মীর রাকিব হাসান
পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশ দল নিয়ে প্রত্যাশা কী?
কিছুদিন আগে তিনটি সিরিজে টানা জয় পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন টাইগাররা। এই জয়টা অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস জোগাবে। পারফরম্যান্সের এই ধারাবাহিকতা বজায় থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররা তাঁদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এবার বিশ্বকাপে স্পেশাল কোনো রেজাল্ট আনবেন।
খেলা দেখার সুযোগ পাবেন?
জামালপুরের মাদারগঞ্জে দুর্গম এলাকায় দিনব্যাপী শুটিং করছি। তাই বাংলাদেশের খেলা যেদিন বিকেলে হবে, সরাসরি স্ক্রিনে দেখার সুযোগ হবে না; তবে অনলাইনে অবশ্যই খোঁজ নেব। এ ছাড়া নিউজ বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে সব জানতে পারব।
‘গলুই’ ছবির শুটিং ঘিরে জামালপুরে যেন উৎসব। চলচ্চিত্র নিয়ে এমন উন্মাদনা কেমন লাগে?
শুধু জামালপুর নয়, বগুড়া-সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে দৈনিক লক্ষাধিক মানুষ শুটিং দেখতে আসছে। খোঁজ নিয়ে জেনেছি, যমুনার পাড়ে শুটিং স্পটে বিভিন্ন খাবারের স্টলও বসেছে। সত্যিই উৎসব নেমেছে। মানুষ আমাকে কতটা ভালোবাসে, তা খুব কাছ থেকে অনুভব করতে পারছি। মানুষের এই ভালোবাসাই আমার কাজের অনুপ্রেরণা, শক্তি ও সাহস জোগায়।
গ্রামীণ পটভূমির ‘গলুই’ ছবিতে অভিনয়ের জন্য কোনো প্রস্তুতি দরকার ছিল?
হ্যাঁ, ছিল। প্রথমে তো ছবিটা করতেই চাইনি। কিন্তু কয়েক দফা আলোচনার পর পরিচালক-প্রযোজক যখন আমাকে পুরো গল্পটা শোনান, তখন মুগ্ধ হই। একটি পিরিয়ডিক্যাল রোমান্টিক ছবি। গল্পটা আমার ভেতর ছুঁয়ে যায়। এতে নৌকাবাইচ রয়েছে। অভিনয় করছি একজন ঢুলি ও মাঝির চরিত্রে। আমি নিজেও এর আগে কখনো নৌকাবাইচ সরাসরি দেখিনি। সব বিষয়ে অনেক দিন স্টাডি করতে হয়েছে। নানা বিষয়ে চর্চা করতে হয়েছে।
আপনার আটকে থাকা ছবিগুলো কবে মুক্তি পেতে পারে? হলের মালিকেরা আপনার অভিনীত ছবির জন্য অধীর আগ্রহে আছেন।
ছবি মুক্তির বিষয়টি প্রযোজকেরা বলতে পারবেন। তবে আমিও চাই ধীরে ধীরে ছবিগুলো মুক্তি পাক। প্রতিটি ছবি ভিন্ন ভিন্ন প্যাটার্নের। ‘অন্তরাত্মা’ পারিবারিক গল্পের, ‘লিডার’ দেশ ও মানুষের জাগরণের ছবি। ‘গলুই’ও আরেক ধাঁচের ছবি। আমি চেষ্টা করে যাচ্ছি কাজে বৈচিত্র্য আনতে। ভালো ভালো কাজ করতে।
ছবি প্রযোজনার কী খবর?
এস কে ফিল্মস থেকে ‘প্রিয়তমা’ নির্মাণের অপেক্ষায় রয়েছে। প্যানডেমিক না এলে এত দিনে মুক্তি পেয়ে যেত। কয়েকটি ছবির প্রি-প্রোডাকশন চলছে।
শিল্পী সমিতির নির্বাচন সামনে। অনেকেই চাচ্ছেন আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আপনার কী ইচ্ছা?
ছবির উন্নতির জন্য কাজ করছি। এই সমিতি দিয়ে ইন্ডাস্ট্রির উন্নতি হবে না। যদি সমিতি দিয়ে ইন্ডাস্ট্রির চাকা ঘুরত, তবে দুবার সভাপতি হওয়ার পর স্বেচ্ছায় সরে আসতাম না। ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে নেই। আমি শুধু কাজ নিয়েই থাকতে চাই।
পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশ দল নিয়ে প্রত্যাশা কী?
কিছুদিন আগে তিনটি সিরিজে টানা জয় পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন টাইগাররা। এই জয়টা অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস জোগাবে। পারফরম্যান্সের এই ধারাবাহিকতা বজায় থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররা তাঁদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এবার বিশ্বকাপে স্পেশাল কোনো রেজাল্ট আনবেন।
খেলা দেখার সুযোগ পাবেন?
জামালপুরের মাদারগঞ্জে দুর্গম এলাকায় দিনব্যাপী শুটিং করছি। তাই বাংলাদেশের খেলা যেদিন বিকেলে হবে, সরাসরি স্ক্রিনে দেখার সুযোগ হবে না; তবে অনলাইনে অবশ্যই খোঁজ নেব। এ ছাড়া নিউজ বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে সব জানতে পারব।
‘গলুই’ ছবির শুটিং ঘিরে জামালপুরে যেন উৎসব। চলচ্চিত্র নিয়ে এমন উন্মাদনা কেমন লাগে?
শুধু জামালপুর নয়, বগুড়া-সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে দৈনিক লক্ষাধিক মানুষ শুটিং দেখতে আসছে। খোঁজ নিয়ে জেনেছি, যমুনার পাড়ে শুটিং স্পটে বিভিন্ন খাবারের স্টলও বসেছে। সত্যিই উৎসব নেমেছে। মানুষ আমাকে কতটা ভালোবাসে, তা খুব কাছ থেকে অনুভব করতে পারছি। মানুষের এই ভালোবাসাই আমার কাজের অনুপ্রেরণা, শক্তি ও সাহস জোগায়।
গ্রামীণ পটভূমির ‘গলুই’ ছবিতে অভিনয়ের জন্য কোনো প্রস্তুতি দরকার ছিল?
হ্যাঁ, ছিল। প্রথমে তো ছবিটা করতেই চাইনি। কিন্তু কয়েক দফা আলোচনার পর পরিচালক-প্রযোজক যখন আমাকে পুরো গল্পটা শোনান, তখন মুগ্ধ হই। একটি পিরিয়ডিক্যাল রোমান্টিক ছবি। গল্পটা আমার ভেতর ছুঁয়ে যায়। এতে নৌকাবাইচ রয়েছে। অভিনয় করছি একজন ঢুলি ও মাঝির চরিত্রে। আমি নিজেও এর আগে কখনো নৌকাবাইচ সরাসরি দেখিনি। সব বিষয়ে অনেক দিন স্টাডি করতে হয়েছে। নানা বিষয়ে চর্চা করতে হয়েছে।
আপনার আটকে থাকা ছবিগুলো কবে মুক্তি পেতে পারে? হলের মালিকেরা আপনার অভিনীত ছবির জন্য অধীর আগ্রহে আছেন।
ছবি মুক্তির বিষয়টি প্রযোজকেরা বলতে পারবেন। তবে আমিও চাই ধীরে ধীরে ছবিগুলো মুক্তি পাক। প্রতিটি ছবি ভিন্ন ভিন্ন প্যাটার্নের। ‘অন্তরাত্মা’ পারিবারিক গল্পের, ‘লিডার’ দেশ ও মানুষের জাগরণের ছবি। ‘গলুই’ও আরেক ধাঁচের ছবি। আমি চেষ্টা করে যাচ্ছি কাজে বৈচিত্র্য আনতে। ভালো ভালো কাজ করতে।
ছবি প্রযোজনার কী খবর?
এস কে ফিল্মস থেকে ‘প্রিয়তমা’ নির্মাণের অপেক্ষায় রয়েছে। প্যানডেমিক না এলে এত দিনে মুক্তি পেয়ে যেত। কয়েকটি ছবির প্রি-প্রোডাকশন চলছে।
শিল্পী সমিতির নির্বাচন সামনে। অনেকেই চাচ্ছেন আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আপনার কী ইচ্ছা?
ছবির উন্নতির জন্য কাজ করছি। এই সমিতি দিয়ে ইন্ডাস্ট্রির উন্নতি হবে না। যদি সমিতি দিয়ে ইন্ডাস্ট্রির চাকা ঘুরত, তবে দুবার সভাপতি হওয়ার পর স্বেচ্ছায় সরে আসতাম না। ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে নেই। আমি শুধু কাজ নিয়েই থাকতে চাই।
নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন ফেসবুকে নিজের একটি লেখা শেয়ার করেছেন। তাঁর অনুমতি সাপেক্ষে আজকের পত্রিকার পাঠকদের জন্য সেই লেখা হুবহু প্রকাশ করা হলো
১০ ঘণ্টা আগেজাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ১৯তম ইন্টারন্যাশনাল ইয়ুথ ফর হিউম্যান রাইটস সামিটে বক্তা হিসেবে অংশ নিয়েছেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। প্রথম বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে এই সম্মেলনে বক্তব্য দেওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
১০ ঘণ্টা আগেগত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের...
১ দিন আগেবাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী।
১ দিন আগে