মা হারিয়েছেন ভারতীয় সিনেমার খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। করোনাকালে বাবাকে হারান তিনি। এর বছর তিনেক পর অভিনেতার মা শান্তি রানী চক্রবর্তীও চলে গেলেন না ফেরার দেশে। ভারতীয় সংবাদমাধ্যমকে সংবাদটি নিশ্চিত করেন মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তী।
আজ শুক্রবার মিঠুনের মায়ের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে নানান রকম বিভ্রান্তি তৈরি হয়। এরপরই পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমে নিশ্চিত করা হয়।
তাই খবরের সত্যতা নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যমে নমশি বলেন, ‘হ্যাঁ, খবরটা সত্য। ঠাকুমা আর আমাদের মাঝে নেই।’
অভিনেতার মায়ের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন শোবিজের সব তারকাসহ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুন দা ও তাঁর পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।
যদিও কুণাল-মিঠুনের রাজনৈতিক অবস্থান একেবারেই ভিন্ন। অতীতে বিভিন্ন সময় একে অপরকে কড়া সমালোচনা করতে ছাড়েননি তাঁরা। তবুও তাঁর এই দুঃসময়ে সমবেদনা জানাতে ভোলেননি কুণাল।
উল্লেখ্য, বর্তমানে মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’-এ। দীর্ঘদিন পর ফের এই রিয়্যালিটি শোয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনে ফিরেছেন এই অভিনেতা।
মা হারিয়েছেন ভারতীয় সিনেমার খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। করোনাকালে বাবাকে হারান তিনি। এর বছর তিনেক পর অভিনেতার মা শান্তি রানী চক্রবর্তীও চলে গেলেন না ফেরার দেশে। ভারতীয় সংবাদমাধ্যমকে সংবাদটি নিশ্চিত করেন মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তী।
আজ শুক্রবার মিঠুনের মায়ের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে নানান রকম বিভ্রান্তি তৈরি হয়। এরপরই পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমে নিশ্চিত করা হয়।
তাই খবরের সত্যতা নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যমে নমশি বলেন, ‘হ্যাঁ, খবরটা সত্য। ঠাকুমা আর আমাদের মাঝে নেই।’
অভিনেতার মায়ের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন শোবিজের সব তারকাসহ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুন দা ও তাঁর পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।
যদিও কুণাল-মিঠুনের রাজনৈতিক অবস্থান একেবারেই ভিন্ন। অতীতে বিভিন্ন সময় একে অপরকে কড়া সমালোচনা করতে ছাড়েননি তাঁরা। তবুও তাঁর এই দুঃসময়ে সমবেদনা জানাতে ভোলেননি কুণাল।
উল্লেখ্য, বর্তমানে মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’-এ। দীর্ঘদিন পর ফের এই রিয়্যালিটি শোয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনে ফিরেছেন এই অভিনেতা।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
২ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
৩ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১২ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১২ ঘণ্টা আগে