Ajker Patrika

ভারতের চলচ্চিত্র উৎসবে মোশাররফের ছবি

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৯: ৩৬
ভারতের চলচ্চিত্র উৎসবে মোশাররফের ছবি

ভারতের গোয়ায় ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৫২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এ উৎসবে জায়গা করে নিয়েছে মোশাররফ করিম অভিনীত ‘ডিকশনারি’সহ ৮টি বাংলা ছবি। এর মধ্যে আছে ৫টি ফিচার ফিল্ম ও ৩টি নন-ফিচার ফিল্ম।

বলে রাখা ভালো, এবারের উৎসবের ইন্ডিয়ান প্যানোরমায় মোট ২০টি ফিচার ফিল্ম স্থান পেয়েছে। তার মধ্যে ডিকশনারিসহ মোট পাঁচটি বাংলা ছবি থাকছে।

ব্রাত্য বসু পরিচালিত ডিকশনারি দিয়ে টালিউডে পা রাখেন মোশাররফ করিম। ছবিটি মুক্তি পায় এ বছরের ফেব্রুয়ারিতে। ডিকশনারি ছবিতে মকরকান্তি চট্টোপাধ্যায় চরিত্রে অভিনয় করে ভারতের পশ্চিমবঙ্গে প্রশংসা কুড়ান মোশাররফ। ছবিতে তাঁর সঙ্গে আরও দেখা গেছে আবির চট্টোপাধ্যায় ও নুসরাত জাহানকে।

‘ডিকশনারি’ ছবির পোস্টারডিকশনারি ছাড়া উৎসবে আরও দেখানো হবে পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘অভিযান’, রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির ‘কালকক্ষ’, সত্রাবিত পালের ‘নিতান্তই সহজসরল’ ও অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের ‘মানিকবাবুর মেঘ’।

নন-ফিচার ফিল্ম ক্যাটাগরিতে থাকছে অশোক বিশ্বনাথনের পরিচালনায় ‘বাদল সরকার অ্যান্ড দ্য অলটারনেটিভ থিয়েটার’, সঙ্ঘমিত্রা চৌধুরীর ‘সাঁইবাড়ি টু সন্দেশখালি’ এবং অভিজিৎ এ পালের ‘নাদ- দ্য সাউন্ড’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

চট্টগ্রামে মধ্যরাতে শিবির ছাত্রদল মুখোমুখি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত