বিনোদন প্রতিবেদক, ঢাকা
গতকাল বাংলাদেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। সে হিসাবে আগামী ৭ জুন উদ্যাপিত হবে কোরবানির ঈদ। এবার ঈদ উপলক্ষে দেশের হলে মুক্তির তালিকায় রয়েছে এক ডজন সিনেমা। মুক্তির ৯ দিন বাকি থাকলেও ঈদের সিনেমার প্রচারে দেখা যাচ্ছে না তোড়জোড়। কয়েকটি সিনেমার কথা বাদ দিলে ঈদের সিনেমার প্রচারের অবস্থা খুব নাজুক।
প্রতিবারের মতো এই ঈদেও মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা। ১৮ মে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’ সিনেমার টিজার। রায়হান রাফীর পরিচালনায় এতে শাকিব খানের সঙ্গে দেখা গেছে জয়া আহসানকে। প্রায় ১০ বছর পর একসঙ্গে পর্দায় ফিরলেও তাণ্ডবে তাঁরা প্রতিদ্বন্দ্বী। টিজারে তেমনটাই বোঝা যাচ্ছে। এর আগে এই সিনেমায় শাকিবের সঙ্গে সাবিলা নূরের শুটিং দৃশ্য ফাঁস হলেও এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি নায়িকার নাম। গতকাল রাতে প্রকাশিত হয়েছে তাণ্ডবের টাইটেল গান। জানা গেছে, এখনো চলছে সিনেমার শুটিং।
গত সোমবার প্রকাশ পেয়েছে সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমার টিজার। ১ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে আভাস পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশনের। এর আগে শরিফুল রাজ, মোশাররফ করিম ও তাসনিয়া ফারিণের ক্যারেক্টার লুক প্রকাশ করা হয়েছে। এখনো পাওয়া যায়নি ইনসাফের কোনো গান।
এদিকে ১৪ মে সংবাদ সম্মেলন করে ঘোষণা করা হয় তারকাবহুল সিনেমা ‘উৎসব’ মুক্তির। তবে এখন পর্যন্ত দুটি পোস্টার ছাড়া কোনো প্রচার চোখে পড়েনি। আসেনি কোনো গান, দেখা মেলেনি টিজার কিংবা ট্রেলারের। তানিম নূরের পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, সাদিয়া আয়মান, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।
‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় খুনের রহস্য উদ্ঘাটন করবেন আজমেরী হক বাঁধন। টিজার প্রকাশ করে গত বছর ঈদে মুক্তি দেওয়ার কথা জানানো হয়েছিল। একাধিকবার পেছানোর পর এই কোরবানির ঈদে আসছে সিনেমাটি। প্রকাশ পেয়েছে সিনেমার নতুন টিজার। তবে কোনো গান বা ট্রেলার প্রকাশ করা হয়নি এখনো। সত্য ঘটনা অবলম্বনে এশা মার্ডার বানিয়েছেন সানী সানোয়ার।
রোশান-বুবলী আসছেন সরকারি অনুদানের ‘সর্দার বাড়ির খেলা’ সিনেমা নিয়ে। সিনেমার প্রধান দুই চরিত্রের ক্যারেক্টার লুক প্রকাশ করা ছাড়া আর কোনো প্রচার চোখে পড়েনি এখনো। সর্দার বাড়ির খেলা বানিয়েছেন রাখাল সবুজ।
একই অবস্থা ‘নাদান’, ‘শিরোনাম’ ও ‘গোঁয়ার’ সিনেমার। পোস্টার প্রকাশ করে মুক্তির ঘোষণা দেওয়ার পর আর কোনো খবর নেই। ফরহাদ হোসেনের ‘নাদান’ সিনেমায় অভিনয় করেছেন শ্যামল মাওলা, সায়মা স্মৃতি প্রমুখ। ‘শিরোনাম’ সিনেমায় নিরবের সঙ্গে আছেন ইয়ামিন হক ববি। পরিচালনা করছেন অনিক বিশ্বাস। জানা গেছে, এখনো বাকি আছে এই সিনেমার কিছু দৃশ্য ধারণের কাজ।
আরও নাজুক অবস্থায় আছে জাহিদ জুয়েলের ‘পিনিক’ ও বিপ্লব হায়দারের ‘আলী’। ঈদে মুক্তির প্রস্তুতির কথা জানালেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা। সেন্সর পেলে সিনেমার প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন বিপ্লব হায়দার। অন্যদিকে শিগগিরই টিজার রিলিজ করে পিনিক সিনেমার প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন নির্মাতা।
অন্যান্য সিনেমার চেয়ে প্রচারে কিছুটা এগিয়ে মিঠু খানের ‘নীলচক্র’ ও অলোক হাসানের ‘টগর’। আরিফিন শুভ-মন্দিরা চক্রবর্তী অভিনীত নীলচক্র সিনেমার টিজার, পোস্টার রিলিজের পাশাপাশি প্রকাশ পেয়েছে ‘এই শহরের অন্ধকারে’ শিরোনামের গান। কণ্ঠ দিয়েছেন জালালি শাফায়াত, সুর করেছেন বালাম। গান প্রকাশ পেয়েছে টগর সিনেমারও। রনক ইকরামের লেখা ‘১০০% দেশি’ শিরোনামের গানটি গেয়েছেন কামরুজ্জামান রাব্বি ও জাকিয়া সুলতানা কর্নিয়া। ভিডিওতে পারফর্ম করেছেন সিনেমার প্রধান দুই অভিনয়শিল্পী আদর আজাদ ও পূজা চেরি।
গতকাল বাংলাদেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। সে হিসাবে আগামী ৭ জুন উদ্যাপিত হবে কোরবানির ঈদ। এবার ঈদ উপলক্ষে দেশের হলে মুক্তির তালিকায় রয়েছে এক ডজন সিনেমা। মুক্তির ৯ দিন বাকি থাকলেও ঈদের সিনেমার প্রচারে দেখা যাচ্ছে না তোড়জোড়। কয়েকটি সিনেমার কথা বাদ দিলে ঈদের সিনেমার প্রচারের অবস্থা খুব নাজুক।
প্রতিবারের মতো এই ঈদেও মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা। ১৮ মে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’ সিনেমার টিজার। রায়হান রাফীর পরিচালনায় এতে শাকিব খানের সঙ্গে দেখা গেছে জয়া আহসানকে। প্রায় ১০ বছর পর একসঙ্গে পর্দায় ফিরলেও তাণ্ডবে তাঁরা প্রতিদ্বন্দ্বী। টিজারে তেমনটাই বোঝা যাচ্ছে। এর আগে এই সিনেমায় শাকিবের সঙ্গে সাবিলা নূরের শুটিং দৃশ্য ফাঁস হলেও এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি নায়িকার নাম। গতকাল রাতে প্রকাশিত হয়েছে তাণ্ডবের টাইটেল গান। জানা গেছে, এখনো চলছে সিনেমার শুটিং।
গত সোমবার প্রকাশ পেয়েছে সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমার টিজার। ১ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে আভাস পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশনের। এর আগে শরিফুল রাজ, মোশাররফ করিম ও তাসনিয়া ফারিণের ক্যারেক্টার লুক প্রকাশ করা হয়েছে। এখনো পাওয়া যায়নি ইনসাফের কোনো গান।
এদিকে ১৪ মে সংবাদ সম্মেলন করে ঘোষণা করা হয় তারকাবহুল সিনেমা ‘উৎসব’ মুক্তির। তবে এখন পর্যন্ত দুটি পোস্টার ছাড়া কোনো প্রচার চোখে পড়েনি। আসেনি কোনো গান, দেখা মেলেনি টিজার কিংবা ট্রেলারের। তানিম নূরের পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, সাদিয়া আয়মান, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।
‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় খুনের রহস্য উদ্ঘাটন করবেন আজমেরী হক বাঁধন। টিজার প্রকাশ করে গত বছর ঈদে মুক্তি দেওয়ার কথা জানানো হয়েছিল। একাধিকবার পেছানোর পর এই কোরবানির ঈদে আসছে সিনেমাটি। প্রকাশ পেয়েছে সিনেমার নতুন টিজার। তবে কোনো গান বা ট্রেলার প্রকাশ করা হয়নি এখনো। সত্য ঘটনা অবলম্বনে এশা মার্ডার বানিয়েছেন সানী সানোয়ার।
রোশান-বুবলী আসছেন সরকারি অনুদানের ‘সর্দার বাড়ির খেলা’ সিনেমা নিয়ে। সিনেমার প্রধান দুই চরিত্রের ক্যারেক্টার লুক প্রকাশ করা ছাড়া আর কোনো প্রচার চোখে পড়েনি এখনো। সর্দার বাড়ির খেলা বানিয়েছেন রাখাল সবুজ।
একই অবস্থা ‘নাদান’, ‘শিরোনাম’ ও ‘গোঁয়ার’ সিনেমার। পোস্টার প্রকাশ করে মুক্তির ঘোষণা দেওয়ার পর আর কোনো খবর নেই। ফরহাদ হোসেনের ‘নাদান’ সিনেমায় অভিনয় করেছেন শ্যামল মাওলা, সায়মা স্মৃতি প্রমুখ। ‘শিরোনাম’ সিনেমায় নিরবের সঙ্গে আছেন ইয়ামিন হক ববি। পরিচালনা করছেন অনিক বিশ্বাস। জানা গেছে, এখনো বাকি আছে এই সিনেমার কিছু দৃশ্য ধারণের কাজ।
আরও নাজুক অবস্থায় আছে জাহিদ জুয়েলের ‘পিনিক’ ও বিপ্লব হায়দারের ‘আলী’। ঈদে মুক্তির প্রস্তুতির কথা জানালেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা। সেন্সর পেলে সিনেমার প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন বিপ্লব হায়দার। অন্যদিকে শিগগিরই টিজার রিলিজ করে পিনিক সিনেমার প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন নির্মাতা।
অন্যান্য সিনেমার চেয়ে প্রচারে কিছুটা এগিয়ে মিঠু খানের ‘নীলচক্র’ ও অলোক হাসানের ‘টগর’। আরিফিন শুভ-মন্দিরা চক্রবর্তী অভিনীত নীলচক্র সিনেমার টিজার, পোস্টার রিলিজের পাশাপাশি প্রকাশ পেয়েছে ‘এই শহরের অন্ধকারে’ শিরোনামের গান। কণ্ঠ দিয়েছেন জালালি শাফায়াত, সুর করেছেন বালাম। গান প্রকাশ পেয়েছে টগর সিনেমারও। রনক ইকরামের লেখা ‘১০০% দেশি’ শিরোনামের গানটি গেয়েছেন কামরুজ্জামান রাব্বি ও জাকিয়া সুলতানা কর্নিয়া। ভিডিওতে পারফর্ম করেছেন সিনেমার প্রধান দুই অভিনয়শিল্পী আদর আজাদ ও পূজা চেরি।
১৭ জুলাই প্রকাশিত হলো ওয়ারফেজের পলাশ নূরের ফিচারিংয়ে ‘খুঁজি তোমায়’ শিরোনামের গান। এতে কণ্ঠ দিয়েছেন মাইলসের হামিন আহমেদ। মাইলস ব্যান্ডের দলপ্রধানের পাশাপাশি বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতির দায়িত্ব পালন করছেন হামিন।
৩ মিনিট আগেদুই বাংলায় একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত কোরবানির ঈদে দেশের হলে মুক্তি পায় তাঁর জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’।
৮ মিনিট আগেকয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রণ পেল ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। ভাসমান জীবনের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।
১৬ ঘণ্টা আগেহ্যারি পটার সিরিজের কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে? এ বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে তাদের পড়াশোনা।
১৭ ঘণ্টা আগে