Ajker Patrika

কন্যাসন্তানের বাবা হলেন চিত্রনায়ক জিয়াউল রোশান

কন্যাসন্তানের বাবা হলেন চিত্রনায়ক জিয়াউল রোশান

আড়াই বছর আগে গোপনে বিয়ে করেছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। কিন্তু তিনি তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আনেন চলতি মাসের শুরুতে। গতকাল বুধবার রাতে রোশান তাঁর ফেসবুক পোস্টে জানালেন, তিনি বাবা হয়েছেন।

রোশান জানিয়েছেন তিনি মেয়ের বাবা হয়েছেন। নবজাতকের চারটি ছবি শেয়ার করে রোশান ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আজ আমাকে বেহেশত দান করেছেন।’

রোশান আজকের পত্রিকাকে জানান, গতকাল বুধবার বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর স্ত্রী তাহসিনা এশা কন্যাসন্তান জন্ম দিয়েছেন। এ সময় রোশানসহ দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন।

রোশান বলেন, ‘গত মঙ্গলবার রাত তিনটা পর্যন্ত সিনেমার গানের শুটিং করেছিলাম। রাতে বাসায় ফিরে দেখি এশা কিছুটা অস্বস্তি বোধ করছে। তাই ভোরে তাকে হাসপাতালে ভর্তি করাই। সকালে আমাদের কন্যা ভূমিষ্ঠ হয়।’

 ২০১৬ সালে ‘রক্ত’ সিনেমার মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে অভিষেক হয় রোশানের। এরপর ‘ধ্যাততেরিকি’, ‘বেপরোয়া’, ‘মেকআপ’ ও কলকাতার ‘ককপিট’, ‘অপারেশন সুন্দরবন’, ‘মুখোশ’ মুক্তি পেয়েছে। গেল ঈদে মুক্তি পেয়েছে রোশান অভিনীত ‘জ্বীন’ ও ‘পাপ’ নামের দুটি সিনেমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত