বিনোদন ডেস্ক
‘এক্সট্র্যাকশন’ ছবির কাহিনি মূলত বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরে সাজানো হয়েছিল। তবে ঢাকায় শুটিং প্রায় হয়নি বললেই চলে। যদিও পরিচালক স্যাম হারগেভ একাধিকবার ঢাকা ঘুরে গেছেন। গল্পের প্রয়োজনে কিছু প্লেট শট নিয়েছেন। ক্রোমায় সেখানে বসিয়ে দিয়েছেন অভিনেতাদের। আর ভারতের আহমেদাবাদে বানিয়েছিলেন পুরান ঢাকা।
চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হবে ‘এক্সট্র্যাকশন’ সিক্যুয়ালের। কথা ছিল অস্ট্রেলিয়ায় এর শুটিং হবে। কিন্তু এবারও অস্ট্রেলিয়ায় হচ্ছে না ‘এক্সট্র্যাকশন ২’-এর শুটিং। বাদ সেধেছে করোনা পরিস্থিতি। তবে অনুমতি মিলেছে ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ শহরে। সেখানেই হবে এর শুটিং। পরিচালক হিসেবে হলিউডের স্ট্যান্টম্যান স্যাম হারগেভের অভিষেক হয়েছিল এই ছবিতে। ছবির গল্প, সংলাপ যা-ই হোক না কেন, প্রথম পর্বের মতো প্রায় ৮০ শতাংশজুড়েই মার-মার কাট-কাট অ্যাকশন থাকবে।
শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। কয়েক দিন আগেই এক ভিডিওতে হেমসওয়ার্থ জানান, তাঁর শরীরকে ‘এক্সট্র্যাকশন টু’র জন্য প্রস্তুত করছেন। আগের তুলনায় এবারের ছবিতে আরও বেশি স্ট্যান্ট ও অ্যাকশন থাকবে, যা ছবির প্রতি দর্শকদের আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে বলে জানান এই অভিনেতা।
এখন পর্যন্ত নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা ছবির তালিকায় আছে ‘এক্সট্র্যাকশন’। গত বছর ছবিটি মুক্তির পরপরই সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রযোজক জো রুশো। শুধু তা-ই নয়, সে সময় ‘এক্সট্র্যাকশন’-এর সিক্যুয়াল লেখার কাজও শুরু করেছেন বলে জানিয়েছিলেন এই প্রযোজক ও নির্মাতা। এবারের চিত্রনাট্য আরও ভালো হবে বলেছিলেন তিনি। অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ নিজেও এই ছবির অন্যতম প্রযোজক।
ক্রিস হেমসওয়ার্থ ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন হলিউডের ডেভিড হারবার, ডেরেক লুকের মতো তারকারা। আরও ছিলেন বলিউডের পঙ্কজ ত্রিপাঠি ও রণদীপ হুদার মতো অভিনেতা। তবে ছবির সিক্যুয়ালে কারা অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।
‘এক্সট্র্যাকশন’ ছবির কাহিনি মূলত বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরে সাজানো হয়েছিল। তবে ঢাকায় শুটিং প্রায় হয়নি বললেই চলে। যদিও পরিচালক স্যাম হারগেভ একাধিকবার ঢাকা ঘুরে গেছেন। গল্পের প্রয়োজনে কিছু প্লেট শট নিয়েছেন। ক্রোমায় সেখানে বসিয়ে দিয়েছেন অভিনেতাদের। আর ভারতের আহমেদাবাদে বানিয়েছিলেন পুরান ঢাকা।
চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হবে ‘এক্সট্র্যাকশন’ সিক্যুয়ালের। কথা ছিল অস্ট্রেলিয়ায় এর শুটিং হবে। কিন্তু এবারও অস্ট্রেলিয়ায় হচ্ছে না ‘এক্সট্র্যাকশন ২’-এর শুটিং। বাদ সেধেছে করোনা পরিস্থিতি। তবে অনুমতি মিলেছে ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ শহরে। সেখানেই হবে এর শুটিং। পরিচালক হিসেবে হলিউডের স্ট্যান্টম্যান স্যাম হারগেভের অভিষেক হয়েছিল এই ছবিতে। ছবির গল্প, সংলাপ যা-ই হোক না কেন, প্রথম পর্বের মতো প্রায় ৮০ শতাংশজুড়েই মার-মার কাট-কাট অ্যাকশন থাকবে।
শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। কয়েক দিন আগেই এক ভিডিওতে হেমসওয়ার্থ জানান, তাঁর শরীরকে ‘এক্সট্র্যাকশন টু’র জন্য প্রস্তুত করছেন। আগের তুলনায় এবারের ছবিতে আরও বেশি স্ট্যান্ট ও অ্যাকশন থাকবে, যা ছবির প্রতি দর্শকদের আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে বলে জানান এই অভিনেতা।
এখন পর্যন্ত নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা ছবির তালিকায় আছে ‘এক্সট্র্যাকশন’। গত বছর ছবিটি মুক্তির পরপরই সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রযোজক জো রুশো। শুধু তা-ই নয়, সে সময় ‘এক্সট্র্যাকশন’-এর সিক্যুয়াল লেখার কাজও শুরু করেছেন বলে জানিয়েছিলেন এই প্রযোজক ও নির্মাতা। এবারের চিত্রনাট্য আরও ভালো হবে বলেছিলেন তিনি। অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ নিজেও এই ছবির অন্যতম প্রযোজক।
ক্রিস হেমসওয়ার্থ ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন হলিউডের ডেভিড হারবার, ডেরেক লুকের মতো তারকারা। আরও ছিলেন বলিউডের পঙ্কজ ত্রিপাঠি ও রণদীপ হুদার মতো অভিনেতা। তবে ছবির সিক্যুয়ালে কারা অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১০ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১২ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১৫ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১৫ ঘণ্টা আগে