সোমবার মধ্যরাতে বিয়ের খবর দিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। পাত্র কামরুজ্জামান সরকার রাকিব পেশায় ব্যবসায়ী ও রাজনীতিক। মাহি এখন তাঁর জীবনসঙ্গী রাকিবের গাজীপুরের বাসায়।
রাকিবকে জন্মদিনের উপহার দিতেই বিয়ের জন্য ১৩ সেপ্টেম্বর তারিখটি বেছে নিয়েছেন নায়িকা। কারণ, এদিন রাকিবের জন্মদিন। আর এ কারণেই ১৩ সেপ্টেম্বরের শুরুতেই রাত ১২টা ৫ মিনিটে তাঁরা বিয়ে করেন। এটাই ছিল রাকিবের জন্মদিনে মাহির উপহার।
সোমবার দিনভর জীবনসঙ্গীর জন্মদিন উদযাপনে ব্যস্ত ছিলেন মাহি। রাত ৮টার একটু আগে ফেসবুক ঢুঁ দিলেন। স্বামীর সঙ্গে তিনটি ছবি আপলোড করে লিখলেন, ‘হ্যাপি বার্থডে টু ইউ বয়। সারাজীবন আমার এভাবেই যত্ন নিবা কিন্তু। আমি পারতাম না।’
মাহির এমন আবদারের জবাবটাও রাকিব দিয়েছেন বেশ মজা করে। কমেন্টবক্সে লিখেছেন, ‘আমি রিয়েলি অনেক বেশি সারপ্রাইজড জান কলিজা। সারাজীবন তোমাকে বিরক্ত করব কথা দিলাম।’
এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। এরপর শুটিং স্পটসহ নানা জায়গায় প্রাণবন্ত উপস্থিতি ছিল অপু ও মাহির। তাঁদের পঞ্চম বিয়েবার্ষিকীর কয়েকদিন আগে মাহি জানান, একসঙ্গে আর থাকছেন না তাঁরা।
সোমবার মধ্যরাতে বিয়ের খবর দিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। পাত্র কামরুজ্জামান সরকার রাকিব পেশায় ব্যবসায়ী ও রাজনীতিক। মাহি এখন তাঁর জীবনসঙ্গী রাকিবের গাজীপুরের বাসায়।
রাকিবকে জন্মদিনের উপহার দিতেই বিয়ের জন্য ১৩ সেপ্টেম্বর তারিখটি বেছে নিয়েছেন নায়িকা। কারণ, এদিন রাকিবের জন্মদিন। আর এ কারণেই ১৩ সেপ্টেম্বরের শুরুতেই রাত ১২টা ৫ মিনিটে তাঁরা বিয়ে করেন। এটাই ছিল রাকিবের জন্মদিনে মাহির উপহার।
সোমবার দিনভর জীবনসঙ্গীর জন্মদিন উদযাপনে ব্যস্ত ছিলেন মাহি। রাত ৮টার একটু আগে ফেসবুক ঢুঁ দিলেন। স্বামীর সঙ্গে তিনটি ছবি আপলোড করে লিখলেন, ‘হ্যাপি বার্থডে টু ইউ বয়। সারাজীবন আমার এভাবেই যত্ন নিবা কিন্তু। আমি পারতাম না।’
মাহির এমন আবদারের জবাবটাও রাকিব দিয়েছেন বেশ মজা করে। কমেন্টবক্সে লিখেছেন, ‘আমি রিয়েলি অনেক বেশি সারপ্রাইজড জান কলিজা। সারাজীবন তোমাকে বিরক্ত করব কথা দিলাম।’
এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। এরপর শুটিং স্পটসহ নানা জায়গায় প্রাণবন্ত উপস্থিতি ছিল অপু ও মাহির। তাঁদের পঞ্চম বিয়েবার্ষিকীর কয়েকদিন আগে মাহি জানান, একসঙ্গে আর থাকছেন না তাঁরা।
নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
৯ মিনিট আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
১৩ মিনিট আগেএক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা।
১৮ মিনিট আগেগত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় ‘ভুলে যাই আমি’ শিরোনামের গান গেয়ে আলোচনায় এসেছিলেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। এবার তানজীব সারোয়ারের সঙ্গে পারশা গাইলেন নতুন গান।
১১ ঘণ্টা আগে