এবারে বিশ্বমানের অন্যতম সেরা পুরস্কার অস্কারে পাঠানো হয়নি আমির খান ও কিরণ রাওয়ের ছবি ‘লাপাতা লেডিজ’। এ খবরে নানা আলোচনা বিশ্লেষণ চলছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এরই মধ্যে নিজের নির্মিত সিনেমা নিয়ে বার্তা দিয়েছেন কিরণ। জানালেন হতাশার কথা।
শুধু পরিচালনা নয় আমির খান, জ্যোতি দেশ পাণ্ডের পাশাপাশি ‘লাপাতা লেডিজ’ সিনেমার প্রযোজনাতেও অংশীদার কিরণ রাও। গতকাল বুধবার পুরো টিমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে কিরণ লেখেন, ‘এ বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের শর্টলিস্টে লাপাতা লেডিজ জায়গা করে নিতে পারেনি, আমরা অবশ্যই হতাশ। তবে এই গোটা সফরে আমরা যে ভালোবাসা আর বিশ্বাস পেয়েছি তার জন্য কৃতজ্ঞও বটে।’
এত দূর পৌঁছানোর জন্য অ্যাকাডেমির (অস্কার কমিটি) সদস্য ও ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার জ্যুরিদের ধন্যবাদ দেন কিরণ। একই সঙ্গে গোটা টিমের পক্ষ থেকে ছবির দর্শকদের ধন্যবাদ দেন তিনি। যে ১৫টি ছবি অস্কারের সেরা আন্তর্জাতিক সিনেমার ক্যাটাগরিতে শর্টলিস্টেড হয়েছে তাদের শুভকামনা জানিয়ে কিরণ লেখেন, ‘আমাদের কাছে এটাই শেষ কথা নয়, বরং একধাপ এগিয়ে যাওয়া। এমনভাবেই আমরা আরও বলিষ্ঠ গল্প নিয়ে আসব আর সারা বিশ্বের দর্শকদের তা জানাব।’
প্রসঙ্গত, এর আগে ‘লাগান’ ছবির সৌজন্যে অস্কার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খান। সেরা বিদেশি ছবির ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিটি।
কিন্তু সে বছর এই পুরস্কার পায় ‘নো ম্যানস ল্যান্ড’। ‘লাগান’ ছবির সহকারী পরিচালক ছিলেন কিরণ।
এবারে বিশ্বমানের অন্যতম সেরা পুরস্কার অস্কারে পাঠানো হয়নি আমির খান ও কিরণ রাওয়ের ছবি ‘লাপাতা লেডিজ’। এ খবরে নানা আলোচনা বিশ্লেষণ চলছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এরই মধ্যে নিজের নির্মিত সিনেমা নিয়ে বার্তা দিয়েছেন কিরণ। জানালেন হতাশার কথা।
শুধু পরিচালনা নয় আমির খান, জ্যোতি দেশ পাণ্ডের পাশাপাশি ‘লাপাতা লেডিজ’ সিনেমার প্রযোজনাতেও অংশীদার কিরণ রাও। গতকাল বুধবার পুরো টিমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে কিরণ লেখেন, ‘এ বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের শর্টলিস্টে লাপাতা লেডিজ জায়গা করে নিতে পারেনি, আমরা অবশ্যই হতাশ। তবে এই গোটা সফরে আমরা যে ভালোবাসা আর বিশ্বাস পেয়েছি তার জন্য কৃতজ্ঞও বটে।’
এত দূর পৌঁছানোর জন্য অ্যাকাডেমির (অস্কার কমিটি) সদস্য ও ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার জ্যুরিদের ধন্যবাদ দেন কিরণ। একই সঙ্গে গোটা টিমের পক্ষ থেকে ছবির দর্শকদের ধন্যবাদ দেন তিনি। যে ১৫টি ছবি অস্কারের সেরা আন্তর্জাতিক সিনেমার ক্যাটাগরিতে শর্টলিস্টেড হয়েছে তাদের শুভকামনা জানিয়ে কিরণ লেখেন, ‘আমাদের কাছে এটাই শেষ কথা নয়, বরং একধাপ এগিয়ে যাওয়া। এমনভাবেই আমরা আরও বলিষ্ঠ গল্প নিয়ে আসব আর সারা বিশ্বের দর্শকদের তা জানাব।’
প্রসঙ্গত, এর আগে ‘লাগান’ ছবির সৌজন্যে অস্কার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খান। সেরা বিদেশি ছবির ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিটি।
কিন্তু সে বছর এই পুরস্কার পায় ‘নো ম্যানস ল্যান্ড’। ‘লাগান’ ছবির সহকারী পরিচালক ছিলেন কিরণ।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
৬ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
৬ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
৬ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
৭ ঘণ্টা আগে