কাজী শামিম আহমেদ, খুলনা
পর্দায় উপস্থিতি নেই, নেই ব্যক্তিগত জীবনের খোঁজখবর। দীর্ঘদিন ধরেই আড়ালে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সহকর্মীরাও জানাতে পারেননি পপি কেমন আছেন, কোথায় আছেন। মাঝে গুঞ্জন ছড়িয়েছিল, বিয়ে ঘরে সংসারী হয়েছেন, হয়েছেন সন্তানের মা। কেউ বলেছেন ঢাকায় আছেন, তবে মিডিয়া এড়িয়ে চলছেন। এবার পাওয়া গেল পপির খোঁজ। তিনি আছেন খুলনায়। বিয়ের খবরের সত্যতাও পাওয়া গেল। তবে সুখকর কোনো খবরে নয়, বরং জমি দখলের অভিযোগ উঠেছে তাঁর নামে। পৈতৃক সম্পত্তির মালিকানা দাবি নিয়ে বিবাদে জড়িয়েছেন মা-বোনের সঙ্গে।
নায়িকা পপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে জমি দখলের। এ নিয়ে তাঁর বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পপির মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন।
জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য পপির স্বামী আদনান উদ্দিন কামালসহ কল্লোল মজুমদার, শিপন নামের দুই ব্যক্তিসহ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ী, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। সেখানে গিয়ে তাঁরা জমি দখলের চেষ্টা করেন। তাঁদের বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তাঁর স্বামী।
বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম বলেন, ‘আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর পাঁচ-ছয় বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। ইতিমধ্যেই পপির বাবা জীবিত থাকা অবস্থায় সে নিজের নামে পাঁচ কাঠা জমি লিখিয়ে নিয়েছেন। ওই সময় নায়ক আলমগীর সাহেব বিষয়টি সুরাহা করে দেন। এখন পপি বাকি ছয় কাঠা জমি দখল নেওয়ার চেষ্টা করছে। আমাদের নানা ভাবে হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব।’
পপির মেজো বোন ফিরোজা পারভীন বলেন, ‘আমরা চার বোন, দুই ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। বিষয়টি নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দুয়েকজন জানেন। সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন। কিন্তু পপি কোনো কিছুতেই থামছে না। স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’
জানা গেছে, এটি পপির প্রথম বিয়ে হলেও স্বামী আদনান কামালের দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে তিন সন্তান রয়েছে বলে জানা গেছে। এমনকি আদনান কামালের ফেসবুকেও সন্তানকে নিয়ে ছবি পাওয়া গেছে বলে পপির বোন জানান।
এ বিষয়ে পপির সঙ্গে যোগাযোগ করা যায়নি, তাঁর কোনো মন্তব্যও পাওয়া যায়নি।
পর্দায় উপস্থিতি নেই, নেই ব্যক্তিগত জীবনের খোঁজখবর। দীর্ঘদিন ধরেই আড়ালে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সহকর্মীরাও জানাতে পারেননি পপি কেমন আছেন, কোথায় আছেন। মাঝে গুঞ্জন ছড়িয়েছিল, বিয়ে ঘরে সংসারী হয়েছেন, হয়েছেন সন্তানের মা। কেউ বলেছেন ঢাকায় আছেন, তবে মিডিয়া এড়িয়ে চলছেন। এবার পাওয়া গেল পপির খোঁজ। তিনি আছেন খুলনায়। বিয়ের খবরের সত্যতাও পাওয়া গেল। তবে সুখকর কোনো খবরে নয়, বরং জমি দখলের অভিযোগ উঠেছে তাঁর নামে। পৈতৃক সম্পত্তির মালিকানা দাবি নিয়ে বিবাদে জড়িয়েছেন মা-বোনের সঙ্গে।
নায়িকা পপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে জমি দখলের। এ নিয়ে তাঁর বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পপির মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন।
জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য পপির স্বামী আদনান উদ্দিন কামালসহ কল্লোল মজুমদার, শিপন নামের দুই ব্যক্তিসহ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ী, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। সেখানে গিয়ে তাঁরা জমি দখলের চেষ্টা করেন। তাঁদের বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তাঁর স্বামী।
বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম বলেন, ‘আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর পাঁচ-ছয় বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। ইতিমধ্যেই পপির বাবা জীবিত থাকা অবস্থায় সে নিজের নামে পাঁচ কাঠা জমি লিখিয়ে নিয়েছেন। ওই সময় নায়ক আলমগীর সাহেব বিষয়টি সুরাহা করে দেন। এখন পপি বাকি ছয় কাঠা জমি দখল নেওয়ার চেষ্টা করছে। আমাদের নানা ভাবে হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব।’
পপির মেজো বোন ফিরোজা পারভীন বলেন, ‘আমরা চার বোন, দুই ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। বিষয়টি নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দুয়েকজন জানেন। সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন। কিন্তু পপি কোনো কিছুতেই থামছে না। স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’
জানা গেছে, এটি পপির প্রথম বিয়ে হলেও স্বামী আদনান কামালের দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে তিন সন্তান রয়েছে বলে জানা গেছে। এমনকি আদনান কামালের ফেসবুকেও সন্তানকে নিয়ে ছবি পাওয়া গেছে বলে পপির বোন জানান।
এ বিষয়ে পপির সঙ্গে যোগাযোগ করা যায়নি, তাঁর কোনো মন্তব্যও পাওয়া যায়নি।
‘ডিয়ার মা’ সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি দ্য টেলিগ্রাফের আয়োজনে একটি ফটোশুটে অংশ নেন। জয়ার সঙ্গে রোমান্টিক পোজে সহশিল্পী চন্দন রায় স্যানাল।
১ ঘণ্টা আগেরেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে গান প্রকাশ করল শিরোনামহীন ব্যান্ড। গতকাল বৃহস্পতিবার শিরোনামহীন ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘কতদূর’ শিরোনামের গানটি।
১ ঘণ্টা আগে‘সন অব সরদার টু’ সিনেমার ‘পেহেলা তু দুজা তু’ গান প্রকাশের পর থেকে আলোচনায় অজয় দেবগন। এই গানে ফিঙ্গার ড্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার হচ্ছেন অজয়। তৈরি হচ্ছে বিভিন্ন মিম ভিডিও। এবার অজয়ের নাচ নিয়ে মজা করলেন তাঁর স্ত্রী অভিনেত্রী কাজল দেবগন।
১ ঘণ্টা আগেবিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেছেন, অসুস্থ ফরিদা পারভীনের আরোগ্য কামনা করেছেন বিএনপির চেয়ারপারসন। একই সঙ্গে লালনসংগীতশিল্পীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
৫ ঘণ্টা আগে