খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
কয়েকদিন ধরে সবখানে কথা হচ্ছিল, ১৩ সেপ্টেম্বর যে ‘সারপ্রাইজ’টা মাহি দিতে চেয়েছিলেন, সেটা হবে তাঁর বিয়ের বিষয়ে। মাহির জুন মাসের ফেসবুক স্ট্যাটাস সামনে এনে অনেকে এটাও প্রমাণের চেষ্টা করছিলেন যে, দ্বিতীয় বিয়েটা মাহির জুন মাসেই হয়েছে। হবু বরের সঙ্গে মাহি, এমনটা দাবি করে কিছু ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
অনেকে অনেক রকম কথা বললেও, এটা সবার কাছে নিশ্চিত ছিল যে, ঢাকাই ছবির ব্যস্ত নায়িকা মাহিয়া মাহির বিয়ের ফুল ফুটছে।
তাই-ই হলো, ১৩ সেপ্টেম্বরের শুরুতেই (রাত ১২টা ২৫ মিনিট) মাহিয়া মাহির ফেসবুক টাইমলাইনে একটি ঝকঝকে ছবি আপলোড হলো। সেখানে বিয়ের সাজে মাহি, জীবনসঙ্গীকে পাশে নিয়ে, নিকাহনামায় সই করছেন।
তাহলে মাহির ‘সারপ্রাইজ’টা আর বিস্ময়বোধক হয়ে থাকলো কোথায়!
সবই তো বুঝে ফেলেছিল সবাই, আগে থেকে।
মাহির জবাব, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিল।’
বিয়েটা তিনি জুন মাস বা তার আগে-পরে করেননি। করেছেন এ দিনই, আজকেই, আজ ১৩ সেপ্টেম্বর সোমবার। গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে মাহিয়া মাহি নতুন যাপনে পা রাখলেন।
আপলোড করা বিয়ের ছবির ক্যাপশনে মাহি লিখলেন, ‘আলহামদুলিল্লাহ, আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মিনিট আমাদের বিবাহ সম্পন্ন হলো।’
গত অনেকদিনের ঝড়-ঝাপটা পেরিয়ে অবশেষে মাহিয়া মাহি স্থির হতে পারলেন। তাঁর এই নতুন যাপন সুখের হোক, শান্তির হোক। মাহিও এমনটাই চেয়েছেন সবার কাছে, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।’
কয়েকদিন ধরে সবখানে কথা হচ্ছিল, ১৩ সেপ্টেম্বর যে ‘সারপ্রাইজ’টা মাহি দিতে চেয়েছিলেন, সেটা হবে তাঁর বিয়ের বিষয়ে। মাহির জুন মাসের ফেসবুক স্ট্যাটাস সামনে এনে অনেকে এটাও প্রমাণের চেষ্টা করছিলেন যে, দ্বিতীয় বিয়েটা মাহির জুন মাসেই হয়েছে। হবু বরের সঙ্গে মাহি, এমনটা দাবি করে কিছু ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
অনেকে অনেক রকম কথা বললেও, এটা সবার কাছে নিশ্চিত ছিল যে, ঢাকাই ছবির ব্যস্ত নায়িকা মাহিয়া মাহির বিয়ের ফুল ফুটছে।
তাই-ই হলো, ১৩ সেপ্টেম্বরের শুরুতেই (রাত ১২টা ২৫ মিনিট) মাহিয়া মাহির ফেসবুক টাইমলাইনে একটি ঝকঝকে ছবি আপলোড হলো। সেখানে বিয়ের সাজে মাহি, জীবনসঙ্গীকে পাশে নিয়ে, নিকাহনামায় সই করছেন।
তাহলে মাহির ‘সারপ্রাইজ’টা আর বিস্ময়বোধক হয়ে থাকলো কোথায়!
সবই তো বুঝে ফেলেছিল সবাই, আগে থেকে।
মাহির জবাব, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিল।’
বিয়েটা তিনি জুন মাস বা তার আগে-পরে করেননি। করেছেন এ দিনই, আজকেই, আজ ১৩ সেপ্টেম্বর সোমবার। গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে মাহিয়া মাহি নতুন যাপনে পা রাখলেন।
আপলোড করা বিয়ের ছবির ক্যাপশনে মাহি লিখলেন, ‘আলহামদুলিল্লাহ, আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মিনিট আমাদের বিবাহ সম্পন্ন হলো।’
গত অনেকদিনের ঝড়-ঝাপটা পেরিয়ে অবশেষে মাহিয়া মাহি স্থির হতে পারলেন। তাঁর এই নতুন যাপন সুখের হোক, শান্তির হোক। মাহিও এমনটাই চেয়েছেন সবার কাছে, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।’
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
১৫ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১ দিন আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১ দিন আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১ দিন আগে