ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। একজন অভিনেতা হিসেবে তাঁর আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। সোশ্যাল মিডিয়াতে সরব, সরব বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানেও। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দুইবার।
সব মিলিয়ে তুমুল ব্যস্ত সময় পার করেন জায়েদ খান। বিয়ে করব করব করে ৩৮টি বসন্ত পার করে দিয়েছেন। সাম্প্রতিক ব্যস্ততা ও বিয়ের বিষয়ে পক্ষ থেকে জানতে চাইলে জায়েদ বলেন, বিয়ে করলে নায়কদের তারকাখ্যাতি কমে যায়! মজার ছলে এ কথা বললেও নায়ক ব্যস্ততার কথাই জোর দিয়ে বললেন।
আজকের পত্রিকাকে জায়েদ খান বলেন, ‘আসলে বিয়ের জন্য মানসিকভাবে যে প্রস্তুতি নিতে হয় সে ফ্রি সময়টা আমার নেই। আমি ব্যাচেলর সময়টা এনজয় করছি। আসলে আই এনজয় মাই লাইফ।’
মজা করে জায়েদ খান বলেন, ‘বিয়ে করলে তারকাখ্যাতি কমে যায়, আমি কি ইচ্ছে করে নিজের ক্ষতি করব নাকি? আর আমি বিয়ে করে ফেললে বিয়ের আলোচনাটা হবে কাকে নিয়ে?’
বিয়ের বিষয় ছাড়াও জায়েদ কথা বলেছেন শিল্পী সমিতি নিয়ে। এ বিষয়ে জায়েদ বলেন, ‘সমিতি কী করছে আপনারা তো দেখছেন। শুধু চেয়ার দখল করলেই নেতা হওয়া যায় না, কাজ করে তা প্রমাণ করতে হয়। আমার অবর্তমানে এখন সবাই বুঝতে পেরেছে আমাদের সময়টা কী পরিমাণ শিল্পীবান্ধব ছিল।’
জায়েদ খানকে সর্বশেষ গত ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। সম্প্রতি তিনি শেষ করেছেন জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমার শুটিং। সিনেমার ডাবিং নিয়ে শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন নায়ক। এ সিনেমায় আরও অভিনয় করেছেন—ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। একজন অভিনেতা হিসেবে তাঁর আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। সোশ্যাল মিডিয়াতে সরব, সরব বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানেও। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দুইবার।
সব মিলিয়ে তুমুল ব্যস্ত সময় পার করেন জায়েদ খান। বিয়ে করব করব করে ৩৮টি বসন্ত পার করে দিয়েছেন। সাম্প্রতিক ব্যস্ততা ও বিয়ের বিষয়ে পক্ষ থেকে জানতে চাইলে জায়েদ বলেন, বিয়ে করলে নায়কদের তারকাখ্যাতি কমে যায়! মজার ছলে এ কথা বললেও নায়ক ব্যস্ততার কথাই জোর দিয়ে বললেন।
আজকের পত্রিকাকে জায়েদ খান বলেন, ‘আসলে বিয়ের জন্য মানসিকভাবে যে প্রস্তুতি নিতে হয় সে ফ্রি সময়টা আমার নেই। আমি ব্যাচেলর সময়টা এনজয় করছি। আসলে আই এনজয় মাই লাইফ।’
মজা করে জায়েদ খান বলেন, ‘বিয়ে করলে তারকাখ্যাতি কমে যায়, আমি কি ইচ্ছে করে নিজের ক্ষতি করব নাকি? আর আমি বিয়ে করে ফেললে বিয়ের আলোচনাটা হবে কাকে নিয়ে?’
বিয়ের বিষয় ছাড়াও জায়েদ কথা বলেছেন শিল্পী সমিতি নিয়ে। এ বিষয়ে জায়েদ বলেন, ‘সমিতি কী করছে আপনারা তো দেখছেন। শুধু চেয়ার দখল করলেই নেতা হওয়া যায় না, কাজ করে তা প্রমাণ করতে হয়। আমার অবর্তমানে এখন সবাই বুঝতে পেরেছে আমাদের সময়টা কী পরিমাণ শিল্পীবান্ধব ছিল।’
জায়েদ খানকে সর্বশেষ গত ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। সম্প্রতি তিনি শেষ করেছেন জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমার শুটিং। সিনেমার ডাবিং নিয়ে শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন নায়ক। এ সিনেমায় আরও অভিনয় করেছেন—ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৪ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৪ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৪ ঘণ্টা আগে