Ajker Patrika

সিনেমার লভ্যাংশ খরচ হবে হাসপাতাল তৈরিতে

আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৫: ৫১
সিনেমার লভ্যাংশ খরচ হবে হাসপাতাল তৈরিতে

‘ভৰ্গ’ শিরোনামের সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন টালিউড অভিনেতা সৌরভ দাস আর প্রান্তিকা দাস। সিনেমাটি পরিচালনা করছেন শুভম রায়। সিনেমাটির মাধ্যমে নেওয়া হয়েছে একটি মানবিক উদ্যোগ। নির্মাতারা জানিয়েছেন, এর লভ্যাংশের পুরোটাই ব্যবহৃত হবে পশ্চিমবঙ্গের নদিয়ার একটি হাসপাতাল তৈরির কাজে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খরাজ মুখার্জি। সিনেমাটিতে অভিনয় ও মানবিক উদ্যোগ নিয়ে তিনি বলেন, ‘পরিচালক শুভম রায়ের সঙ্গে এটা আমার প্রথম সিনেমা। খুব ভালো লেগেছে কাজটা করতে। শুভম খুব পরিশ্রমী। সবচেয়ে বড় বিষয় হলো, এই সিনেমার লভ্যাংশের পুরোটাই ব্যবহৃত হবে নদিয়ার একটি হাসপাতাল তৈরির কাজে। বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে।’

প্রান্তিকা দাস। ছবি: ইনস্টাগ্রামসিনেমার গল্প এগিয়েছে কৌস্তভ আর শর্মিলার সুখী পরিবারকে ঘিরে। শর্মিলার বাবা সৌমেন্দু সান্যাল সমাজসেবা করে। হঠাৎ তাদের জীবনে অন্ধকার ঘনিয়ে আসে। সেই পরিস্থিতি থেকে কীভাবে উদ্ধার পায় তারা, সেটাই দেখা যাবে সিনেমাটিতে। এতে কৌস্তভের ভূমিকায় অভিনয় করেছেন সৌরভ। আর শর্মিলার ভূমিকায় প্রান্তিকা। শর্মিলার বাবা সৌমেন্দুর চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়।

সৌরভ দাস বলেন, ‘পরিচালক শুভমের সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু এই প্রথম একসঙ্গে কাজ করলাম। গল্পটা যখন আমাকে বলেছিলেন, আমার চরিত্রটা খুব পছন্দ হয়েছিল। আরও একটা জিনিস ভালো লেগেছে, প্রযোজক লাভের পুরো টাকাটাই একটা হাসপাতাল তৈরির কাজে ব্যয় করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত