুন যাপন সুখের হোক, শান্তির হোক। মাহিও এমনটাই চেয়েছেন সবার কাছে, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।’
কয়েকদিন ধরে সবখানে কথা হচ্ছিল, ১৩ সেপ্টেম্বর যে ‘সারপ্রাইজ’টা মাহি দিতে চেয়েছিলেন, সেটা হবে তাঁর বিয়ের বিষয়ে। মাহির জুন মাসের ফেসবুক স্ট্যাটাস সামনে এনে অনেকে এটাও প্রমাণের চেষ্টা করছিলেন যে, দ্বিতীয় বিয়েটা মাহির জুন মাসেই হয়েছে। হবু বরের সঙ্গে মাহি, এমনটা দাবি করে কিছু ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
অনেকে অনেক রকম কথা বললেও, এটা সবার কাছে নিশ্চিত ছিল যে, ঢাকাই ছবির ব্যস্ত নায়িকা মাহিয়া মাহির বিয়ের ফুল ফুটছে।
তাই-ই হলো, ১৩ সেপ্টেম্বরের শুরুতেই (রাত ১২টা ২৫ মিনিট) মাহিয়া মাহির ফেসবুক টাইমলাইনে একটি ঝকঝকে ছবি আপলোড হলো। সেখানে বিয়ের সাজে মাহি, জীবনসঙ্গীকে পাশে নিয়ে, নিকাহনামায় সই করছেন।
তাহলে মাহির ‘সারপ্রাইজ’টা আর বিস্ময়বোধক হয়ে থাকলো কোথায়!
সবই তো বুঝে ফেলেছিল সবাই, আগে থেকে।
মাহির জবাব, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিল।’
বিয়েটা তিনি জুন মাস বা তার আগে-পরে করেননি। করেছেন এ দিনই, আজকেই, আজ ১৩ সেপ্টেম্বর সোমবার। গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে মাহিয়া মাহি নতুন যাপনে পা রাখলেন।
আপলোড করা বিয়ের ছবির ক্যাপশনে মাহি লিখলেন, ‘আলহামদুলিল্লাহ, আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মিনিট আমাদের বিবাহ সম্পন্ন হলো।’
গত অনেকদিনের ঝড়-ঝাপটা পেরিয়ে অবশেষে মাহিয়া মাহি স্থির হতে পারলেন। তাঁর এই নতুন যাপন সুখের হোক, শান্তির হোক। মাহিও এমনটাই চেয়েছেন সবার কাছে, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।’
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৪ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৮ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৯ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৯ ঘণ্টা আগে