Ajker Patrika

সিনেমার জন্য দেশে রাখি

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৪: ৩৯
সিনেমার জন্য দেশে রাখি

২০১০ সালের ‘লাক্স সুপারস্টার’ মাহবুবা ইসলাম রাখি একসময় ছিলেন ছোট পর্দার পরিচিত মুখ। মাত্র তিন বছরে দেশের টিভি নাটকে নিজস্ব অবস্থান তৈরি হয়েছিল তাঁর। কিন্তু অভিনয়ের মায়া ছেড়ে ২০১৩ সালে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান। প্রকৌশল বিষয়ে স্নাতক করতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

অভিনয়কে একরকম বিদায় জানিয়েছিলেন রাখি। টিভি নাটকে শেষ অভিনয় করেছেন ২০১৩ সালের জুন মাসে। দীর্ঘ বিরতি শেষে আবার অভিনয়ে ফিরলেন তিনি। তবে টিভির পর্দা নয়, নীরবতা ভাঙলেন চলচ্চিত্র দিয়েই।

‘পায়ের ছাপ’ নামে একটি ছবিতে অভিনয় করছেন রাখি। এর শুটিংয়ের জন্য সম্প্রতি দেশে ফিরেছেন। গত শনিবার ঢাকার বোর্ডবাজারে সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় এ ছবির শুটিংয়ে অংশ নেন তিনি।

লাক্স সুপারস্টার মাহবুবা ইসলাম রাখি। ছবি: ইনস্টাগ্রামতিনি বলেন, ‘গত ২৭ মার্চ এই ছবির জন্যই দেশে এসেছি। মান্নু ভাইও এই ছবির শুটিং করতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা এক মেয়ের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। মূল চরিত্রে অভিনয় করছি আমি। শুটিং করেই ফিরে যাব অস্ট্রেলিয়ায়।’

‘পায়ের ছাপ’ ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এতে রাখি ছাড়া আরও অভিনয় করছেন প্রাণ রায়, দীপা খন্দকার, রাজীব সালেহীন, দীপান্বিতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, শাহানা সুমি ও শিশু শিল্পী মায়মুনা ইসলাম মেধা।

মাহবুবা রাখি সুপারস্টার থেকে প্রকৌশলী হলেও অভিনয়ের প্রতি টান একেবারেই হারিয়ে যায়নি। তাই পুরকৌশল বিষয়ে স্নাতক শেষ করে আবার তিনি ভর্তি হন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান একাডেমি অব পারফর্মিং আর্টসে (ওয়াপা)। স্ক্রিন পারফরম্যান্স অ্যান্ড অ্যাক্টিংয়ের ওপর এক বছরের ডিপ্লোমা করেন।

অভিনয়ের চর্চা চালিয়ে যাওয়ার জন্য বছরখানেক আগে তিনি নিজের নামে ইউটিউব চ্যানেল খোলেন। সেখানে অনিয়মিতভাবে নিজের তৈরি কনটেন্ট আপলোড করেন রাখি। জানালেন, দেশের আরও কয়েকটি ছবিতে অভিনয়ের কথা চলছে তাঁর। সবকিছু চূড়ান্ত হলে আবারও তিনি উড়ে আসবেন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত