Ajker Patrika

রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে জয়া আহসান

বিনোদন ডেস্ক
রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে জয়া আহসান; ছবি: জয়ার সৌজন্যে
রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে জয়া আহসান; ছবি: জয়ার সৌজন্যে

৩০ জানুয়ারি নেদারল্যান্ডসের রটারডামে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম। উৎসব শুরু হয়েছে নেদারল্যান্ডসের মাইকেল টেন হর্নের ‘ফেবুলা’ সিনেমা দিয়ে। ৯ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার নির্মাতা মৌলি সুরাইয়ার ‘দিস সিটি ইজ আ ব্যাটলফিল্ড’ সিনেমা দিয়ে শেষ হবে উৎসব। গত ডিসেম্বর মাসেই জানা গিয়েছিল, এবারের উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে জয়া আহসান অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমার। সুমন মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে। আজ সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই রটারডামে পৌঁছেছেন অভিনেত্রী জয়া আহসান। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ খবর জানিয়েছেন জয়া।

‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায় জয়া আহসান; ছবি: সংগৃহীত
‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায় জয়া আহসান; ছবি: সংগৃহীত

সিনেমার পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটি নিয়ে বলেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই সিনেমার পরিকল্পনা করেছি ১৬ বছর ধরে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন। তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।’

‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায় আবীর চট্টোপাধ্যায় ও জয়া আহসান; ছবি: সংগৃহীত
‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায় আবীর চট্টোপাধ্যায় ও জয়া আহসান; ছবি: সংগৃহীত

জানা গেছে, ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে পুতুলনাচের ইতিকথা সিনেমায়। মূল উপন্যাসে সময়টা ছিল আরও পেছনের। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক সুমন। এতে জয়া আহসান অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী চরিত্রে আবীর চট্টোপাধ্যায়। আরও আছেন পরমব্রত, অনন্যা ও ধৃতিমান চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।

আগামী মে মাসে সিনেমাটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত