পুরোনো ক্ল্যাসিক গানের রিমেক বানানোর ধুম লেগেছে বলিউডে। যা নিয়ে সম্প্রতি মুখ খুললেন ভারতের বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার। ইউটিউব শো সাইরাস সেজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ আখতার জানান, পুরোনো গানকে পুনরুজ্জীবিত করা কোনো সমস্যা নয়। তবে তাতে যোগ হওয়া কমার্শিয়াল দিক খারাপ স্বাদ যোগ করে। এমনকি এই ধরনের গানকে ‘তাজমহলে ডিসকো সংগীত’ এর সঙ্গেও তুলনা করেন জাভেদ আখতার।
জাভেদ আখতারের কথায়, ‘অতীতকে স্মরণ করা, এটিকে গুরুত্ব দেওয়া, এটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা মোটেও ভুল নয়। বরং এটা প্রশংসনীয়। কিন্তু একই সময়ে অতীতের ওপর এই ধরনের বাণিজ্যিক নির্ভরতা একটি সুস্থ মনোভাব নয়। আপনি সুন্দর লিরিক, ভালো অর্থসহ একটি গান নিচ্ছেন এবং তারপর তাতে আপনার নিজের উদ্ভট অন্তরা যোগ করছেন, এটি ঠিক নয়। এটা অনেকটা তাজমহলে ডিসকো মিউজিক দেওয়ার মতো দেখায়, যা একেবারে ঠিক নয়।’
জাভেদ আখতার আরও বলেন, ‘এগুলো মহান গায়ক, লেখক ও সুরকারদের স্মরণীয় গান, আপনার তাঁদের সম্মান করা উচিত। এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য। আপনি এটিকে পুনরুজ্জীবিত করতে চান, করুন। কিন্তু তাতে অতিরিক্ত স্তবক যোগ করার প্রয়োজন নেই। যেমন, আপনি একটি (কেএল) সায়গলের গান নিন এবং অরিজিতকে (সিং) দিয়ে গাওয়ান, এটি ঠিক আছে। কিন্তু আপনি সেই গানটি নিলেন তার মধ্যে একটি র্যাপ যোগ করে দিলেন, এটি হাস্যকর।’
উল্লেখ্য, বলিউডের সুপরিচিত গীতিকারদের মধ্যে অন্যতম জাভেদ আখতার। ৫ বার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। সঙ্গে পেয়েছেন পদ্মশ্রী এবং পদ্মভূষণসহ বেশ কয়েকটি সম্মাননা। তাঁর উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে–‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’, ‘তেরে লিয়ে’ এবং ‘একতারা’।
জাভেদ ১৯৮৪ সালে অভিনেত্রী শাবানা আজমিকে বিয়ে করেছেন। এর আগে তিনি চিত্রনাট্যকার হানি ইরানিকে বিয়ে করেছিলেন এবং সেই দাম্পত্য জীবনে তাঁদের দুজন সন্তান রয়েছে—অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার এবং চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতার।
পুরোনো ক্ল্যাসিক গানের রিমেক বানানোর ধুম লেগেছে বলিউডে। যা নিয়ে সম্প্রতি মুখ খুললেন ভারতের বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার। ইউটিউব শো সাইরাস সেজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ আখতার জানান, পুরোনো গানকে পুনরুজ্জীবিত করা কোনো সমস্যা নয়। তবে তাতে যোগ হওয়া কমার্শিয়াল দিক খারাপ স্বাদ যোগ করে। এমনকি এই ধরনের গানকে ‘তাজমহলে ডিসকো সংগীত’ এর সঙ্গেও তুলনা করেন জাভেদ আখতার।
জাভেদ আখতারের কথায়, ‘অতীতকে স্মরণ করা, এটিকে গুরুত্ব দেওয়া, এটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা মোটেও ভুল নয়। বরং এটা প্রশংসনীয়। কিন্তু একই সময়ে অতীতের ওপর এই ধরনের বাণিজ্যিক নির্ভরতা একটি সুস্থ মনোভাব নয়। আপনি সুন্দর লিরিক, ভালো অর্থসহ একটি গান নিচ্ছেন এবং তারপর তাতে আপনার নিজের উদ্ভট অন্তরা যোগ করছেন, এটি ঠিক নয়। এটা অনেকটা তাজমহলে ডিসকো মিউজিক দেওয়ার মতো দেখায়, যা একেবারে ঠিক নয়।’
জাভেদ আখতার আরও বলেন, ‘এগুলো মহান গায়ক, লেখক ও সুরকারদের স্মরণীয় গান, আপনার তাঁদের সম্মান করা উচিত। এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য। আপনি এটিকে পুনরুজ্জীবিত করতে চান, করুন। কিন্তু তাতে অতিরিক্ত স্তবক যোগ করার প্রয়োজন নেই। যেমন, আপনি একটি (কেএল) সায়গলের গান নিন এবং অরিজিতকে (সিং) দিয়ে গাওয়ান, এটি ঠিক আছে। কিন্তু আপনি সেই গানটি নিলেন তার মধ্যে একটি র্যাপ যোগ করে দিলেন, এটি হাস্যকর।’
উল্লেখ্য, বলিউডের সুপরিচিত গীতিকারদের মধ্যে অন্যতম জাভেদ আখতার। ৫ বার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। সঙ্গে পেয়েছেন পদ্মশ্রী এবং পদ্মভূষণসহ বেশ কয়েকটি সম্মাননা। তাঁর উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে–‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’, ‘তেরে লিয়ে’ এবং ‘একতারা’।
জাভেদ ১৯৮৪ সালে অভিনেত্রী শাবানা আজমিকে বিয়ে করেছেন। এর আগে তিনি চিত্রনাট্যকার হানি ইরানিকে বিয়ে করেছিলেন এবং সেই দাম্পত্য জীবনে তাঁদের দুজন সন্তান রয়েছে—অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার এবং চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতার।
এক যুগের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে কাজ করছেন জয়া আহসান। টালিউডে তাঁর জনপ্রিয়তাও কম নয়। তবে গত বছর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে গেছে প্রেক্ষাপট। কমেছে দুই বাংলার শিল্পীদের আদান-প্রদান। এ ক্ষেত্রে ব্যতিক্রম জয়া আহসান।
৩ ঘণ্টা আগে২০১৬ সালে প্রকাশ পেয়েছিল কথাসাহিত্যিক মঞ্জু সরকারের কিশোর উপন্যাস ‘মস্ত বড়লোক’। এবার উপন্যাসটি আসছে বড় পর্দায়। একই নামে শিশুতোষ সিনেমা বানাচ্ছেন আঁকা রেজা গালিব। ২০২২-২৩ অর্থবছরের শিশুতোষ শাখায় সরকারি অনুদান পেয়েছিল মস্ত বড়লোক।
৩ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দেশের সবচেয়ে বড় আয়োজন সাজানো হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। গত রোববার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়...
৩ ঘণ্টা আগে২০২৪ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান অড সিগনেচারের ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেই ঘটনার পর প্রায় এক বছর গান থেকে দূরে ছিল ব্যান্ডটি। গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে আবার নতুন করে গানে ফেরে অড সিগনেচার।
১৪ ঘণ্টা আগে