প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ার মোশাররফ করিমের। এই দীর্ঘ সময়ে নানামাত্রিক চরিত্রে হাজির হয়েছেন তিনি। এবার তিনি আসছেন ডাকাত হয়ে। জানা গেছে, ‘বকুল ফুল’ নামের একটি ওয়েব ফিল্মে ডাকাত চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ। এতে তাঁর সঙ্গী হয়েছেন তাসনুভা তিশা।
‘বকুল ফুল’ ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। লিখেছেন নাহিদ হাসনাত। প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আজ সন্ধ্যায় ‘বকুল ফুল’-এর ১৬ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করেছে চরকি।
তাতে দেখা যাচ্ছে, রাতের আঁধারে ঘন জঙ্গল পেরিয়ে হেঁটে আসছেন মোশাররফ। মাথায় চাদর জড়ানো। চারিদিকে সতর্ক চোখ। মনে হচ্ছে, এখনই কোনো কিছু ঘটতে চলেছে।
মানিকগঞ্জের জাফরগঞ্জে হয়েছে ‘বকুল ফুল’-এর শুটিং। সেখানে মাঝনদীতে আর ধু-ধু চরে শুটিং করেছেন তিনি।
নির্মাতা জানিয়েছেন, ছবিতে একেবারেই অন্য রকম মোশাররফ করিমকে দেখা যাবে। শুটিংয়ে তিনি ভীষণ খেটেছেন। টানা ৭২ ঘণ্টা শুটিং করার মতো ঘটনাও ঘটেছে।
এর আগে একই প্ল্যাটফর্মের দুটি ছবিতে ডাকাত চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও শ্যামল মাওলা। ডাকাত নিয়ে পরপর কয়েকটি ছবি তৈরি করছে চরকি। ‘বকুল ফুল’ সেই ধারাবাহিকতার একটি অংশ। দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাকাতির ঘটনা ছবিটির মূল প্রেক্ষাপট।
‘বকুল ফুল’ ওয়েব ফিল্মটি প্রচার হবে আগামী ২ ডিসেম্বর, চরকিতে।
দেখুন ‘বকুল ফুল’ ওয়েব ফিল্মের টিজার:
প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ার মোশাররফ করিমের। এই দীর্ঘ সময়ে নানামাত্রিক চরিত্রে হাজির হয়েছেন তিনি। এবার তিনি আসছেন ডাকাত হয়ে। জানা গেছে, ‘বকুল ফুল’ নামের একটি ওয়েব ফিল্মে ডাকাত চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ। এতে তাঁর সঙ্গী হয়েছেন তাসনুভা তিশা।
‘বকুল ফুল’ ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। লিখেছেন নাহিদ হাসনাত। প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আজ সন্ধ্যায় ‘বকুল ফুল’-এর ১৬ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করেছে চরকি।
তাতে দেখা যাচ্ছে, রাতের আঁধারে ঘন জঙ্গল পেরিয়ে হেঁটে আসছেন মোশাররফ। মাথায় চাদর জড়ানো। চারিদিকে সতর্ক চোখ। মনে হচ্ছে, এখনই কোনো কিছু ঘটতে চলেছে।
মানিকগঞ্জের জাফরগঞ্জে হয়েছে ‘বকুল ফুল’-এর শুটিং। সেখানে মাঝনদীতে আর ধু-ধু চরে শুটিং করেছেন তিনি।
নির্মাতা জানিয়েছেন, ছবিতে একেবারেই অন্য রকম মোশাররফ করিমকে দেখা যাবে। শুটিংয়ে তিনি ভীষণ খেটেছেন। টানা ৭২ ঘণ্টা শুটিং করার মতো ঘটনাও ঘটেছে।
এর আগে একই প্ল্যাটফর্মের দুটি ছবিতে ডাকাত চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও শ্যামল মাওলা। ডাকাত নিয়ে পরপর কয়েকটি ছবি তৈরি করছে চরকি। ‘বকুল ফুল’ সেই ধারাবাহিকতার একটি অংশ। দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাকাতির ঘটনা ছবিটির মূল প্রেক্ষাপট।
‘বকুল ফুল’ ওয়েব ফিল্মটি প্রচার হবে আগামী ২ ডিসেম্বর, চরকিতে।
দেখুন ‘বকুল ফুল’ ওয়েব ফিল্মের টিজার:
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
৪৪ মিনিট আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
১৪ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
১৮ ঘণ্টা আগে