সোমবার মধ্যরাতে বিয়ের খবর দিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। পাত্র কামরুজ্জামান সরকার রাকিব পেশায় ব্যবসায়ী ও রাজনীতিক। মাহি এখন তাঁর জীবনসঙ্গী রাকিবের গাজীপুরের বাসায়।
রাকিবকে জন্মদিনের উপহার দিতেই বিয়ের জন্য ১৩ সেপ্টেম্বর তারিখটি বেছে নিয়েছেন নায়িকা। কারণ, এদিন রাকিবের জন্মদিন। আর এ কারণেই ১৩ সেপ্টেম্বরের শুরুতেই রাত ১২টা ৫ মিনিটে তাঁরা বিয়ে করেন। এটাই ছিল রাকিবের জন্মদিনে মাহির উপহার।
সোমবার দিনভর জীবনসঙ্গীর জন্মদিন উদযাপনে ব্যস্ত ছিলেন মাহি। রাত ৮টার একটু আগে ফেসবুক ঢুঁ দিলেন। স্বামীর সঙ্গে তিনটি ছবি আপলোড করে লিখলেন, ‘হ্যাপি বার্থডে টু ইউ বয়। সারাজীবন আমার এভাবেই যত্ন নিবা কিন্তু। আমি পারতাম না।’
মাহির এমন আবদারের জবাবটাও রাকিব দিয়েছেন বেশ মজা করে। কমেন্টবক্সে লিখেছেন, ‘আমি রিয়েলি অনেক বেশি সারপ্রাইজড জান কলিজা। সারাজীবন তোমাকে বিরক্ত করব কথা দিলাম।’
এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। এরপর শুটিং স্পটসহ নানা জায়গায় প্রাণবন্ত উপস্থিতি ছিল অপু ও মাহির। তাঁদের পঞ্চম বিয়েবার্ষিকীর কয়েকদিন আগে মাহি জানান, একসঙ্গে আর থাকছেন না তাঁরা।
সোমবার মধ্যরাতে বিয়ের খবর দিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। পাত্র কামরুজ্জামান সরকার রাকিব পেশায় ব্যবসায়ী ও রাজনীতিক। মাহি এখন তাঁর জীবনসঙ্গী রাকিবের গাজীপুরের বাসায়।
রাকিবকে জন্মদিনের উপহার দিতেই বিয়ের জন্য ১৩ সেপ্টেম্বর তারিখটি বেছে নিয়েছেন নায়িকা। কারণ, এদিন রাকিবের জন্মদিন। আর এ কারণেই ১৩ সেপ্টেম্বরের শুরুতেই রাত ১২টা ৫ মিনিটে তাঁরা বিয়ে করেন। এটাই ছিল রাকিবের জন্মদিনে মাহির উপহার।
সোমবার দিনভর জীবনসঙ্গীর জন্মদিন উদযাপনে ব্যস্ত ছিলেন মাহি। রাত ৮টার একটু আগে ফেসবুক ঢুঁ দিলেন। স্বামীর সঙ্গে তিনটি ছবি আপলোড করে লিখলেন, ‘হ্যাপি বার্থডে টু ইউ বয়। সারাজীবন আমার এভাবেই যত্ন নিবা কিন্তু। আমি পারতাম না।’
মাহির এমন আবদারের জবাবটাও রাকিব দিয়েছেন বেশ মজা করে। কমেন্টবক্সে লিখেছেন, ‘আমি রিয়েলি অনেক বেশি সারপ্রাইজড জান কলিজা। সারাজীবন তোমাকে বিরক্ত করব কথা দিলাম।’
এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। এরপর শুটিং স্পটসহ নানা জায়গায় প্রাণবন্ত উপস্থিতি ছিল অপু ও মাহির। তাঁদের পঞ্চম বিয়েবার্ষিকীর কয়েকদিন আগে মাহি জানান, একসঙ্গে আর থাকছেন না তাঁরা।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
১৫ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১ দিন আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১ দিন আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১ দিন আগে